নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ ।

দুর্গম পথের যাত্রী

দুর্গম পথের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

জাতির শ্রেষ্ঠ মেধাবীদের ওপেন সিক্রেট অনৈতিক কার্যকলাপ

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় , প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ।দেশের শ্রেষ্ঠ মেধাবীরাই এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পায় । কিন্তু এই ক্যাম্পাসে সন্ধার পর একটু হাটলেই মেধাবীদের প্রকৃত আচরন উপলব্ধি করা যায় ।
আজকে আসতেছিলাম শাহবাগ হতে সেন্ট্রাল লাইব্রেরি অপরাজেয় হয়ে নীলখেত ।কিন্তু কলা ভবনের সামনে আমতলা বটতলায় যা দেখলাম তা সত্যিই অবিশ্বাস্য । অনৈতিকতার সীমা ছাড়িয়ে গেছে । মেধাবীদের দিয়ে এ কাজ বেমানান । এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে বসে আধুনিকতার নামে তথাকথিত আড্ডার পতিতালয় ।তার মধ্যে শ্যডো , ফুলার রোড ও বটতলা অন্যতম ।
টিএসসির ঘটনাটি কিভাবে যেন মিডিয়ায় চলে আসল । অথচ টিএসসি থেকে আরো সিরিয়াস ঘটনা যুগলদের সম্মতিতে পাবলিক প্লেসে প্রতিদিনই ঘটছে তা মিডিয়া দেখে না ।
এই মেধাবীরা একদিন দেশ পরিচালনা করবে । বুঝতেই পারছেন সেই দেশে আমেরিকার মত প্রতি মিনিটে কয়টি ধর্ষণের ঘটনা ঘটবে ।
পরিশেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ যোগ্য ও দেশপ্রেমিক মেধাবী উপহার চাই । আধুনিকতার নামে পতিতালয় হিসেবে এ ক্যাম্পাসকে দেখতে চাই না ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৬

মহা সমন্বয় বলেছেন: একজন ছেলে আর একজন মেয়ে সন্ধার পর এক জায়গায় বসে গল্প করলেই কি তা পতিতালয় হয়ে যায়!!! :-<
আহহ কি অসাধারণই না আপনার চিন্তা ভাবনা। আপনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে ভাল হত।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৯

দুর্গম পথের যাত্রী বলেছেন: একসাথে বসে গল্প করলে পতিতালয় হয় না স্যার । তবে বাস্তবতা গল্প করা থেকে আর একটু ভিন্ন ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? মোবাইল আর ফেসবুকের পর তো পুরো দেশেই অনৈতিকতার মাত্রা বেড়ে গিয়েছে। জানিনা নিস্তার কোথায়...

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

দুর্গম পথের যাত্রী বলেছেন: যেখানে ধর্মহীন বাংলাদেশ তৈরির প্রচেষ্টা সেখানে নৈতিকতা থাকবে না সেটাই স্বাভাবিক...

৫| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১২

দূর দ্বীপবাসী বলেছেন: আপনি সঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.