নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজীনা

আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।

তানজীনা › বিস্তারিত পোস্টঃ

মানুষ

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

এই বালিশে এখনো তার গন্ধ লেগে আছে,
দাঁত হারানো চিরুনীটায় চুল জড়িয়ে আছে ।
আমি কি সেই স্পর্শ ঝেড়ে ঘর গোছাতে পারি ?
গন্ধ মুছে বালিশটাকে রোদ তাপাতে পারি?
মানুষ যদি চলেই যাবে স্মৃতি যায় না কেন ?
দূরে গেলে আলো জ্বালে, কাছে আধার কেন ?
------------৯/১১/১৭

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: বাহ আপু!


খুব সুন্দর!

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

তানজীনা বলেছেন: কৃতজ্ঞতা

২| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

মলাসইলমুইনা বলেছেন: @ শায়মা : খুব সুন্দর ? খুব কষ্টের ! তানজীনা, এই বেলা শুরুর (আমার এখানে ভোর পাঁচটা) সময়ে বেলা শেষের কবিতা শোনালেন ? মনটা কিন্তু খুব খারাপ হলো আপনার এই কবিতা পড়ে |

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

তানজীনা বলেছেন: আমি বেলা শেষেই লিখেছিলাম, আমার এখানের। ব্লগে পোস্ট করেছি আজ দুপুর ৩টায়। কিন্তু প্রশ্নটা আমার সবসময়ের। ফুল গেলে কাঁটা কেন যায়না?

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

আমানউল্লাহ রাইহান বলেছেন: কোনো উত্তর নেই

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

তানজীনা বলেছেন: সেটাই -----

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

করুণাধারা বলেছেন: মন খারাপ করা কবিতা, কিন্তু ভাল লাগেছে।+++

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

তানজীনা বলেছেন: মন খারাপ নিয়েই লেখা..! তবে দুঃখেরও অন্যধরণের ভালো লাগা আছে হয়তো!

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: খুব সুন্দর করে বলেছেন । মানুষ স্মৃতি নিয়ে বেঁচে থাকে বছরের পর বছর ।তবুও মানুষ বেঁচে থাকে ।

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

তানজীনা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। বাঁচতে চাই, কিন্তু এসব স্মৃতি বাঁচতে দেয়না , প্রতিদিন মেরে ফেলে একটু একটু করে।

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

মো: নিজাম গাজী বলেছেন: প্রত্যেক প্রানিরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সুন্দর লেখনি প্রিয় লেখিকা/কবি। শুভকামনা।

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

তানজীনা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: অল্প কথায় বেশ ভালো ভাবেই আবেগ ধরে রেখেছেন।

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

তানজীনা বলেছেন: অশেষ কৃতজ্ঞতা, কারণ কবিতা আমার জেনর না। ছেলেমানুষী প্রয়াস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.