নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

♣ ♣ ♣ ♣ ♣ রাস্তায় আঁকা কিছু ধাঁধাবিজড়িত আঁকিবুঁকির (Street painting) সমাবেশ- প্রথম কিস্তি ♣ ♣ ♣ ♣ ♣

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১



স্ট্রীট পেইন্টিং (Street painting) এক ধরণের চিত্রকল্প শিল্প। একে পেভমেন্ট আর্ট বা সাইডওয়াক আর্টও বলা হয়ে থাকে। সাধারণত এই ধরণের ছবিগুলো আঁকা হয় রাস্তায়, ফুটপাতে এমনকি শহরের কেন্দ্রে। আর আঁকিবুঁকির উপাদান প্রধানত চকপেন্সিল। আধুনিক স্ট্রীট পেইটিংয়ের উৎপত্তিস্থল ব্রিটেন। ব্রিটেনে স্ট্রীট পেইন্টারদের বলা হয় স্ক্রীভার (screever)। এটি একটি অপ্রচলিত শেক্সপেরিয়ান শব্দ। তবে সাধারণভাবে এই ধরণের

পেইন্টারদের চক আর্টিস্ট বলা হয়ে থাকে। আসেন, এইবার কয়েকটা স্ট্রীট পেইন্টিং দেখে নিই......





পলিটিশিয়ানদের শেষ পরিণতি নাকি এটি। আমার কথা না। ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনের আগে ব্যাংক অব ইংল্যান্ডের সামনের রাস্তায় এটা আঁকা হয়। :D :D :D





আররে, গেলো তো পড়ে!!! B:-) B:-) B:-)





টানেলে ঢুকছে ট্রেন নাকি বেরোচ্ছে? মনে হয় অনেক আগেই ঢুকে গেছে। এটাই শেষ বগি।





ছোটবেলায় কারা কারা গোসলের সময় বাথটাবে বা বড় গামলায় এরকম নৌকা চালনা করতে গিয়ে আমার মতো মায়ের বকুনি খেয়েছেন? :P:P:P





ব্যাটা পাম্প ছাইড়া রাস্তায় বেহুদা পানি ঢালতাছে। ওরে ধইরা মাইর দেওন দরকার। কি কন? :P:P:P





সেই সুদূর নির্জন আর্কটিকে মাছ শিকার। আসলে নির্জনতাতেই আসল প্রশান্তি :):):)





বিশাল লাফ :-*:|:-*





বাবুরাম সাপুড়ে, কেন বসে বাপুরে। একটু ছন্দ আনা মন্দ না, কি বলেন? ;););)





ট্রান্সফরমার মুভির কথা মনে আছে? নিউ ইয়র্ক সাবওয়ে থেকে মাউন্টেন ডিউ হাতে বেরিয়ে আসছে একটা ট্রান্সফরমার। :|:|:|





দেখছেননি ভাই, কত্তারা কুহের বুতুল!! :D:D:D





মাইয়া মাইনসের এতো সাহস বালা না। :P:P:P





ডানজিয়ন অর্থাৎ শাস্তিখানা





রাস্তাঘাটে এই ধরণের স্কেচ এঁকে চোরবাবাজিদের বোকা বানানো যাবে। :P;):P





এখান থেকে লম্ফ দিলে মরার চান্স নেই। আরে, মরবেন কেমবায়! আপনি তো এখান থেকে লাফই দিতে পারবেন না। :D:D:D





এই ছবিটা দেখে ক্যান যে এতো হাসি পাচ্ছে জানি না। :-B :-B :-B





মাঝে মাঝে অবাক হয়ে ভাবি যে, মাইনসে এইসব পারে কেবা করে! :-*:-*:-*





পিলে চমকানো বিরাটকায় শামুক। এমন একটা শামুক বাস্তবে থাকলে কি হতো একবার ভেবে দেখেছেন? জাস্ট বিষয়টা মাথায় নিয়ে একটু চিন্তা করে দেখুন। আমার তো ভাবতেই গা গুলিয়ে আসছে।





হ্যালো, মিস্টার বিগ ফ্রগ......





ভয় পাবেন না, বাস্তবের পড়া নয় এটা......





আসলেই, দারিদ্র্যকে চিরতরে ইতিহাসপাঠ্য করে ফেলতে হবে। কিন্তু তা কি বাস্তবে সম্ভব?





