নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

ফেরীওয়ালা

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৭

To Whom it may concern:



ফেরীওয়ালা চেনেন? ফেরীওয়ালা?

-- আবার জিজ্ঞেস? এইটা একটা প্রশ্ন করার মত জিনিস?

বলুন দেখি এদের কাজ কি? কার্যকারন কি?

-- এ কি তামাশা ! কাজ: সদাই ফেরী করা, কার্জকারনঃ অর্থনৈতিক!

অতি উত্তম!! এদের সবাই চেনে, তাই তো! কিন্তু আমি বলছি এক "বিশেষ ফেরীওয়ালাদের" কথা;

কাজঃ মানুষের কথা ফেরী করা, কার্যকারনঃ বিকৃত মনস্তাত্ত্বিক।

-- কি!!! এদের উদ্দেশ্য কি?



৩টা প্রধান উদ্দেশ্যঃ



১। অন্যে আপনাকে কতটা খারাপ জানে সেটা অত্যন্ত নিষ্টার সাথে নিজস্ব কুৎসিত কারুকার্জ খচিত করে, সাধারণভাবে বলা কথা রঙ চড়িয়ে বিকৃতভাবে উপস্থাপন করে আপনাকে কষ্ট দেয়া। কারন, আপনার সম্বন্ধে কেউ খারাপ বলেছে এটা জেনে আপনার পুলকিত হবার তো কোনই কারণ নাই! নাকি?

২। যার উদ্ধৃতি আপনার কাজে পৌঁছানো হল তার সাথে আপনার সম্পর্ক নষ্ট করা এবং সে নিজে আপনার অতিইইইই আপনজন, খুবই কাছের মানুষ - এটা প্রমানের চেষ্টা করা!

৩। আপনি মনে নির্ভেজাল কষ্ট পেয়ে বা রেগে গিয়ে উদ্ধৃতিকারী ব্যাক্তির ব্যাপারে কিছু বলে ফেললেই ব্যস-- সঙ্গে সঙ্গে একি ভাবে তার কাছেও আপনার কথা “ফেরী করা” ।

ব্যস চলতে থাকলো "Chain reaction"!!ইউরেনিয়াম - ২৩৫ চেইন রিয়াকশনের (Nuclear chain reaction) চেয়েও ভয়ংকর!

- আজব তো! এরা কেন এসব করে?



কি করবে বলুন, এদের কোন কাজ নাই, আগাগোড়া অপদার্থ!!

অকর্মণ্য বলবনা- কারণ, আল্লাহ পাক কোন ১ টাও গুন না দিয়ে কাউকেই পাঠায় না - কিন্তু এদের সৎ কাজের কোনরকম কোন ইচ্ছা নাই!

আর, পাশাপাশি দুটো দাগের মধ্যে একটা বড় হলে সেটাকে ছোট করার উপায় ২টা।

একঃ ছোট দাগের শ্রম -সততা দিয়ে বেড়ে যাওয়া।

দুইঃ বড় দাগকে কেটে- মুছে ছোট করে নিজের উচ্চতায় নামিয়ে আনা। ২য়টাই অনেক সহজ- তাই এটাই করতে চায়!

আর জানেন তো class তিন ধরণের। "3rd class talks about people, 2nd class talks about society, 1st class talks about philosophy"

এদের জ্ঞান তৃতীয় শ্রেণীতেই সীমাবদ্ধ।

- তো, আল্লাহর বিল্লাহ করলেও তো পারে- না পারে তো হিন্দী সিরিয়াল দেইখেও তো দিন গুজরান করলে পারে !

ওমা, কি বলেন এই সব--এই যে নিষ্ঠার সাথে “কথা ফেরী” করছে! ফোনের বিল তুলে, গাড়ীর তেল খরচ করে যেয়ে, সংসার/অফিস/ পড়ালেখা সব বাদ দিয়ে-- এই সেবার আনন্দ তো তুলনাহীন, এ করেই তো কুলাতে পারছেনা , আপনি এতো বড় sacrifice, social work টা দেখবেন না !! আল্লার ওয়াস্তে কাজ করার আর সময় কই? ধুর আপনি মিয়া পুরাই ফাউল!

----------------------------------------------------------------------------------------------

* ধর্মতত্ত্বঃ চোগলখোরী এক প্রকার ফিতনা- ফাসাদ (temptation & immorality/ perversion). আল কুরান মতে "And fitnah is worse than killing." - Surat Al-Baqarah: 2:291.

* অধমের সস্তা উপদেশঃ দেশের অনেক সমস্যা- মানুষের অনেক কষ্ট-- দূর করার জন্য আপনার এই মূল্যবান অলস সময়টাও সাদকা দিতে পারেন। "আপনার প্রতিটি সৎকর্ম, অপকর্ম , কুকর্মের ফলাফল আপনি আপনার জীবন, সংসার - সন্ততি সবদিক থেকেই কড়ায় গন্ডায় ফেরত পাবেন ( Reference: [Al-Ibrahim, 24-27])" । আল্লাহুম আমীন!



* সর্বসাধারণের জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ কথা ফেরীওয়ালা মানসিক মৃত্যুর ও ব্যাপক সময় অপচয়ের কারণ। চিহ্নিত হওয়া মাত্র এদের থেকে ১০০০ হাত দূরে থাকুন। নিজে বাঁচুন - প্রিয়জনদের বাঁচান।

* ফেরীওয়ালার জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ “ফেরীওয়ালা” নারী- পুরুষ নির্বিশেষে নিজ দায়িত্ত্বে আমার কাছ থেকে আপনার “ফেরীর সদাই পাতি” নিয়ে ১০০০ হাত দূরে থাকবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লঅগলো লেখাটি।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.