নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথক

The world's biggest power is the youth and beauty of a woman.

নাজিমুদ্দিন পাটোয়ারী

I am very simple, complaisant

নাজিমুদ্দিন পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

অক্ষয় টমেটো এবং আমাদের অদৃষ্টের পরিহাস

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩১



বাজার থেকে কিনেছি ১৫ দিন হল। আজও সে অক্ষয়, অমর এবং সতেজ। প্রানবন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার দেহ যেন ১৯ বছর বয়সী টিনেজারের মত তগবগে; লালশাড়ী পড়া নববধূর মত রাঙা। তার পূর্বপুরুষরা বড়জোর ৩-৪ দিন বাঁচত , কিন্তু আজ তাদের প্রজন্ম বোটা থেকে ভুমিষ্ট হওয়ার পর থেকে বেঁচে যাচ্ছে মাসকে মাস। বোটা থেকে ছাড়ানোর পর তাদের এমন এক পানি দিয়ে গোসল করানো হয় যা তাদের দীর্ঘজীবী হতে সাহায্য করে। অন্যদিকে তাদের ভক্ষক মানুষেরা হয় ক্ষণজীবী। তারা এই সতেজ টমেটো খেয়ে হয় নিস্তেজ। লাল টুকটুকে রঙ্গে পাগল হয়ে তারা হয় রঙহীন, বর্ণহীন আর জীর্ণশীর্ণ।

তাইতো বলি কারো পৌষমাস কারো সর্বনাশ।

মানুষের পক্ষ থেকে এই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য কত আইন কত উদ্যোগের গল্প শুনি। কিন্তু সে আইন আর কথার বুলির বাস্তবায়ন স্বল্প। এই সমস্ত রাঙ্গা টমেটো এবং তাদের সহজাতী সবজী আর তাদের ন্যায় সুবিধাপ্রাপ্ত ফলফলাধিদের খোঁজার জন্য মাঝে মাঝে মানুষেরা অস্ত্র বগলে ঝটিকা অভিযান পরিচালনা করে থাকে। তবে তা কয়েকদিন পরে শিথিল হয়ে যায় বাজারের উপরীর গরমে।

তাই অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে আমাদের বরণ করে নিতে হচ্ছে এই অক্ষত রাঙ্গা টমেটোদের কিংবা তাদের প্রতিবেশীদের।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

শায়মা বলেছেন: এই টমেটো তো লাল টুকটুক না কেমন যেন কমলা রং। খেতেও ভালো লাগে না আর এই অক্ষয় টমেটো!:(

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

বিপরীত বাক বলেছেন: চিরজীবী টমেটো।
বাজারের আর সব ফলেরও একই অবস্থা।
সবধরনের ফল খাওয়া ছেড়ে দিছি তাই। যখন রাস্তায় হাটার সময় পাশের ফলের দোকানগুলিতে থরে থরে ফল সাজানো দেখি মনে মনে ভাবি ফল তো নয় যেন বিষ সাজিয়ে রেখেছে। এতটুকু লোভ লাগে না।

৩| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২

সুমন কর বলেছেন: মজা করে লিখেছেন। কিন্তু এ থেকে আমরা মুক্তি পাবো না.... X((

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "তারা এই সতেজ টমেটো খেয়ে হয় নিস্তেজ। লাল টুকটুকে রঙ্গে পাগল হয়ে তারা হয় রঙহীন, বর্ণহীন আর জীর্ণশীর্ণ। "

ব্যাপক মজা পাইলাম আপনার রসবোধ দেখে =p~

৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে ঝটিকা অভিযানেই শেষ সারা বছর কি হল তা দেখার কেউ নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.