নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ ।

দুর্গম পথের যাত্রী

দুর্গম পথের যাত্রী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইহুদি ফ্যাক্ট

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৮

আসছে নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনের উপর পৃথিবীর অনেক দেশের ভাগ্য নির্ভর করে এবং বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসবে সেটাও নির্দিষ্ট করে ।সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনেক গুরুত্ব বহন করে ।
আমেরিকার মোট জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী আর মাত্র দুই পার্সেন্ট ইহুদি । এই দুই পার্সেন্ট ইহুদিদের উপর অনেকাংশেই নির্ভর করে প্রেসিডেন্ট কে হবে ।
শুধু আমেরিকা নয় বিশ্ব রাজনীতির অনেকটা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয় সংখ্যালঘু এই ইহুদিদের দ্বারা ।
ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ব্যাক্তিগতভাবে খ্রিস্টান হলেও তাঁর মেয়ে ও মেয়ের জামাই ইহুদি । রিপাবলিকান শিবিরের প্রার্থী ট্রাম্প খ্রিস্টান হলেও তাঁর মেয়ে ও মেয়ের জামাই ইহুদি ।সুতরাং বুঝতেই পারছেন তাঁদের সাথে ইহুদিদের একটা ডিপ রিলেশন আছে ।আর ট্রাম্প ত নিজেকে ইহুদি মেয়ের বাবা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ট্রাম্পের সাথে রয়েছে ইহুদিদের ঘনিষ্ঠ সম্পর্ক ।তার রিয়াল ইস্টেট ব্যবসার ঊর্ধতন সকল কর্তারাই ইহুদি ।এছাড়া আমেরিকার একশ সিনেটরের মধ্যে দশ জনই ইহুদি তার মধ্যে ডেমোক্রেট শিবিরের হিলারির প্রতিদ্বন্দ্বী বানি সেন্ডারস অন্যতম ।
এই ইহুদিদের সাপোর্ট এবং ইসরাইলকে রক্ষা করার প্রতিশ্রুতি যে দিতে পারবে ধরা যায় সেই হবে পরবর্তী প্রেসিডেন্ট । সে হিসাবে ট্রাম্পের সাথে যেহেতু ইহুদিদের সম্পর্ক বেশি ....সে জিতেও যেতে পারে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯

ফরিদ আহমাদ বলেছেন: হিলারীকে নিয়ে এতো মাতামাতি হচ্ছে ফাকে ট্রাম্প ই জিতে
গেলে অবাক হবোনা।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২১

ফরিদ আহমাদ বলেছেন: ভালো তথ্য জানলাম।
দুই প্রার্থীর মেয়ের জামাই ঈহুদী।
মেয়েরা ঈহুদী কিভাবে?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৩

দুর্গম পথের যাত্রী বলেছেন: বিয়ের পরে ইহুদি ধর্ম গ্রহন করেছে ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৬

দুর্গম পথের যাত্রী বলেছেন: হিলারি জিতলে ভাল হয়..ট্রাম্প হলে বিপদ আছে ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



যে শিক্ষিত সে পৃথিবী চালাবে; আপনি মনে করেছেন যে, জাকির নায়েক আমেরিকা চলাবে? বসে বসে পাথরের ছোট বল দিয়ে টোকাটুকি খেলুন

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

দুর্গম পথের যাত্রী বলেছেন: হিলারি কি ট্রাম্প থেকে কম ?
আর জাকির নায়েকের হিলারি ও ড্রাম্প থেকে শিক্ষা ,যোগ্যতা ,ও দক্ষতা কোন অংশেই পিছিয়ে নয় ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯

অগ্নিবেশ বলেছেন: এই লেখা পইড়া ইহুদি হইতে মঞ্চায়।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

দুর্গম পথের যাত্রী বলেছেন: হইয়া যান.......
হিটলারের মাইর আসন্ন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.