নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

ফিনারে জাহান্নামা

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

খুব সাধারন স্বপ্ন ছিল- কোক, আইসক্রিমের, শলা চিংড়ীর
ভাবনা জুড়ে নতুন লেখা, বইয়ের পাতায় উকি ঝুঁকির।

জগত ছিল বইয়ের আখর, প্রিয় সুবাস বইয়ের পাতা
অজানারে জানতে পেলেই বাঁধ মানেনা জানানোটা।

দুরুহ এক সমীকরন হিসাব মিলায় তাঁর নামেতেও
রুটিন মেনে খড়গ কৃপান রক্ত ভাসায় তাঁর প্রানেতেও।

রক্তে ভাসে বইয়ের সারি, আগুন জ্বালে ক্রোধের স্পৃহা
জল্লাদের উল্লাসে ”ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা”!

"বিচ্ছিন্ন" সব ঘটনায় যাচ্ছে ঢেকে “দৈনিক " এখন।
খড়গ ঠিকই স্থির নিশানায়- "বিচ্ছিন্ন রাজসিংহাসন”।

—— তানজীনা ইয়াসমিন, ১৩ই নভেম্বর, ২০১৫।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আমি মিন্টু বলেছেন: ভালো লাগলো :)

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো কবিতা।। :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

তানজীনা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে।আরবি লাইনের অর্থটা যদি বলতেন :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

তানজীনা বলেছেন: আপনার মতন রীতিসিদ্ধ প্রতিষ্ঠিত কবির আমার হঠাত প্রবল ঘোরের মধ্যে লিখে ফেলা এক কবিতা ভাল লেগেছে জেনেই ভাল লাগলো। আরবী লাইনটা আল কোরানের সুরা আল বাইনাহ (৯৮ঃ৬) এর। মুশরিক ( বহুঈশ্বরবাদী) , ইসলাম ব্যাতিরেকে আহলে কিতাব ( খ্রীষ্ট ও ইহুদী ধর্মাবলম্বী) এবং অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে , (যে তাদের মৃত্যুতে ইন্নালিল্লাহ'র বদলে বলতে হবে) " জাহান্নামের আগুনে তাদের অনন্তকাল অবস্থান হোক।" যদিও এর মূল অর্থ নিয়ে আরব একজন স্কলার আমার প্রশ্নের জবাবে দ্বিমত প্রকাশ করেছেন , কারণ, আল্লাহ পাক নিজে নির্ধারন করবেন কে "বিশ্বাসী" কে "অবিশ্বাসী"- যখন মুসলমান হবার জন্যই শুধুমাত্র নরকবাসের পর চিরজান্নাতে প্রবেশে লগ্ন আসবে। কারণ একজন মুশরিক বা নাস্তিকএর মনেও আদতে কি আছে তা কেবল তিনিই জানেন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় লেখক আপনার ব্লগটা চিনে ফেললাম :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

তানজীনা বলেছেন: হুম ফেললেন তো, এখন আবার ব্লগার বলে পরিচিতি দিয়েন না আমার! কারণ, দেশে তো এখন "ব্লগার" এর সমার্থক শব্দ "নাস্তিক" ! আমার আবাল্য প্রবল ধর্মনিষ্ঠা সব জলে যাবে! হা হা হা-- ব্লগে খুবই কম ঢোকা হয়।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ ব্যাখ্যা দেওয়ার জন্য।দেশেতো অনেক সঠিক ব্যাপারকেই পুরো উল্টিয়ে মহা অন্যায় হিসেবেও দেখানো হয়।না কিছুই জলে যাবে, এটা কখনো সম্ভব হবে না! :) অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.