নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

Uglier than the worst nightmare।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

এক দেশে ছিল এক রাজার কুমার ।
২৮ বছরের টগবগে সেই যুবক যখন তেপান্তর পাড়ি দিতে প্রস্তুত - তখুনি আচমকা এক মরন ব্যাধি তার ছোটার সময়সীমা ৭ বছরে বেঁধে দিল। সব জেনেও অপার্থিব ভালবাসা নিয়ে এক রাজকন্যা তার তেপান্তর পাড়ের সাথী হতে তার জীবনে এলো।
কিন্তু এইটুকু সুখও যেন বেশতি হয়ে গেল রাজপুত্রের ভাগ্যে!
করুণাময় তাঁর লাল কালির এক টানে আরো ৩ বছরের আয়ু কেটে দিয়ে তাকে ৪ বছরেই কেড়ে নিলেন।

রাজকন্যার পাওনা ছিল আরো ৩ বছর - রাজপুত্র তো এখন যেতেই পারেনা! রাজকন্যা কেন তা বিশ্বাস করবে?
রাজপুত্রের সাথেই সে বাস করে যায়- সারাদিন তার কাটে রাজপুত্রের সাথে কথা বলে বলেই। তার ভালবাসার জন্ম ছিল এই পৃথিবীর বাইরে কোথাও, তাই সেই জগতেই তার বসবাস শুরু হলো তার ভালবাসার মানুষটাকে নিয়ে।

I wish, ardently wish এটা কোন রূপকথার গল্প হতো!
কিন্তু এটাই নিষ্ঠুরতম বাস্তব যা ঘটে গেল আমারই এক না দেখা আত্মীয়ের জীবনে।

অনেক দিন আশে পাশে পরিচিত স্বল্প পরিচিত অনেকের এমন জীবনে এমন খবর শুনে, পত্রিকায় দেখে মন খারাপ হয়। টগবগে তরুণ- তরুনী, দায়িত্ত্বশীল বাবা, সংসার আগলে রাখা মা কিংবা দুরন্ত পায়ে ছোটা শিশুটা হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মত ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার যোগান দিতে পুরো পরিবার সর্বসান্ত, এরপর ভিক্ষার ঝুলি নিয়ে নামা। তাতেও শেষ রক্ষা হয়না- সে চলে যায়। পেছনে ফেলে যায় জীবন্মৃত জীবনযুদ্ধে বিপর্যস্থ এক পরিবার। সবসময়েই কোন দুর্ঘটনা শুনলেই মনে হয়- এটা তো আমার সাথেও ঘটতে পারে যে কোন মুহুর্তে।
What s/he has done to deserve this, what I have done not deserving this?

সবাই কাব্য করে বলে, Truth is sometime stranger than fiction!
কেউ কোনদিন এই সত্যটা কেন বলেনা , Truth is always uglier than the worst nightmare!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.