নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

500px এর কিছু অসাধারণ ছবি (আমারটা বাদে :P :P :P :P :P ) পর্বঃ এক

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

500px একটি অনলাইন ফটোগ্রাফিক কমিউনিটি ব্লগ যেখানে এখন পর্যন্ত ৬ মিলিয়নের উপর ছবি আপলোড হয়েছে। এটি ২০০৯ সালের অক্টোবর মাসে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ২০১২ সালের নভেম্বর মাসের এক হিসাব অনুযায়ী এর ইউজার সংখ্যা ১৫ লক্ষের উপরে। ২০১২ সালে টাইম ম্যাগাজিন এটিকে অন্যতম সেরা ব্লগ হিসেবে ঘোষণা দেয়।

500px এর ওয়েবসাইট



এবার এক নিঃশ্বাসে দেখে নিন 500px এর কিছু অসাধারণ ছবি (আমারটা বাদে :P :P :P :P :P )



ড্যানিয়েল চেওংয়ের তোলা বুর্জ খলিফার এই ছবিটি নিকন ডি৮০০ দিয়ে তোলা। শাটার স্পীড ছিল ৩০ সেকেন্ড। এক কুহেলিকাময় রাতে এটি তোলা হয়।





জাপানের কিয়োটো শহরের এক আলোকোজ্জ্বল রাত্রি। ২ সেকেন্ড শাটার স্পীডে এই ছবিটিও নিকন ডি৮০০-তে তোলা।





কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল বলে যাকে আখ্যায়িত করা হয় এটি সেই তাজ মহলের ছবি। ১/১৫ সেকেন্ড শাটার স্পীডে তোলা এই ছবিটিতে দূরে একটা মানুষকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। আমার এটি ব্যক্তিগত মত যে, সামনে কোন মানুষ না থাকলে ছবিটা আরেকটু দারুণ হতো। তারপরও ক্যানন ইওএস ৫ডি-তে তোলা এই ছবিটি আমার কাছে অন্য রকম সুন্দর লেগেছে। :) :) :)





শিকার ধরার ঠিক আগ মুহূর্তে রাঙা কায়ার মাছরাঙা। নিকন ডি৩২০০ ক্যামেরার শাটার স্পীড ছিল ১/২৫০ সেকেন্ড।





নিকন ১ ভি১ দ্বারা তোলা প্রেম নায়ারের এই ছবিটি অনেকের কাছে তেমন একটা আহামরি মনে নাও হতে পারে; কিন্তু ট্রেনের গায়ে প্রতিফলনটা দেখুন। এককথায় অসাধারণ ফটোগ্রাফিক আইডিয়া। :) :) :)





আমাদের দেশও একদিন এমন হবে, ইন শা আল্লাহ্‌। ছবিটি তোলার সময় ক্যানন ইওএস ৫ডি ক্যামেরার ৩০ সেকেন্ড শাটার স্পীড ছিল।





ফটোগ্রাফার রায়ান খাইনের তোলা এই ছবিটির শিরোনাম হল- last stronghold of earth। ক্যানন ৬ডি-তে তোলা এই ছবিটির শাটার স্পীড ছিল ১/৪০ সেকেন্ড।





কোন এক নিস্তব্ধ সূর্যাস্তের সময় তোলা এক নিঃসঙ্গ গাঙচিল। নিকন ডি৩১০০ দিয়ে তোলা এই ছবিটির শাটার স্পীড ছিল অত্যন্ত বেশী ১/৪০০০ সেকেন্ড !!!!





অসাধারণ সুন্দর এক ম্যাক্রোফটোগ্রাফি। ক্যামেরা নিকন ডি৮০০ই। শাটার স্পীড ১/৩০ সেকেন্ড, অ্যাপারচার f/১১ এবং আইএসও ১১০০।





এটি ক্যালিফোর্নিয়ার পিজিয়ন পয়েন্টের নিঃসঙ্গ বাতিঘর। ক্যানন ৫ডি দ্বারা তোলা ছবিটির জন্য ফটোগ্রাফার মাইলস মরগান শাটার স্পীড নিয়েছিলেন পাক্কা ৩০ সেকেন্ড। আইএসও ছিল ৩২০।





