নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

অমর সাধক আল্লামাহ জালালুদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহির জ্ঞানগর্ভ শিক্ষনীয় কিছু বাচনিক

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

তুরস্কের কোনিয়ায় অবস্থিত আল্লামা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি সমাধি।

বিশ্ব সেরা অমর সাধক। আল্লামা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি। কেউ কেউ তাকে জেনে থাকেন জালাল উদ্দিন মুহাম্মদ বালখী নামে। কেউ সম্বোধন করেন তাকে, মাওলানা রুমি কিংবা মৌলভি রুমি নামেও। তবে আর সব ছাপিয়ে শুধুমাত্র আল্লামাহ রুমি রহ. নামেই বেশি জনপ্রিয় তিনি। আল্লামাহ রুমি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ১৩ শতকের একজন ফার্সি, সুন্নি, মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিয়বাদী, সুফি এবং দার্শনিক। ১২৭৩ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুর পরে প্রায় ৭৫০ বছর গত হয়ে গেলেও তার কবিতা এখনও সমভাবে সমাদৃত বিশ্বজুড়ে। অসংখ্য ভাষায় অনূদিত হয়ে তার কাব্য সম্ভার ছড়িয়ে আছে অসংখ্য ভাষার অগনিত মানুষের মাঝে। তিনি বেঁচে আছেন লক্ষ কোটি মানুষের অন্তরে। ৩৭ বছর বয়সে কাব্য সাধনা শুরু করেন তিনি এবং পরবর্তী ৩০ বছর তা অব্যহত থাকে তা। তুরস্কের কোনিয়াতে রয়েছে আল্লামা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি সমাধি।

বক্ষমান আলোচনায় তাঁর শিক্ষনীয় কিছু উক্তি তুলে ধরা হলো। জ্ঞানীদের জন্য এগুলোতে রয়েছে তাদের জীবনের মোড় ঘুরিয়ে নেয়ার মত প্রকৃত মূল্যবান শিক্ষা।

আল্লামা রুমি রহ. এর উক্তি- তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের মূল্য বুঝতে হবে।

আল্লামা রুমি রহ. এর উক্তি- আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটা যখন দু'টো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- পরিবর্তনটা আপনি নিজের ভেতরে প্রথম আনুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- শোক করো না। তুমি যা-ই হারাও না কেন তা অন্য কোনোরূপে ফিরে আসবে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- সর্বাবস্থায় হতাশ না হয়ে ইতিবাচক থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেয়া হয়েছে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের আবেগ নিয়ে বেঁচে থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- মনোযোগী থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- নিজের পথ নিজেই সৃষ্টি করুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- আপনি যেমন তেমনই থাকুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সবকিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- ভালোবাসা ও জ্ঞানের জন্য নিজের যাত্রাটাকে নিরবচ্ছিন্ন রাখুন।

আল্লামা রুমি রহ. এর উক্তি- আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি! কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

উক্তিটি থেকে শিক্ষনীয় বিষয়- সবকিছুতে ভালোবাসা খুঁজতে থাকুন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, আওর ইসলাম, http://www.indiatoday.in, Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

নজসু বলেছেন: খুব সুন্দর কথামালা।
শিক্ষণীয় বিষয় উল্লেখসহ আল্লামা রুমি বাণীগুলো হীরে সমতূল্য।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

নতুন নকিব বলেছেন:



জ্বি, তাঁর কথাগুলো মনিমুক্তাসম।

ধন্যবাদ। কৃতজ্ঞতা।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

আরোহী আশা বলেছেন: সুন্দর কথামালা। ভালো লেগেছে

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

নতুন নকিব বলেছেন:



আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।

ভালো থাকুন নিরন্তর।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

নতুন নকিব বলেছেন:



উপস্থিতি প্রেরনাদায়ক।

কৃতজ্ঞতা অশেষ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

আরোগ্য বলেছেন: ভালো লাগলো। ইচ্ছা আছে ফারসি ভাষা শিখবো।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

নতুন নকিব বলেছেন:



শিখে ফেলুন। মজার ভাষা।

কৃতজ্ঞতা।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

নীল আকাশ বলেছেন: নকীব ভাই, ওনাকে নিয়ে বিস্তারিত পড়ার ইচ্ছে আছে.....ভালো একটা বিষয়ে পোষ্ট দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

নতুন নকিব বলেছেন:



আপনার ইচ্ছে পুরন হোক। উনি হলেন মহান সাধক, আল্লাহওয়ালা। তাঁর লেখা আজও বিশ্বজুড়ে পঠিতব্য।

