নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ ।

দুর্গম পথের যাত্রী

দুর্গম পথের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাস তুমি কার : প্রাচ্যের না পাশ্চাত্যের ?

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০

বর্তমান বিশ্বে সন্ত্রাস ও জঙ্গি দুটি আলোচিত এবং বিতর্কিত শব্দ । টেররিজম শব্দটি 1795 সালে দি টাইম ম্যাগাজিনে সর্বপ্রথম ব্যবহার হয় । সেই থেকে বিবর্তন হয়ে বর্তমানে সন্ত্রাসবাদ একটি আতঙ্কের নাম ।
কথা হচ্ছে টেররিজমেের মূল ডেফিনিশন কি ??? সংঙ্গা খুঁজতে গুগুলে সার্চ করলাম । সেখানে দেখলাম সন্ত্রাসবাদ নাকি রাজনৈতিক ভাবে সংজ্ঞায়িত (আমিও তাদের সাথে সহমত) । তারা টেররিজমের নিরপক্ষে সংজ্ঞা দিতে ব্যর্থ । তবে এ ব্যাপারে একমত যে সন্ত্রাস হল যা সমাজের অধিকাংশ মানুষের জন্য ক্ষতিকর , ক্রিমিনাল ল অনুযায়ী নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ ।
এখন একবিংশ শতাব্দীর সন্ত্রাসের সংজ্ঞা ও আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই ।
গতকাল বৃটিশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে মুসলিম তিন ভাই বোনকে নামিয়ে দেয়া হল এবং জিজ্ঞাসাবাদ করে বলা হল তাঁরা আইএসের সদস্য কারণ তাদের কাছে আরবিতে লেখা কিছু পেয়েছে ।(আইএস নিয়ে আর একদিন বিস্তারিত লিখব ।)
ফিলিস্তনে ইসরাইলের বোমা আর ট্যাংকের পরিবর্তে যখন ইটপাটকেল ছোড়া হয় তখন সেটা সন্ত্রাস ।
কাশ্মীরে ভারতীয় সেনার গুলির পরিবর্তে ছোট পাথর নিক্ষেপ করা হয় তখন সেটা সন্ত্রাস ।(এভাবে আরো অনেক বলা যাবে)....
বুশ আর ব্লেয়ার যখন ইরাকে টনে টনে বোমা মেরে অজস্র মানুষ হত্যা করে সেটা সন্ত্রাস না জঙ্গি না আর কি আমার মাথায় আসে না ।
ওবামা হিলারি ও ক্যামেরন যখন সিরিয়ায় গণতন্ত্রপ্রতিষ্ঠার নামে চার লাখের বেশি মানুষ হত্যা করে তখন সেটা কি হিসাবে আখ্যায়িত করব আমার মাথায় আসে না ।
অবৈধ ইহুদি সন্ত্রাসিরা যখন ফিলিস্তনে ঠাণ্ডা মাথায় নারী ও শিশুদের হত্যা করে সেটা কি ???
মুসলিমদের যত হত্যা করা যাবে তত গণতন্ত্র ও শান্তি প্রতিষ্টা হবে আর ইহুদি খ্রিস্টানদের কিছু হলেই তারা সন্ত্রাস ও জঙ্গি ........এটাই কি টেররিজমের সংজ্ঞা ?????
এই সংজ্ঞার পরিবর্তন কখন হবে ......???
ইনশাল্লাহ একদিন হবেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.