নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

জাগো বাহে সিঁধু কানু

১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

*খবরঃ গতকালও সরকারী ত্রান গ্রহণ করেনি সাঁওতাল পল্লির গৃহহীন হাজার পরিবার।"

---------------------------------------------------------

গরু মেরে জুতোর দানে না মরা পেটেও থু-কতে হয়।
এই দৃঢ়তার জন্ম কোথায় ? চামড়া কেটে দেখতে হয়!
মানুষ নাকি সাঁওতাল ওরা ? রক্ত সেঁচে বুঝতে হয়!

জাগো বাহে সিঁধু কানু, আবাদ তোমার বেহাত হয়।
দাঁপিয়ে মাটি রাজা- প্রজা আজকে আবার চিনতে হয় ।
আরও একবার কালো দেহের কব্জির জোর দেখতে হয়!

--------১৬ই নভেম্বর , ২০১৬।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

আনিসা নাসরীন বলেছেন: উচ্ছেদ করা ত্রাণ দেওয়া, কি উপহাস এটা!

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০

তানজীনা বলেছেন: সেটাই। মাছের মায়ের পুত্রশোক! উপহাস!!

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

আহমেদ জী এস বলেছেন: তানজীনা ,



প্রতিরোধের আগুনে ঝলসানো একটি বিদ্রোহী কবিতা ।
জাগুক সবাই ।

ভালো লেগেছে ।

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

তানজীনা বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রেরণার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.