নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

জন্মদিন বের করার মজার পদ্ধতি ......অনেকেই জানেন হয়তোবা, তাও দিলাম :):):)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬



আগেই বলে নিচ্ছি যে এটা আপনারা অনেকেই জানেন; কেউ কেউ হয়তো জানেন না। জানেন আর না জানেন সবার তরে দিলাম।



কারো জন্মদিন, মাস এমনকি বছর বের করার একটা ঠাণ্ডা কৌশল (ইন্টারনেটে দেখলাম cool trick শব্দযুগল ব্যবহার করা হয়েছে :P:P:P) আছে। বন্ধুদের চমকায় দিতে পারেন অথবা তাদের কাছে এই কৌশল প্রয়োগ করতে গিয়ে নিজেও চমকায় যেতে পারেন যখন শুনবেন তারা অলরেডি এইটা জানে। :D:D:D কথা না বাড়িয়ে কৌশলটা ঝটপট বলে ফেলি.........



এই হিসাবটা করার জন্য একটা ক্যালকুলেটর লাগবে।

* ক্যালকুলেটর ম্যানেজ হয়ে গেলে আপনার বন্ধু/বান্ধবীকে/দের বলুন তার জন্মদিনটি ক্যালকুলেটরে লিখতে,



* সংখ্যাটিকে ২০ দিয়ে গুণ করতে বলুন,



* প্রাপ্ত সংখ্যার সাথে ২২২ যোগ করতে বলুন,



* তারপর একে দিয়ে গুণ করতে বলুন,



* প্রাপ্ত ফলের সাথে এবার জন্মমাসের ক্রমিক সংখ্যাটা যোগ করতে বলুন। যেমনঃ জানুয়ারির জন্য ১, মার্চের জন্য ৩ এভাবে ডিসেম্বরের জন্য ১২,



* প্রাপ্ত সংখ্যাকে ১০০ দিয়ে গুণ করে তার সাথে ১১১ যোগ করতে বলুন



* অতঃপর জন্মসালের শেষ দুইটা ডিজিট যোগ করতে বলুন। যেমনঃ কারো জন্ম যদি ১৯৮০ সালে হয় তো সেক্ষেত্রে ৮০ যোগ করতে হবে,



* এবং শেষতক প্রাপ্ত ফলাফলের থেকে ১১১১১১ (এক লক্ষ এগারো হাজার একশ' এগারো) বিয়োগ করতে বলুন।



ক্যালকুলেটরে তখন একটা ৬ ডিজিটের (কিছু ক্ষেত্রে ৫ ডিজিটেরও আসতে পারে) সংখ্যা আসবে। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক, যদি সংখ্যাটা হয় ১১১২৯৪ তাহলে ১১ ডিসেম্বর ১৯৯৪ হল তার জন্ম তারিখ। আর যদি কোন ডিজিট এমন আসে ১০২৯৩? এর মানে হল ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমদিন জন্মদিন। অর্থাৎ যাদের জন্মদিন ১ থেকে ৯ তারিখের মধ্যে তাদের ক্ষেত্রে ৫ ডিজিটে ফলাফল আসবে।



তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। এই যেমন এটা দিয়ে ১৮৯৯ সালে আর ১৯৯৯ সালে জন্ম নেওয়া দুইজন ব্যক্তির ক্ষেত্রে একই ফলাফল দেখাবে।



ইন্টারনেট থেকে সংগৃহীত। অতঃপর অনুবাদিত। :):):)





নিচে আমার কতগুলো পূর্বতন পোস্ট বোনাস (অথবা কারো কারো কাছে অযথাতুল্য) হিসেবে দিলাম।

ধাঁধারহস্য ০১



ধাঁধারহস্য ০২



আইনস্টাইনের ধাঁধা

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

স্বপনচারিণী বলেছেন: আমি আমারটা হিসেব করেছি। মিলেছে। কিন্তু রহস্যটা উন্মোচন হলনা। কিভাবে এই সূত্র তৈরি হল?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কিভাবে এই সূত্র তৈরি হল?