এই ছবিটি তুলতে নাকি ফটোগ্রাফার ক্রিশ্চিয়ান ক্লেপের বেশ ঝুঁকি নিতে হয়েছিলো। এটি আইসল্যান্ডের শীতের মৌসুম। ছবিটি তোলা হয় এক আইস কেভের ভিতর থেকে সূর্যাস্তকে বিপরীতে রেখে। এইসব আইস কেভ খুবই ভয়ংকর। কারণ ১ হাজার বছরের পুরানো এই গ্লেসিয়ারগুলো প্রতিদিন ১ মিটারের মতো নড়াচড়া করে যার ফলে বরফগুলো সর্বদা একটা চাপের মধ্যে থাকে। ক্যামেরা ছিল ক্যানন ৫ডি আর শাটার স্পীড ১/৪ সেকেন্ড থেকে ১৫ সেকেন্ডের মধ্যে।





ফটোগ্রাফার কাতালিনের চাঁদের এই অন্যরকম ছবিটি নিকন ডি৫০ দিয়ে ১/৪০০০ সেকেন্ড শাটার স্পীডে তোলা।





ফটোগ্রাফার অ্যান্ড্রু কুনীর তোলা এই ছবিটি অস্ট্রেলিয়ার টেরিগ্যাল সৈকতের এক উজ্জ্বল বিকেলের। নিকন ডি৮০০ দিয়ে তোলা ছবিটির শাটার স্পীড ছিল ১/১২৫০ সেকেন্ড। আমার এরকম ছবি তোলার অনেক ইচ্ছা। কবে পারবো কে জানে??? :( :( :(





সূর্যপানে যাত্রা। ২০১২ সালে রাশিয়ার আন্তর্জাতিক বেলুন উৎসবে ছবিটি তোলা। ফটোগ্রাফার আলেক্সি সাইজভের এই অসাধারণ ছবিটির ব্যাপারে আপনারাই না হয় মন্তব্য করুন। নিকন ডি৭০০ দিয়ে তোলা ছবিটির শাটার স্পীড ছিল ১/৫০০ সেকেন্ড আর আইএসও ২০০।





ফটোগ্রাফার কারিম নাফাতনির এই ছবিটাকে অধুনা দুবাইয়ের স্থাপত্যশৈলীর এক সামষ্টিক উপস্থাপন বলতে পারেন। নিকন ডি৩০০এস দিয়ে কোন এক সূর্যাস্তের সময় তোলা হয় এটি। আর শাটার স্পীড? ১/২৫ সেকেন্ড।





জায়গাটার নাম ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার পান্তাই লামা কেনজেরান। ক্যামেরার নাম নিকন ডি৩১০০ এবং শাটার স্পীড ৩০ সেকেন্ড।



এবার 500px এ আমাদের বাংলাদেশের ফটোগ্রাফারদের তোলা কয়েকটি ছবি



নিসর্গের নিস্তব্ধতায় প্রশান্তিময় জলরাশির মাঝে দিনের শেষ আভার স্নিগ্ধ ছোঁয়ার একাকী অবলোকন। ফটোগ্রাফারের নাম শাহনাজ পারভিন। জায়গাটা রাঙ্গামাটিতে। ছবিটা তোলা হয় ক্যানন Kiss X4 দিয়ে; শাটার স্পীড ১/২৫০ সেকেন্ড।





ফটোগ্রাফার নাবিল চৌধুরীর ডিএসএলআর এ-২০০ ক্যামেরায় সাইক্লোন সিডরের প্রবেশমুখ। সিডর পরবর্তী আমাদের 'সংগ্রামী' সুন্দরবন। শাটার স্পীড ১/৩২০ সেকেন্ড।





রাতের গতিময় ঢাকা নগরী। ফটোগ্রাফার আজিজুল হাকিম। ওনার ক্যামেরার মডেল ক্যানন ৬০ডি। শাটার স্পীড ছিল ৩০ সেকেন্ড। আইএসও ছিল ১০০।





আর এই ছবিটি আমার তোলা :P :P :P :P :P ক্যামেরার মডেল? না বলাই ভালো। তবে আগের সবকটায় যখন দিছি এখানেও যথারীতি দেওয়া উচিত। এটি ছিল ৩ মেগাপিক্সেলের কোডাকের সাইবার শট ক্যামেরা :P :P :P অনেক আগে একবার লামার আলীকদম গুহায় একটা এক্সপেডিশনে যাই আমরা ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির কয়েকজন সদস্য। তখন গাড়ীর ছাঁদের উপর থেকে ছবিটা তোলা হয়েছিল। 500px এ যখন ছবিটা দেই তখন শাটার স্পীড দেখায় ১/১১৬৪ সেকেন্ড :P :P :P

মন্তব্য ৩০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, পিওর অসামনেস।ছবি সিলেক্শন চমৎকার হৈসে, লাস্টেরটা বাদ দিয়ে ;)
নাইস পোস্ট ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ঠিকই লাস্টেরটা বাদ দিয়াই :(( :( ;) :D :) :-B /:) :P

