নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

সেই নারী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

রাতে প্রকাশক জানালেন, আমার ৩য় বই “ ঋদ্ধি” ছাপা হয়ে গেছে , কিন্তু বাধাইখানায় আটকে আছে। তাই, পূর্ণপ্রেক্ষাগৃহে বইমেলা ২০১৭ তে শুভমুক্তির আরও ২ দিন বাকী :( । বিরতিতে আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে দর্শক ধরে রাখতে হয়। তাই , বিরচিত লেখাই দিলাম। :-B
-------------------
এক বক্তৃতা সভায়, বক্তা তার জীবনের নানা গল্প শোনাচ্ছিলেন। এক পর্যায়ে
তিনি বলছিলেন,
: এত বছর পরে, লুকানোর আর কিছুই নেই। আমি জীবনের সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার স্ত্রী নয়!
বলেই বক্তা চুপ !!

উপস্থিত দর্শকরাও হতভম্ব!
দীর্ঘ নীরবতা ভঙ্গ করে বক্তা বলে উঠলেন,
‘সেই নারী ছিলেন আমার মা।’

এই অভূতপূর্ব ব্যাখ্যা শুনে সারা হল হাততালিতে ফেটে পড়ল। আমার চোখ
দিয়েও জল বেরিয়ে এল। আহা!!! অনুপ্রাণিত হলাম।

বাড়ি ফিরে গ্লাস নিয়ে বসলাম। চার পেগ খাবার পর বক্তার ওই কথাগুলো মনে পড়ল।
ভাবলাম, বউকে চমকে দেবার এর থেকে ভালো সুযোগ আর হবে না!
বউ জানুক আমিও সমঝদার এক ব্যক্তি। আমার কথারও মারপ্যাচ আছে।

টলায়মান অবস্থায় রান্নাঘরে গেলাম।
আমাকে ঢুকতে দেখে রান্না করতে করতে ঘেমে নেয়ে একাকার স্ত্রী একবার
তাকালো আমার দিকে। কোনোরকম ভণিতা না করে আমি বলে উঠলাম, ‘এত বছর পরে, লুকানোর আর কিছুই নেই। আমি আমার জীবনের সবচেয়ে মধুর দিনগুলো এমন এক নারীর সাথে কাটিয়েছি, যে আমার স্ত্রী নয় ‘

পরের লাইনটা আর মনে পড়ল না । মনে পড়ল না তো পড়লই না। নেশা চড়ে গেছিল।
বউ দেখলাম স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ঘাবড়ে গিয়ে বিড়বিড় করলাম,
‘আমার ঠিক মনে পড়ছে না নারীটা কে ছিলো!’
-----
পরের দিন হাসপাতালের বেডে হুঁশ ফিরেছিল। সারা গায়ে ব্যান্ডেজ। বেলন
দিয়ে মারের চোটে হাত, পা, চোয়াল ভেঙে গেছিলো। গরম ডাল পড়ে মাথার চুল উঠে গেছিলো।
প্রাণে যে বেঁচে গেছি, এই অনেক।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ হল, হাসতে হাসতে মরি ব্যাচার কি দশানা হয়েছিল !! যাই হোক আপনার বইটি তাড়াতাড়ি মেলায় আসুক, শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪২

তানজীনা বলেছেন: হি হি হি -- সেটাই !! বাস্তবে যে এমন হলে কেমন অভিজ্ঞতা হয়! শুভকামনার জন্য অনেক ধন্যবাদ!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

তানজীনা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মজা পেলাম!

আপনার বইয়ের জন্য শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

তানজীনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

তানজীনা বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১

শায়মা বলেছেন: হা হা আপুনি হাসতে হাসতে মরলাম!!!!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

তানজীনা বলেছেন: হি হি হি হি ---

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: “ ঋদ্ধি” প্রকাশনার জন্য অভিনন্দন! সাফল্য কামনা করছি।
হাসির গল্পে মজা পেলাম। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

তানজীনা বলেছেন: কৃতজ্ঞতা --- অনেক ধন্যবাদ।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

বর্ষন হোমস বলেছেন: হা হা হা হা।খুব হাসলাম।রম্য টাইপ বই নাকি???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৭

তানজীনা বলেছেন: হি হি হি -- ধন্যবাদ। নাহ , বইটা প্যারানরমাল এক্টিভিটির একটি ফিকশন, তবে আমার লেখা যত সিরিয়াসই থাক, হিউমার থেকেই যায় । Currency fault ( মুদ্রা দোষ ) .....

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৭

কালীদাস বলেছেন: বেশিরভাগ সময়েই জোকস শুনে হাসি পায় না। আপনারটা পড়ে হাসলাম, নেচারালি। হা হা :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

তানজীনা বলেছেন: অনেক ভাল লাগলো শুনে -- ধন্যবাদ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

সাহসী সন্তান বলেছেন: পোস্টটা পইড়া বেলনের বাড়ির মাহাত্ত্ব উপলব্ধি করতে পার্লাম! কাউকে শাস্তি দিলে কম দেওয়া ঠিক না! বরং বেশি করে দিতে হয়। যাতে ভিকটিম সারাজীবন সেই শাস্তির কথা মনে রাখতে পারে.... ;)

পোস্টটা মজাই ছিল! শুভ কামনা জানবেন!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

তানজীনা বলেছেন: হি হি হি-- আচ্ছামতন বেলন বাড়ি দেবেন নাকি শাস্তি দিতে? অনেক ধন্যবাদ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

সায়ান তানভি বলেছেন: আপনি রসবোধ দারুন, এইটা লেখাকে সমৃদ্ধ করে, আপনার জন্য শুভকামনা থাকলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

তানজীনা বলেছেন: অনেক ধন্যবাদ , অশেষ কৃতজ্ঞতা।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

লিজালিজা বলেছেন: দারুণ,শুভকামনা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

তানজীনা বলেছেন: অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.