নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

ডেলিভারী বয়

১১ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৪


কোরিয়াতে বেড়াতে গিয়ে শুনেছিলাম পিজ্জা বা অমন ফাস্টফুড ডেলিভারীর বাইকগুলির নাকি সবচেয়ে প্রাধান্য দেয়া হয় পথ ছেড়ে দিতে। জাপানে এতো নিয়মের মধ্যেও পিজ্জার লাল বাইকগুলি যেন জীবন বাজী রেখে বেপরোয়া ছুটে । গাড়ি চালানোর সময় প্রায়ই মনে মনে বিরক্ত হয়ে বলি, “ যন্ত্রণা কতগুলা! বাপ আর যাই করো আমার গাড়ির সামনে ঝাপ দিও না! “
আজকে সেই বিরক্তিগুলি খুব অপরাধী করছে।
মালিকের চাই প্রতিযোগী মার্কেটে টিকে থাকার অসাধ্য চ্যালেঞ্জর টোপ ছোঁড়া , আর গ্রাহকের চাই সুইচ টিপলেই খাবার মুখের সামনে হাজির।
গ্রাহক -মালিকের পাটা- পুঁতার ঘষাঘষির মাঝে মরিচসম ডেলিভারী বয়ের জীবন নাশ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৭

শায়মা বলেছেন: পিজ্জা যেন ঠান্ডা না হয়ে যায় তাই তারাই তাড়াতাড়ি যাবার প্রাধন্য পায় তাই না আপু?

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৬

তানজীনা বলেছেন: হুম। এসবকে আরো চ্যালেঞ্জে ফেলে দেয় ৩০ মিনিটে না পৌছোলে পয়সা ফেরৎ জাতীয় অফার।

২| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৮

শার্লক_ বলেছেন: আহারে। আমাদের দেশেও এখন চালু হইছে।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭

তানজীনা বলেছেন: হু , সেটা মাথায় রেখেই শেয়ার দিলাম।

৩| ১২ ই জুন, ২০১৬ রাত ৯:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখেছিলাম। আমাদের দেশেও এটা এখন সময়োপযোগী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.