নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথক

The world's biggest power is the youth and beauty of a woman.

নাজিমুদ্দিন পাটোয়ারী

I am very simple, complaisant

নাজিমুদ্দিন পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

আইনস্টাইন এবং তার ড্রাইভারের মজার ঘটনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯


আইনস্টাইন ছিলেন সুবক্তা। বিশেষত পদার্থবিজ্ঞান বিষয়ে বিভিন্ন জায়গায় তাকে অথিতি বক্তা হিসেবে আমন্ত্রন করা হত। তার ড্রাইভার থাকত সবসময় সঙ্গী হিসেবে। আইনস্টাইনের বক্তব্যগুলো শুনতে শুনতে তারো মুখস্থ্য হয়ে গেছে; পদার্থবিজ্ঞান বিষয়ে তারো অনেক জ্ঞান জমা পড়েছে।

একদিন গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার বলল ”স্যার, আপনি যেসব বক্তব্য দেন, এগুলোতো আমি নিজেও দিতে পারি; এই বক্তব্য শুনে মানুষ আপনাকে এতো মুল্য দেয় কেন?”
আইনস্টাইন বলল, “তাই নাকি! ঠিক আছে তোমাকে একদিন দাঁড় করিয়ে দেব, দেখি তুমি কি কর”। পরবর্তী বিশ্ববিদ্যালয়ের লোকেরা আমাকে চিনেনা, যখন আমরা সেখানে পৌঁছব আমার কেপটি তোমাকে পরিয়ে দেব এবং তুমি নিজেকে ডঃ আইনস্টাইন পরিচয় দিয়ে লেকচার শুরু করবে।

যেই কথা সেই কাজ। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আইনস্টাইন হয়ে গেলেন ড্রাইভার আর তার ড্রাইভার হয়ে গেল আইনস্টাইন। ড্রাইভারের বক্তব্য আর আসল আইনস্টাইনের বক্তব্য খুব একটা হেরপের নেই, সাবলিলভাবে বলে যাচ্ছেন। কিন্তু হঠাত ঘটল বিপত্তি, এক উপস্থিত প্রফেসর পদার্থবিজ্ঞান বিষয়ে এক কঠিন প্রশ্ন করে বসলেন। ড্রাইভার তো চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দেয়া যায়-যথাযত উত্তর না দিতে পারলে শুধু আমার নয় স্যারেরও মান ইজ্জত খসে যাবে। কি করা যায়! কি করা যায়!!

হঠাত তার মাথায় বুদ্ধি এল। প্রশ্নকর্তাকে বলল, ও এত সহজ প্রশ্ন! এর উত্তর তো আমার ড্রাইভারই দিতে পারে। এই ড্রাইভার মঞ্চে এস! প্রশ্নটার উত্তর দিয়ে দাও দেখি। ড্রাইভার প্রশ্নের নির্ভুল এবং সন্তোষজনক উত্তর দিলেন, কেননা এই ড্রাইভার যে আসল আইনস্টাইন।

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার গল্প।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: B-) B-)

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

শাহাদাত হোসেন বলেছেন: ঘটনা জানা আছিলো

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা ছিল। তারপরেও ভালো লাগলো।
ধন্যবাদ নাজিমুদ্দিন পাটোয়ারী।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আগেও শুনা ছিলো। তারপও যতবার শুনি ভালো লাগে।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

সাইফুল আলম বিজয় বলেছেন: ভালো লাগছে =p~

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

কলাবাগান১ বলেছেন: মিথ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.