নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আড়মোড়া ভেঙ্গে পাশ ফিরলেই

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪



এই যে সুন্দর ব্লগীয় বাগান,
রোদ বৃষ্টি ঝড় সাঁঝ কি বিহান,
সাধারনত: কেউ কখনও,
সামনাসামনি হই না কারও।
একজন অন্যজনের প্রতি,
আন্তরিকতা প্রদর্শন করি।
ভাবনা ও ভাবের বিনিময়ে,
একে অন্যকে রাখি হৃদয়ে।
অনুভবের দৃষ্টিতে দেখে নিই
একে অপরের চেহারাটা ঝলমল।
অামি কোনো ব্লগারের
মুখোমুখি হইনি জীবনে।
দেখিনি কাউকে
জ্বলজ্যান্ত সূর্য্যের কীরনে।
কিন্তু তবু অন্তরে
কত কত ব্লগারের বিচিত্র বসবাসে
হৃদয়টা তবু কেন টলমল।
আমি কাউকে দেখিনি কোনো দিন।
অথচ প্রত্যেকের চেহারার স্কেচ আমার জানা, বিন্দু পরিমান ভুলহীন।
আঁকতে বললে অবিকল অঙ্কন করতে পারবো, বলে মন।
ব্লগ মানে, না দেখেও জগতের সকল প্রানীর প্রতি অদেখা মায়ার বন্ধন।
ব্লগ মানে, ঘরের খেয়ে পরের জন্য কেঁদে যাওয়া।
দুনিয়ার বঞ্চিতদের অধিকার আদায়ের জন্য উঁচু গলায় কোরাস গাওয়া।
তাদের জ্ঞাতি সেজে, পরমাত্মীয়র মত তাদের পক্ষে কথা বলা।
ব্লগ মানে, নৈতিকতার নবোদ্যমে শ্লোগান তোলা।
ব্লগ মানে, মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা অন্ধকারের মূলোতপাটনের শপথ নেয়া।
ব্লগ মানে, নিশিথের অন্ধকারে হারিয়ে যাওয়া সূর্যালোকে পৃথিবীটাকে নাইয়ে দেয়া।
হৃদ্যতায় ভালবাসায় জড়িয়ে নেয়া জীবন জগত, তামাম জাহান, খালক ও খালিক,
নিজেকে চেনার চেষ্টা, হাটি হাটি পা পা করে তাকেও চেনার চেষ্টা কে যে আসল মালিক।
এই জগতে ভালোবাসার ছড়াছড়ি, ভালোবাসার বহ্ণিশিখা এমন করে জ্বলে বলো, আর কোথাও?
এমন করে বুকের ভেতর মানব প্রেমের পাঁপড়ি বিছায় পারলে দেখাও আর কোথাও?
এখানে ভালোবাসি নি:স্বার্থতায় একেক মানব অন্যজনে।
যাদের ভাল লাগে, অনুভূতির স্বর্নলতায় পেচিয়ে তাদের আটকে রাখি খুব যতনে, হৃদয় গহনে।
হৃদয়ে ঠাঁই দেয়া সে মানুষগুলো যতই তারা দূরে থাকুন, হৃদয়ের অলিন্দে যাতায়াত।
সারাক্ষন বিচরন মনের রঙিন পর্দায়, বুকের পাঁজরে, হৃদয়ের সবুজ আঙিনায় হাতে হাত।
আলতো পরশে জেগে উঠি, তাদেরই ছোঁয়া অনুভূত হয়,
আড়মোড়া ভেঙ্গে পাশ ফিরলেই সকলেই যেন হেসে কথা কয়।

পুনশ্চ: মনের বিক্ষিপ্ত অনুভূতি। হয়তো কবিতা হয়নি। তাতে কি? শুভকামনা সকলের জন্য।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

নজসু বলেছেন: আমি শুধু বলবো-
ব্লগ মানে বিনি সুতোর বন্ধন।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



একদম সঠিক বলেছেন।

প্রথম মন্তব্যে অভিবাদন।

২| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮

সাগর শরীফ বলেছেন: ব্লগ মানে ঘরের খেয়ে পরের জন্য কেঁদে যাওয়া!
এই লাইনটাতেই লেখনীটার মর্মার্থ খুঁজে পেয়েছি।
ভাল লিখেছেন নকিব ভাই। দোয়া রাখবেন এই নতুনের জন্য।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্যে প্রীত। আপনি তো মা-শাআল্লাহ এখন পুরনো হয়ে গেছেন। বছর পার করেছেন সেই কবে। আপনার প্রতিভা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। লিখতে থাকুন। ইনশাআল্লাহ, অনেক দূর যাবেন।

