নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথক

The world's biggest power is the youth and beauty of a woman.

নাজিমুদ্দিন পাটোয়ারী

I am very simple, complaisant

নাজিমুদ্দিন পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

আমার অপরূপ গ্রামখানি

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

আমার গ্রামের প্রকৃতিকে অনেক মিস করি আমি। গ্রামের সবুজ-শ্যামল নয়নাভিরাম দৃশ্য না দেখলে আমার অস্থির হয়ে পড়ি। গ্রামের অপরূপ সৌন্দর্যে চোখ না ভেজালে আমার মন ভরে না।



শহরে আমার বাস কিন্তু মন পড়ে থাকে গ্রামের মেঠো পথ-প্রান্তরে। গ্রামের মেঠো পথ দিয়ে না হাটলে যেন হারিয়ে যাই বিষন্নতায়।





গ্রামের নানান রুপের ফল্ গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে।
কত ধরনের দেশি-বিদেশী ফল চোখের সামনে। তবুও আমার মাটির উৎপাদিত ফল না খেলে যেন তৃপ্তি আসেনা এ মনে।



আমার গ্রামের....
আমি সেই পথটিকে মিস করি, যে পথের দুধারে সুপারী আর নারিকেল গাছের সারি। পাশে আছে ঘাস লতাপাতার জবর চাহুনি।
আমি সে স্থানটিকে মিস করি, যেখানের মাটি আমার গায়ে মিশে গেছে।
আমি সেই অমল বায়ুকে মিস করি, যে বায়ু আমার চিত্তে বইয়ে দিত প্রশান্তির ছোঁয়া।
আমি সেই স্বচ্ছ অম্বুকে মিস করি, যা মিটাতো আমার স্নেহের তৃষ্ণা।
আমি সেই আকাশকে মিস করি, যে আকশ ভূলিয়ে দিত সকল দুঃখ আর গ্লানি।




গ্রামের অনেক কিছুকেই মিস করি। শহরে থাকি কিন্তু মন মানেনা। তাই সময় পেলেই ছুটে চলি আমার মায়ামাখা গ্রামখানির উদ্যেশ্যে।
শহরের এই জঞ্জালে আর মন মানেনা।
মন বারে বার ছুটে যেতে মন চায় সবুজ শ্যামল সমুদ্রে। যেখানে আমি শান্তির নীড় খুজে পাই।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

আবু শাকিল বলেছেন: আপনার গ্রাম অনেক সুন্দর।ঠিক যেন আমার গ্রাম।

আপ্নার গ্রাম দেখে আমার গ্রাম নিয়েও এক্টা ব্লগ লেখার ইচ্ছা জাগল :)

২| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

খেলাঘর বলেছেন:


কোথায় এই গ্রাম, কি নাম?

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

নাজিমুদ্দিন পাটোয়ারী বলেছেন: আমার গ্রামের নাম নারায়ন পুর। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত।

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

একজন সৈকত বলেছেন:
অনেক সুন্দর আপনাদের গ্রাম।

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

মেহেদই হাসান বলেছেন: তাই তো বলি চেনা চেনা লাগে কেন? অনেক সুন্দর।

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
নাজিমুদ্দিন পাটোয়ারী,
আপনি মনে হয় আমার গ্রামের ছবি তুলে নিয়ে এসেছেন ।

আহ ! আজ তিন যুগ হতে চললো আমি আমার গ্রাম থেকে চলে এসেছি !!
কিন্তু সেই নাড়ীর টান কি ভুলা যায় !!!

পোষ্ট দেয়ায় সুভেচ্ছা রইল ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪১

নাজিমুদ্দিন পাটোয়ারী বলেছেন: ধন্যবাদ!

৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর গ্রাম ।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর গ্রাম ।

ভালো থাকবেন ভ্রাতা :)

১০| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৯

সায়েদ লাল বলেছেন: দারুন

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

অৈথ বলেছেন: http://www.webprogrammingtips.com/

১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

তারিকু০০৭ বলেছেন: Now you can buy and sell products online @ http://www.bikroyguru.com/

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

জহিরুলইসলাম৪৫৬ বলেছেন: Your Village Is Beautiful

১৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

হাককুস ফুলকুস বলেছেন: ভাই নাজিমুদ্দিন, বর্তমানে গ্রাম আর গ্রাম নেই। শহরের মানুষের মত গ্রামের মানুষও এখন বিভিন্ন বিষয়ে বেশ সচেতন। যেমন, শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার। তথ্যপ্রযুক্তিতেও গ্রামের মানুষ পিছিয়ে নেই। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা গ্রাম পর্যন্ত পৌছে গেছে। আউটসোর্সিং কাজে শহরের থেকে গ্রামের ছেলেমেয়েরাই বেশী আগ্রহী। Freelancing Training Center In Dinajpur

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

গোলাম মোস্তফা মিয়া বলেছেন: আমার গ্রাম অনেক সুন্দর। আমি গ্রাম অনেক ভালবাসি ; কিন্ত্তু আইটি ব্যাবসার কারণে শহরে আটকে আছি। শহরের মতো যদি গ্রামে ইন্টারনেট দ্রুতগতি থাকত, তাহলে আমি গ্রামে বসে ব্যাবসা করতাম। আমার ওয়েবসাইট http://www.webnestbd.com/
আমি গ্রামে দ্রুতগতির ইন্টারনেট চাই।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

Md Ashraful Islam বলেছেন: গ্রামটি খুব সুন্দর , ছবি তোলার হাত আছে...এ রকম ছবি পোষ্ট করা ভাল তা দেখে মনটা জুড়ায়..........

http://outsourcinginstitutebd.com

১৭| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ইসফানদিয়র বলেছেন: সুন্দর গ্রাম আপনার

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

পাটনি বলেছেন: আপনার মায়া মাখা গ্রামটি খুবই সুন্দর। খুব দেখার ইচ্ছে জাগল।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

বরেন্য কবি বলেছেন: Osadaron hoyse vai nature gula,,,,,,

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেছেন: অনেক সুন্দর গ্রাম টা দেখে মনটা ভাল হয়ে গেল ??
গ্রামের নামটা কি???

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

ফাতেমা আক্তার বলেছেন: অনেক সুন্দর গ্রামের ছবি গুলো।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

জোবায়ে০০৭ বলেছেন: মজার সব খবর পেতে ভিজিট করুন

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

জোবায়ে০০৭ বলেছেন: সর্বশেষ সব খবর জানতে ভিজিট করুন
http://www.livenewspapertoday.com

২৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৬

সাইদু১২৩ বলেছেন: আউটসোর্সিং কাজে শহরের থেকে গ্রামের ছেলেমেয়েরাই বেশী আগ্রহী http://www.outsourcinghelp.net/

২৫| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৪

শাহাদাত খা১২৩ বলেছেন: আপনি অনলাইনে আয় করতে চাইলে চলে আসুনএখানে ক্লিক করে

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৫

জাহিদ হাসান বলেছেন:

২৭| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৩৯

মানবেনদ্র বলেছেন: আহা, কোথায় সব হাড়িয়ে গেল।

২৮| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

jervisai বলেছেন: Post Computers & Internet Website, Science, Technology & Engineering, Programming, Free resources etc. Visit : https://jervisai.blogspot.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.