আমি নিজেও সেইটা জানি না। :( :( :( ইন্টারনেটে দেখে ভালো লেগেছে, তাই সবার সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, কারণটা আমি জানার চেষ্টা করবো, অবশ্যই করবো, ইন শা আল্লাহ্‌। এবং জানানোর চেষ্টা করবো। :) :) :)

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

গেন্দু মিয়া বলেছেন: হেহ হেহ হে... :D

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: :) :D :) :D :) :D

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

সিস্টেম অ্যাডমিন বলেছেন: অনেক দিন আগে একটি ছোটোদের ম্যাগাজিনে এই মজার পদ্ধতি টি দেখে শিখেছিলাম , তখন যেহেতু আমি ছোট ছিলাম , তাই মনে ছিল না আবার পুরনো আস্বাদ ফিরে পেলাম ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

টিসেলিম বলেছেন: আমার ছোট ভাইয়ের টা কিভাবে বের করবো? তার জন্ম ২০০১ এ .। আমার টা কোনমতেপারলাম

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। এই যেমন এটা দিয়ে ১৮৯৯ সালে আর ১৯৯৯ সালে জন্ম নেওয়া দুইজন ব্যক্তির ক্ষেত্রে একই ফলাফল দেখাবে।

একই ঝামেলা আপনার ছোট্ট ভাইয়ের ২০০১ সালের ক্ষেত্রেও হয়েছে। তারটা আর ১৯০১ সালে জন্ম নেওয়া দাদু ভাইয়েরটা একই ফলাফল দিবে। আর আসল কথা হইলো এইটা একটা cool trick....... :) :) :)

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

মজারতো :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: তাই নাকি :) :D B-) ;) :P

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

সালমা শারমিন বলেছেন: আমারটা মিলেনি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কি কন!!!! :|| :|| :|| মিলে নাই ক্যালা???? :| :| :|

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

শ্রাবণধারা বলেছেন: ঠিক আছে, মিলছে। কিন্তু এতবার যোগবিয়োগ গুন ভাগ করে তো ভাই টায়ার্ড করে ফেললেন। ক্যাককুলেটরে যোগ বোয়োগ করে এই অবস্থা, খাতা কলমে করলে মনে হয় শুয়ে পরতে হত। এত কষ্ট না করে তো জিজ্ঞাসা করলেই হয়, তার জন্মদিন কবে.............।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: টায়ার্ড যে হয়ে গেছেন তা আপনার কমেন্টেই প্রতীয়মান। :P :P :P আসলে আপনার কথায় অনেক মজা পেলাম। তাই আপনার সাথেও ইট্টু মজা করলাম। :) :) :)

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

টিসেলিম বলেছেন: তার মানে আমার পরে খুব বেশি মানুষের বের করা সম্ভব না .। ৩০ ডিসেম্বর ১৯৯৯ :-D

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হুমমমম, হাচা কইচেন। :) :D B-)

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অলসো :) টু ইউ

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা জিনিস তো!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হাছা কইচ্ছুইন??? :P :D :)

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

এম ই জাভেদ বলেছেন: এ রকম একটা সুত্র ছোট বেলায় আমিও শিখেছিলাম। এখন ভুলে গেছি। ওই সূত্রটা আরও সহজ ছিল। কিন্তু মনে করতে পারছিনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: মনে উঠলে এখানে দিয়েন। আমি জানতে চাই। !:#P !:#P !:#P

যদিও আমার ধারণা আপনি আর এই পোস্টে আসবেন না, তাও কথাটা বললাম। :( :( :(

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: বাহ! বেশ মজার :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: বাহ! শুনে খুশি হলাম। :)

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: টু মেনি ষ্টেপস! জন্মদিন বের করার একটা স হ জ সুত্র আছে বাট এখন মনে পড়ছে না!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: টু মেনি ষ্টেপস!

হুমমম

জন্মদিন বের করার একটা স হ জ সুত্র আছে বাট এখন মনে পড়ছে না!

মনে পড়লে শেয়ার করবেন কিন্তু......

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

খাটাস বলেছেন: মজার পুষ্ট, মাথা ঘোরায়। :D প্লাস।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :) :) :)

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০২

নূর আদনান বলেছেন: এত ঝামেল করার কি আছে, এতকিছু দেখেই তো আমার মাথা ঘুরতেছে, বাইর করতাম না জন্মদিন /:) :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: উকে উকে, বাইর করন লাইগতন ন :P :P :P

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

এম ই জাভেদ বলেছেন: সেই অনেক দিন আগে জানা ছিল জন্মদিন বের করার সহজ সুত্র, তাই এখন আর মনে আসছেনা।
আপনার পোস্টে আমি আর আসব না - এই ধারনা কেন হল আপনার? X((

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: না ইয়ে মানে আমার মনে হয়েছে যে, আপনাকে যদি এভাবে বলি তাইলে আপনি হয়তো রেগে গিয়ে আমাকে যেভাবেই পারেন ঐ সহজ সূত্রটা আঁতিপাঁতি করে খুঁজে বের করে দিবেন। ;) :P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.