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

চুক্কা বাঙ্গী বলেছেন: বাঙ্গালী ফটোগ্রাফাররা তো দেখি বিদেশীদের থেকে কোন অংশে কম যাননা। অসাধারন ছবি। আমার ভুল হতে পারে তবে কেন জানি বুর্জ খলিফার ছবিটা দেখে মনে হচ্ছে ফোকাস নাই।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: বাঙ্গালী ফটোগ্রাফাররা তো দেখি বিদেশীদের থেকে কোন অংশে কম যাননা। ঠিক

কেন জানি বুর্জ খলিফার ছবিটা দেখে মনে হচ্ছে ফোকাস নাই। কি জানি ভাই, আমি তো আর তুলি নাই :P :P :P

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: আমাদের বাংলাদেশের ফটোগ্রাফারদের তোলা ছবিও অনেক ভালো।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: একমত :) :) তবে আমারটা বাদে :P :P

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

সবুজ ভীমরুল বলেছেন: এক কথায় অদ্ভুত ও অসাধারন।

++++++++++++++++++++

বাংলাদেশী ফটোগ্রাফারদের কাজও তো অনেক উন্নত।

+++++++++++++++++++++++++++++

শুধু লাস্টের ছবিটার জন্য মাইনাচ!!!- ;)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: শুধু লাস্টের ছবিটার জন্য মাইনাচ!!!

থ্যাঙ্কু ভীমরুল ভাই :P :P :P :P

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০২

ইকরাম বাপ্পী বলেছেন: একি আসলেই ছবি নাকি? শেষের কয়েকটা দেখেতো মনে হলো সব ফটশপের কাজ। মাথাই নষ্ট পুরা...... হা করে আছি। আর নিজের একটা ক্যামেরা কেনার সাধ্য নাই বলে আফসোস করতেছি।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভাই, আপনি চাইলে ১০ হাজার টাকার ক্যামেরা দিয়েও ভালো মানের ছবি তুলতে পারেন। এজন্য প্রাথমিক একটা কোর্স করলেই হয়। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি মাঝে মাঝেই এরকম কোর্সের আয়োজন করে থাকে। আপনি খোঁজ নিতে পারেন at TSC of DU. Good Luck

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

আরজু পনি বলেছেন:

বেশিই সুন্দর !! B:-)

হিংসায় কানতে ইচ্ছা করতেছে ........ #:-S

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ঠিক ঠিক, একদম ঠিক।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৯

বাংলাদেশী দালাল বলেছেন:
সুন্দর ছবি সব গুলাই। আপনার তোলাটাও সুন্দর।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২১

প্রিন্স হেক্টর বলেছেন: নাবিল চৌধুরীরটা (সিডর) বেশি ভালো লাগছে।

ভালো লাগলো

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন!!!!!!!!


আপনেরটাও............


:) :)

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: চমৎকার।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: .........নিঃসঙ্গ পাখিকে নিঃসঙ্গ অভিযাত্রিকের পক্ষ থেকে ধন্যবাদ......

১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:

ধুর ধুর অইগুলা কিচ্ছু হয় নাই। আপনারটাই বেস্ট। :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধুর ধুর আগের কমেন্টগুলা কিচ্ছু হয় নাই। আপনারটাই বেস্ট। :) :)

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

বাবুই পািখ বলেছেন: চমৎকার

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

মাহবু১৫৪ বলেছেন: বেসম্ভব সুন্দর ছবি!

যা দেখে মন জুড়িয়ে গেল।

ভাল লাগা

++++++

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও আমার ধন্যবাদ দিতে গিয়ে মন জুড়িয়ে গেলো। অনেক অনেক ধন্যবাদ।

১৪| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক সুন্দর সব ছবি ...
পোস্ট এর জন্য ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ !:#P !:#P !:#P

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:০৩

ফয়সাল খালাসী বলেছেন: ১/২৫০ সেকেন্ডে মাছরাঙা ফ্রিজ দেখে অবাক হইলাম B:-)
সবগুলা ছবিই ভালো লাগলো। :)
ছবিগুলার সাথে ক্যামেরা মডেল, সাটার ইত্যাদি লিখে দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ। :)
শেষের ছবিটা মনে হয় এইখানে বর্গাকার crop হইয়ে গেছে, মূল ছবিটা নিশ্চয়ই আরো ভালো ছিল। :)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে... :)

হুমমম, মূল ছবিটা আরেকটু সুন্দর...

এই যে মূল ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.