নিরন্তর কল্যানের দুআ আপনাদের জন্য।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! খুব সুন্দর করে ব্লগ আর ব্লগারদের নিয়ে কথাগুলো বললেন। এটা একটা বিনে সুতার বন্ধন। এখানে আমরা বেশিরভাগ সময়ে একে অন্যকে না দেখেই মায়ার বন্ধনে জড়িয়ে যাই, কারো কোন সমস্যা হলে, অসুখ বিসুখ হলে কষ্ট পাই। দীর্ঘদিন পরিচিত কোন মুখ অনুপস্থিত হলে তার খবর নিতে উদগ্রীব হই। রেসপেক্ট করি ধর্ম, বর্ণ নির্বিশেষে। যাদের চেহারা দেখা হয়নি তাদের একটি স্কেচ মনে মনে এঁকে নেই, কিন্তু বাস্তবে হয়তো নাও মিলতে পারে। তবুও আঁকতে হয়।

প্রিয় নকিব ভাইয়েরও একটা স্কেচ আমার মনের মধ্যে আঁকা আছেে। কোনদিন দেখা হলে কল্পনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। ভাল থাকুন সবাই। ব্লগ হোক একটি বৃহৎ পরিবার।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



বাহ!! খুব সুন্দর করে ব্লগ আর ব্লগারদের নিয়ে কথাগুলো বললেন। এটা একটা বিনে সুতার বন্ধন। এখানে আমরা বেশিরভাগ সময়ে একে অন্যকে না দেখেই মায়ার বন্ধনে জড়িয়ে যাই, কারো কোন সমস্যা হলে, অসুখ বিসুখ হলে কষ্ট পাই। দীর্ঘদিন পরিচিত কোন মুখ অনুপস্থিত হলে তার খবর নিতে উদগ্রীব হই। রেসপেক্ট করি ধর্ম, বর্ণ নির্বিশেষে। যাদের চেহারা দেখা হয়নি তাদের একটি স্কেচ মনে মনে এঁকে নেই, কিন্তু বাস্তবে হয়তো নাও মিলতে পারে। তবুও আঁকতে হয়।

--- একদম সারকথাগুলোই উঠে এসেছে আপনার সুমন্তব্যে। বরং আরও সবিস্তারে তুলে এনেছেন হৃদ্যতার খতিয়ান।

প্রিয় নকিব ভাইয়েরও একটা স্কেচ আমার মনের মধ্যে আঁকা আছেে। কোনদিন দেখা হলে কল্পনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। ভাল থাকুন সবাই। ব্লগ হোক একটি বৃহৎ পরিবার।

--- ব্লগ আসলেই বৃহৎ একটি পরিবার। আপনার অবয়ব আমার কল্পনায় সাজিয়ে রেখেছি। দেখা হলে অনেক ভাল লাগবে।

পোস্টে প্লাস দেয়ায় কৃতজ্ঞতাসহ শুভকামনা। মন্তব্যেও ++++

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

সাগর শরীফ বলেছেন: বছর পার করলেও অভিজ্ঞতায় একেবারে কাাঁচা। হৃদি আপু, স্রাঞ্জি দিদি তো আমার পরে এসেছেন। তাদের দেখেন আর আমাকে দেখেন। কোথায় আছি আমি। আর ব্লগিং ক্যারিয়ারটা সমৃদ্ধশালী করতে আপনাদের সহযোগীতা অবশ্যই কাম্য।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

নতুন নকিব বলেছেন:



পোস্ট করেছি: ১৫টি
মন্তব্য করেছি: ২১০টি
মন্তব্য পেয়েছি: ৬৪টি
ব্লগ লিখেছি: ১ বছর ৩ মাস
অনুসরণ করছি: ১ জন
অনুসরণ করছে: ৩ জন

আপনার ব্লগ পরিসংখ্যানটা নিয়ে এলাম দেখার জন্য। ১ বছর ৩ মাস কিন্তু অনেক অনেক সময়। এই সময়ের মধ্যে আপনার পোস্ট এবং মন্তব্য যথাক্রমে ১৫ টি এবং ২১০ টি। এই সংখ্যাটা বৃদ্ধি করার চেষ্টা করুন না, প্লিজ। আপনার জন্য সহযোগিতার হাত যতটুকু সম্ভব অবশ্যই বাড়াবো ইনশাআল্লাহ।

