নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

পথ ও পাথেয়

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫



অন্তহীন আলোকের পথের যাত্রী আমি-
আলোকিত আলয়ে সদা বসবাস আমার
আমি আলমে আরওয়াহায় কাটিয়েছি দীর্ঘ দীঘল আলোকিত জীবন
সেখানে কোনো রাত ছিল না
মুঠি মুঠি শীতের শ্বেত কুয়াশার মত শুভ্রতা গোটা শুন্যতাজুড়ে-
সেই অসীম নিস্তব্দ শুন্যতায় ছিল আমার ভিন্ন জীবন
সেখানে তমসা নেই
তমসার কোনো স্থান নেই
রাত নেই কুহেলিকা মরিচিকা নেই অপ্রাপ্তির বেদনা নেই
কান্নার শব্দ নেই ব্যথার ঢেউ নেই ভাঙ্গনের শব্দ নেই

অত:পর একদিন-

সব ছেড়েছুড়ে চলে এলাম মাতৃজঠরে-
সেখানেও আমি ছিলাম চিন্তাহীন-
কষ্টের কোনো ছোঁয়া আমাকে স্পর্শ করেনি
সুরক্ষিত নিরাপদ ছোট্ট একটি জগত আমাকে ধারন করেছে
কোনো ক্লেশ কোনো আসক্তি আমাকে কাবু করেনি

তারপরে পথপানের সে যাত্রাবিরতি শেষে-

সুদূরের পানের দূরন্ত নাবিক ভাসতে ভাসতে চলে এলাম নতুন এক আলয়ে-
মর্ত্যলোকে-
অন্য এক কোলাহলময় ব্যস্ত জীবনে-
যে জীবন ভিন্নতর
প্রতিক্ষন রং পাল্টানো যার স্বভাব
স্বাদের আবিলতায় যে নিজেই নিজেকে ভুলে যায়
বন্ধু কখন যে শত্রু হয়ে দাড়ায় জীবন জানে না
জীবনের মানে খুঁজতে এখানে এক জীবন পার করে দেয় কেউ কেউ
তবু কি তা পায়? পাওয়া যায়?
পায়, কেউ কেউ পায় হয়তো

পৃথিবীর মাটি পাথর জল জোছনায় হেটে
সাগর মোহনা গিরি কন্দরে ছুটে
মেঘ সরোবর অথৈ বারিধি ঘেঁটে
ঝর্না ফুল পাখিদের কলকাকলি দেখে
অনেকেই ভুলে যায়- সফরের অনেকটাই বাকি এখনো
এতো সূচনা মাত্র!
সূচনাকে শেষ ভেবে গন্তব্যে না পৌঁছেই থেমে যাওয়া
পথিমধ্যেই কোলাহলে মজে যাওয়া
আসলেই কি বুদ্ধিমানের কাজ?

পথ তো রয়ে গেছে
অন্তহীন বাকি পথ আমাকে পাড়ি দিতে হবে একাকি

পৃথিবীর এই কর্দমাক্ত পথে যখন পা রাখি প্রথম
আমি ছিলাম স্রেফ শুভ্রতায় আকির্ন নিষ্পাপ এক হিরকখন্ড
আলো বিকিরনের ক্ষমতা ছিল আমার
আমার ভেতরে আলো ছিল-
শুভ্রতার অনি:শেষ আধার ছিল
আমার ভেতরের সেই শুভ্রতাগুলো আস্তে আস্তে ধুসর আকার ধারন করছে না তো?
আমি কি আজ
যাত্রাবিরতির শেষলগ্নে সাহসে ভর করে সকলকে একথা বলতে পারবো-
'আমার হৃদয় চিড়ে দেখো কোথাও কোনো আঁধার নেই
দাগ নেই আঁচড় নেই ক্লেদ নেই দুর্বোধ্যতা দুর্বলতার লেশ নেই'
-এ কথাগুলো বলতে পারাটা আমার অনেক কাঙ্খিত যে!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ সকাল কবি

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



কল্যান হোক আপনার।

সকাল সকাল আপনার দেখা পেয়ে ভালো লাগলো। কেমন আছেন প্রিয় ভাই?

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

নজসু বলেছেন:


আমাদের বেশ কয়েকটা ষ্টেশন।
থামতে হয়, চলতে হয়।
জীবনের শেষ ষ্টেশনে এসে ইন্জিন থেমে যায়।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

নতুন নকিব বলেছেন:



আপনার সর্বশেষ ছড়াটি সুন্দর হয়েছে। লাইক দিয়েছিলাম।

আমাদের বেশ কয়েকটা ষ্টেশন।
থামতে হয়, চলতে হয়।
জীবনের শেষ ষ্টেশনে এসে ইন্জিন থেমে যায়।


-ঠিক বলেছেন। এই ভাবনাগুলোরই প্রকাশ।

অনেক ভালো থাকুন। কৃতজ্ঞতাসহ।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন:



আমার ছড়ায় লাইক দেয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
আপনিও ভালো থাকবেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

নতুন নকিব বলেছেন:



আপনার প্রতিও কৃতজ্ঞতা, পুনরায় মন্তব্যে আসায়।

অনেক ভালো থাকার প্রার্থনা।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর লিখেছেন

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। প্রথমেই আপনাকে উষ্ণ অভিনন্দন সামু ব্লগে যোগ দেয়ায়। মন্তব্যে আসায় শুভকামনা জানবেন।

আশা করি, আপনার পথচলা মসৃন হবে। সামনে এগিয়ে চলুন। সত্যের পথে থাকুন। আল্লাহ পাক আপনার সাহায্যকারী হবেন।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

ওমেরা বলেছেন: অনন্ত অসীম জীবনের যাত্রী আমরা অনেক ইষ্টিশ পার হয়ে পৌছতে হবে সেখানে। কবিতা ভাল হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

নতুন নকিব বলেছেন:



কবিতা পড়েছেন এবং আপনার কাছে ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা। আপনি সুন্দর বলেছেন- অনন্ত অসীম জীবনের যাত্রী আমরা।অনেক ইষ্টিশন পার হয়ে পৌছাতে হবে সেখানে।

অনেক ভালো থাকুন।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন স্যার। আপনার জন্য আমার দোয়া ও ভালোবাসা।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক মন্তব্যে প্রীত। কৃতজ্ঞতাসহ অনেক শুভকামনা।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

নতুন নকিব বলেছেন:



আগমনে মুগ্ধতা। অনেক অনেক ভালো থাকবেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

হাবিব বলেছেন: শুন্যতায় নিস্তব্ধ জীবন কি উপভোগ্য ছিলো?

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

নতুন নকিব বলেছেন:



সেটাই। কর্দমাক্ত মর্ত্যলোকের এই জীবন বড়ই কঠিন।

আগমনে মুগ্ধতা। শুভকামনা অশেষ।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার পোষ্টে মানব আত্মার বিভিন্ন পর্রযায়/ভ্রমণকাল আলোচিত হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

নতুন নকিব বলেছেন:



জ্বি, আপনি এককথায় সারনির্যাস তুলে ধরেছেন। কৃতজ্ঞতা।

শাহাদাত ভাই কেমন আছেন?

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ভালো আছি।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা, পুনরায় এসে প্রশ্নের উত্তর রেখে যাওয়ায়।

আমরাও আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.