নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

দাবী রেখে যাব সত্যটা জেনো !

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২


কখনো বলিনি, চাইছিওনা- ‘আমরা সবটা মানতেই হবে’
খোদার কসম, ভাবিনা ‘আমার জানাটাই ধ্রুব সত্য হবে’।
দাবী রেখে যাব সত্যটা জেনো, সবটুকু জেনো – অর্ধেক নয়,
“একচক্ষু হরিণ” ভ্রান্তি মিথ্যের চেয়েও ভয়ানক হয়।

তোমরা যখন তর্জনী তুলে “আল মাইদা”র #৩২ বলো
তারাও তখন “বাকারাহ”, “তাওবা”, “আল –ইমরান” , “আল হাজ্জ” বলে,
জীবিকার মাঝে ব্যাবসাটাকেই প্রাণিত করে গেছেন রাসুল (সাঃ)
আজকে তাঁর সে ধর্ম নিয়েই সবচেয়ে বড় ব্যাবসা চলে!

“ইকরা বিসমে রাব্বিকাল লাজী খালাক” প্রথম বাক্য কোরানে
“পড়ো তোমার প্রভুর নামে”- পড়ছে সবাই ভিন্ন মানে!
অলক্ষ্যে থাকা গুরুর বার্তা বিশ্ব আসল বাণী জানে
অসির চেয়েও মসির জোরে সব সত্যেই খড়গ টানে।

হয় ইসপাড় নয় উসপাড় একটা কিছু তো ফায়সালা হবে
রুদ্ধশ্বাস এক প্রতীক্ষা - তৃতীয় প্রলয় আসছে কবে?

- তানজীনা ইয়াসমিন। ২/১২/২০১৫।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

মুক্ত সকাল বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.