কৃতজ্ঞতা।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

এস এম ইসমাঈল বলেছেন: মাওলানা রুমী রাহঃ আজো প্রাসংগিক এই একবিংশ শতকেও। বহুমাত্রিক এ বিশাল প্রতিভার বহু মূল্য বাণীর ব্যতিক্রমী উপস্হাপনা বেশ ভালো লেগেছে। জাযাকাল্লাহ।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

নতুন নকিব বলেছেন:



তাকে নিয়ে আরও গবেষনা দরকার। তাকে আরও জানা দরকার। এসব মনীষীদের মূল্যায়ন খুব কমই হয়।

ধন্যবাদ মন্তব্যে আসায়। কৃতজ্ঞতাসহ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

এস এম ইসমাঈল বলেছেন: আল্লামা রুমী'র রাহঃ এর উসতুনে হান্নানা নিয়ে লেখা নাত শ`রীফখানা বেশ ক'বছর আগে আমি কাব্যানুবাদ করেছিলাম। এ মুহুরতে যদিও সেটা খুঁজে পাচ্ছি না। তবে আপনার পরিশ্রমের পুরস্কার হিসাবে আজকে লেখা একটা নাত শরীফ উপহার দিতে চাই।

ফুল হয়ে তাই ফুটল কলি যতটা ছিল গুলিস্তান

পাপ পঙ্কিল জীবন ছিল বদ্ধ চোরাবালিতে
অশান্তির লু হাওয়া এসে উড়িয়ে নিল মরুতে
ব্যর্থতা আর হতাশার মরীচিকায় পিপাসিত মন
খুঁজে ফিরেছে অবিরত শান্তি সুখের কুঞ্জবন।।
দমকা বাতাসের মত ওগো নবী নিয়ে এলেন দ্বীন ইসলাম
জীবনে এলো স্নিগ্ধ বাতাস, নামলো ভবে আলোর বান,
সত্য ন্যায়ের জ্বললো শিখা, প্রশান্তির মহা মরুদ্যান
শেখালেন সবে মানবতা আর মিথ্যার হল প্রস্থান।।
মজলুমের কান্না থেমে গেলো তাই, ভেঙ্গে গেলো সব জিন্দান
আত্ম শক্তির খুলে গেলো দ্বার নিজের শক্তিতে বলিয়ান
মানুষে মানুষে নাই ভেদাভেদ, স্রষ্টার কাছে সবাই সমান
ফুল হয়ে তাই ফুটল কলি যতটা ছিল গুলিস্তান।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

নতুন নকিব বলেছেন:



আল্লামা রুমী'র রাহঃ এর উসতুনে হান্নানা নিয়ে লেখা না'ত এর আপনার কৃত পুরনো কাব্যানুবাদ না পেলেও সমস্যা নেই। আজকের লেখা আপনার অনন্য উপহার সাদরে বরন করে নিলাম। এককথায় অসাধারন। আল্লাহ পাক আপনাকে কবুল করুন। আপনার প্রতিভাকে প্রস্ফুটিত করুন।

ফুল হয়ে তাই ফুটল কলি যতটা ছিল গুলিস্তান

পাপ পঙ্কিল জীবন ছিল বদ্ধ চোরাবালিতে
অশান্তির লু হাওয়া এসে উড়িয়ে নিল মরুতে
ব্যর্থতা আর হতাশার মরীচিকায় পিপাসিত মন
খুঁজে ফিরেছে অবিরত শান্তি সুখের কুঞ্জবন।।
দমকা বাতাসের মত ওগো নবী নিয়ে এলেন দ্বীন ইসলাম
জীবনে এলো স্নিগ্ধ বাতাস, নামলো ভবে আলোর বান,
সত্য ন্যায়ের জ্বললো শিখা, প্রশান্তির মহা মরুদ্যান
শেখালেন সবে মানবতা আর মিথ্যার হল প্রস্থান।।
মজলুমের কান্না থেমে গেলো তাই, ভেঙ্গে গেলো সব জিন্দান
আত্ম শক্তির খুলে গেলো দ্বার নিজের শক্তিতে বলিয়ান
মানুষে মানুষে নাই ভেদাভেদ, স্রষ্টার কাছে সবাই সমান
ফুল হয়ে তাই ফুটল কলি যতটা ছিল গুলিস্তান।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

এস এম ইসমাঈল বলেছেন: লেখাটি আপনার ভালো লেগেছে। তাতেই আমি খুশী। কৃতজ্ঞতা অশেষ।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



পুনরায় ফিরে এসে মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা। অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.