লেখালেখির ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে,

১। নির্ভুল লেখার চেষ্টা করা।
২। অপরের মতামতকে সম্মান জানানো।
৩। নিয়মিত লেগে থাকা। নিয়মিত লিখে যাওয়া। নিয়মিত পোস্ট দেয়া।
৪। অপরের পোস্টে বেশি বেশি মন্তব্য করা, এতে করে আপনার পোস্টেও তারা মন্তব্য নিয়ে আসবেন।
৫। সুখে দু:খে অন্য ব্লগারদের পাশে থাকার চেষ্টা করা।

হ্যাঁ, যাদের কথা বলেছেন, হৃদি, স্রাঞ্জি সে, কথার ফুলঝুড়িসহ বেশ কিছু নতুন ব্লগার ভাল লিখে থাকেন। তাদের ফলো করতে পারেন।

সর্বোপরি, আল্লাহ পাকের নিকট সাহায্য কামনা করুন। তিনিই তাওফিক দেয়ার মালিক।

আশা করি, আমার কথাগুলোয় কষ্ট নিবেন না।

অনেক ভাল থাকুন।

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার মনের "বিক্ষিপ্ত ভাবনাগুলো" ভাল লেগেছে। + +

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

নতুন নকিব বলেছেন:



অনি:শেষ শ্রদ্ধা সুপ্রিয় ভাই। বিক্ষিপ্ত ভাবনা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। পোস্টে লাইক দেয়ায় কৃতজ্ঞতা।

প্রার্থনা, অনেক ভালো থাকুন।

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

নতুন নকিব বলেছেন:



আগমনে কৃতজ্ঞতা। অনেক শুভকামনা আপনার জন্য।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

আরোগ্য বলেছেন: নকিব ভাই আমার কাছে খুব ভাল লাগলো।
মাত্র একমাস এক সপ্তাহ হয়েছে ব্লগে এসেছি।, কিন্তু আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমাকে খুব আপন করেছে। কিছু ব্লগারের সাথে নিয়মিত ভাবের আদানপ্রদান হয়, তাদের কেউ অনুপস্থিত থাকলে খালি খালি মনে হয়। যেরকম পরিবারের কেউ বাসায় না থাকলে অনুভূত হয়। হয়ত একে সামু পরিবারের বন্ধন বলে।
প্রায় দুই সপ্তাহ হল প্রামানিক ভাইয়ের দেখা নেই।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

নতুন নকিব বলেছেন:



নকিব ভাই আমার কাছে খুব ভাল লাগলো।
মাত্র একমাস এক সপ্তাহ হয়েছে ব্লগে এসেছি।, কিন্তু আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় আমাকে খুব আপন করেছে। কিছু ব্লগারের সাথে নিয়মিত ভাবের আদানপ্রদান হয়, তাদের কেউ অনুপস্থিত থাকলে খালি খালি মনে হয়। যেরকম পরিবারের কেউ বাসায় না থাকলে অনুভূত হয়। হয়ত একে সামু পরিবারের বন্ধন বলে।
প্রায় দুই সপ্তাহ হল প্রামানিক ভাইয়ের দেখা নেই।


--- অনেক সুন্দর একটি মন্তব্য রেখে গেলেন।

মাত্র একমাস হয়েছে আপনার ব্লগের বয়স? বাহ! আমার তো মনে হচ্ছে, কত বছরের পুরনো যেন আপনি। এই অল্প সময়ে আপনি তো মা-শাআল্লাহ ব্লগ জয় করেছেন।

আসলে ব্লগ পড়া, ব্লগে বিচরন করার পাশাপাশি ব্লগারদের পারস্পারিক খোঁজখবর আদান প্রদানের মাধ্যমে সম্পর্কের যে সেতুবন্ধন তৈরি হয়, এটিকে আমার অনেক বড় মনে হয়। আপনার মন্তব্যেও যেটা সুন্দরভাবে উঠে এসেছে।

প্রামানিক ভাই কোথায় আছেন জানি না। তার খোঁজ খবর নিতে পারলে ভালো হত। তিনি এই ব্লগের অন্যতম প্রিয় মুখ। বিখ্যাত ছড়াকার।

অনেক ভালো থাকুন।

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২

এস এম ইসমাঈল বলেছেন: বেশ সুন্দর একটা পোষ্ট দিয়েছেন। কিন্তু আমি বলবো, নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা।

ধন্যবাদ, প্রিয় লেখক।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্যে পুরোপুরি সহমত। অনেক সুন্দর করে মনের কথাগুলো বলেছেন। কেউ অবসর কাটাতে এখানে আসেন, কেউ ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যেও ব্লগকে বেছে নেন। আপনার মন্তব্যটি অনেক ভালো লাগলো-

কিন্তু আমি বলবো, নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা।

কৃতজ্ঞতা এবং শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.