শিল্পী নিজেই ব্যস্ত নিজের ছবি আঁকায়। আর পোজটা দেখেছেন? যেমন করে সে ছবি আঁকছে ছবিতেও সেরকমই একটা ভাব ফুটিয়ে তুলেছে।





আচ্ছা, এই কার্টুন ক্যারেকটারটার নামটা যেন কি? মনে পড়ছে না। কেউ কি জানেন?



তবে এইসব ছবি দেখতে হলে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে দেখতে হবে। তার অন্যথা হলে ছবিতে গড়বড় হয়ে যাবে। এই যেমন নিচের এই ছবিটিতে একটা বড়সড় গলদা চিংড়ি আর ছোট্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে।



এখন এই একই ছবিকে অন্য দিক থেকে দেখলে কেমন দেখায় একটু দেখুন......





একটু আগে দারিদ্র্যকে চিরতরে ইতিহাসপাঠ্য করে ফেলার যে ছবিটা দেখেছিলেন তাকেই যদি এখন অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন...





সবগুলো ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত



♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣ ♣♣ ♣ ♣ ♣

কিছু ধাঁধাবিজড়িত (Illusion) ছবির সমাবেশ- প্রথম কিস্তি

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

মদন বলেছেন: কার্টুন ক্যারেকটারটি সম্ভবত নিনজা টার্টেল

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ইয়া, রাইট। কার্টুন ক্যারেক্টারটা নিনজা টার্টেল। মনে পড়েছে। ধন্যবাদ আপনাকে :) :) :)

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

মদন বলেছেন: ছবিগুলোর থিডি ভিউ কি ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য এতো স্পষ্ট নাকি মুল রাস্তাতে দাড়ালেও এতো স্পষ্ট হয়?

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: সরি, উত্তর দিতে দেরি হয়ে গেলো। আপনার জানতে চাওয়ার খোরাক মনে হয় ব্লগার চারশবিশ মেটাতে পেরেছেন। আসলে ক্যামেরাকে ঠিক সেই অ্যাঙ্গেল আর ওরিয়েন্টেশনে রেখে ছবিগুলো তোলা হয়েছে যেখানে থেকে ছবিগুলোকে দেখতে হবে। হ্যাঁ, মূল রাস্তাতে ঠিকমতো দাঁড়ালে ছবিগুলো এখানে যেভাবে যেমন করে দেখছি ঠিক সেভাবেই দেখা যাবে। তবে একটা কথা কি জানেন, আমি নিজে চোখে এমন স্ট্রীট পেইন্টিং কখনো দেখিনি।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০

চারশবিশ বলেছেন: ছবি গুলি কাছে যেয়ে দেখলে কিছুই বোঝা যাবেনা
একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দেখলে বোঝা যাবে

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হুমমম, আপনার কথার সাথে একমত আমি। একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে না দেখলে ছবিগুলোকে একেবারে বেখাপ্পা দেখায়। মুহূর্তেই সেটা একটা হিজিবিজি শিল্পে পরিণত হয়।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

সাদা রং- বলেছেন: দারুন সব আর্ট

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আসলেই

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: ভাল কালেকশন করেছেন। সবগুলো ছবির যদি বেক এঙ্গেল গুলো থাকত তবে আরো ভালো লাগত।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ।

হ্যাঁ, ঠিকই বলেছেন। থাকলে ভালোই হতো। নেক্সট টাইম দেওয়ার চেষ্টা থাকবে।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সত্যিই দারুন!!!!

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আসলেই :) :) :)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দারুণ !! ইল্যুশনে ভরা দুনিয়া। :|

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ইল্যুশনে ভরা দুনিয়া।

এক্কেরে ঠিক কথা বলেছেন।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লাগে এই পেইন্টিং গুলা ++++++++++++++

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ :) :) :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
দারুণ লাগে এই পেইন্টিংগুলো। গুড পোস্ট।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার !:#P !:#P !:#P

১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আধখানা চাঁদ বলেছেন: অসাধারণ সব পেইন্টিং। কোন কোনটা অনেক বেশি জীবন্ত মনে হয়। অনেক ধন্যবাদ।

আপনার অন্য ব্লগ পড়ছি এখন।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

এম মশিউর বলেছেন: আরে, আমি তো সবগুলো সত্যি মনে করেছিলাম! :P





পরে বুঝলাম এইগুলা পেইন্টিং । =p~

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.