নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

কারণ তোরা রাজাকার (... তাই দিলাম আবার)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩



এই পোস্টটি গত বছর বিজয় দিবসের আগেরদিন দিয়েছিলাম। সময়ের পরিক্রমায় ঠিক এক বছর একদিন পর রিপোস্ট দিলাম



তোরা যারা রাজাকার

আমার বাংলা দ্রুত ছাড়

ঘৃণ্য তোরা আলবদর

পাক হারামির চর-দোসর।



তোরা যারা রাজাকার

সোনার দেশের কুলাঙ্গার

দেশ, মা, মাটির শত্রু যারা

আল শামস, তোরাই তারা।



তোরা যারা রাজাকার

করবি তোরাই হাহাকার

শান্তি তোদের থাকবে না

থাকতে মোরা দিবো না।



তোরা যারা রাজাকার

সময় তোদের মার খাবার

সোনার বাংলা তোদের না

এই বাংলা মোদের মা।




তোরা যারা রাজাকার

কোন জায়গা নাই ক্ষমার

কি করেছিস ভুলিস না

খোদাও তোদের ছাড়বে না।



বাড়াবাড়ি যতই করিস

একে ওকে যাকেই ধরিস

লাভ হবে না এবার আর

কারণ তোরা রাজাকার।





এটা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের শ্লোগান না। এটা সমগ্র বাংলার মানুষের কথা। তাদের শাস্তি পেতেই হবে যারা মজলুমকে পিষ্ট করে জালিমকে সাহায্য করেছিলো; যারা অত্যাচারীদের খাতির করে অত্যাচারিতের প্রতি নির্দয়, নিষ্ঠুর হয়েছিলো। তারা ছিল কাপুরুষ। তাদের থাকুক শুভ্র শশ্রু, এই শুভ্রতা তাদের কৃষ্ণকালকে ঢাকতে পারবে না। আমি "সোনার বাংলা" "সোনার বাংলা" করে মুখে ফেনা তুলতে চাই না। কারণ এ তো আসলেই আমার সোনার বাংলা। আমি তাদের উভয় জগতে সুকঠিন শাস্তির জন্য বিনীত প্রার্থনা করছি। আমার অবনত মস্তকের প্রসারিত হাতের চাওয়া যেন মহান আল্লাহ্‌ তায়ালা কবুল করেন সেই দোয়া আমি সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। '৭১ এর মহিমান্বিত বীরত্বের অমরগাথা আর দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানাই আমার বিনয়াবনত শ্রদ্ধা আর ভালোবাসা। তবে আজকের এই লিখাটা তাঁদের জন্য না, এটা তাদের জন্য।



-----

১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: 1971-2013...

শুধূ আরেকটু সংযোজন আবশ্যক..


তোরা যারা রাজাকার
তোরা যারা ভাদাকার
আমার বাংলা দ্রুত ছাড়
ঘৃণ্য তোরা আলবদর
পাক হারামির চর-দোসর।

তোরা যারা রাজাকার
তোরা যারা ভাদাকার
সোনার দেশের কুলাঙ্গার
দেশ, মা, মাটির শত্রু যারা
আল শামস, তোরাই তারা।

তোরা যারা রাজাকার
তোরা যারা ভাদাকার
করবি তোরাই হাহাকার
শান্তি তোদের থাকবে না
থাকতে মোরা দিবো না।

তোরা যারা রাজাকার
তোরা যারা ভাদাকার
সময় তোদের মার খাবার
সোনার বাংলা তোদের না
এই বাংলা মোদের মা।

তোরা যারা রাজাকার
তোরা যারা ভাদাকার
কোন জায়গা নাই ক্ষমার
কি করেছিস ভুলিস না
খোদাও তোদের ছাড়বে না।

বাড়াবাড়ি যতই করিস
একে ওকে যাকেই ধরিস
লাভ হবে না এবার আর
কারণ তোরা রাজাকার।
কারণ তোরা ভাদাকার ;)



বিজয়ের শুভেচ্ছা।।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কারণ তোরা ভাদাকার।

ভাদাকার কি, ভাই??? :-* :| :||

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

কলাবাগান১ বলেছেন: "যারা অত্যাচারীদের খাতির করে অত্যাচারিতের প্রতি নির্দয়, নিষ্ঠুর হয়েছিলো। তারা ছিল কাপুরুষ। তাদের থাকুক শুভ্র শশ্রু, এই শুভ্রতা তাদের কৃষ্ণকালকে ঢাকতে পারবে না।"

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: একদম হক কথা... X(( X( X((

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

কলাবাগান১ বলেছেন: রাজাকারদের অপরাধ টাকে ছোট করতেই রাজাকার বান্ধবরা এই 'ইমাজিনারি' টার্ম টা কয়েন করেছে (ভাদাকার- এই বলে কোন দল কি আছে রাজাকারদের স্বপ্নে ছাড়া???)

রাজাকার রা তো রক্তে মাংসে গড়া মানুষ ছিল, ইমাজিনারি না

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা কলাবাগন ভাই- কাকের মতো চক্ষু বুদলেই কি দুনিয়ায় রাত নেমে আসে ;) ???

যারা ট্রানজিট দিলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে বলে দেশবাসীকে গপ্প শুনিয়েছিল- অথচ এক পয়সাও ট্রানজিট ফি পেল না- উল্টো বলে ফি চাওয়া নাকি অসভ্যতা- তাদের কি বলবেন?????

দেশের খেয়ে দেশের আলো বাতাস মেখে যারা ভারতের পদলেহী, যাদের মূখ্যমন্ত্রী সম্বোধন করলেও চেতনায় কিছূ জাগে না; পররাষ্ট্রমন্ত্রনালয় প্রতিবাদ পাঠায় না- এমন নীতিবানদের কি বলবেন? জনাব।

যারা শূধু একপক্ষিয় দেবার সুপারিশ করে, তার জন্য গলাবাজি, মিডিয়াবাজি, শিল্পবাজি করে বেড়ায়-তাদেরও বোঝি চেনেন না!!
বলিহারি-তবেতো বোধকরি সর্বগুণে আপনিও সমরঙ্গা বলেই খুঁজে পাচ।ছেন না ;)

এর কোনটাই ইমাজিনারী নয়- বরং দেশের প্রকাশনা শিল্প, থেকে শুরু করে সকল বানিজ্যে, সাংস্কৃতিক আগ্রাসনে, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের ভারতের স্বার্থ ঘেসা ডায়ালগে, অনুগত্যে একেবারে সলিড মেটেরিয়ালিষ্টিক ট্রুথ ভাদাকার টার্ম তাদের....
যদি দেশপ্রমিকের চোখে দেখেন!
দলপ্রেমিক আর অন্ধরা এসব বুঝেও না বুঝতে চায়ও না। বুঝতে পারেওনা!!!! :):)

আবারো বিজয়ের শুভেচ্ছা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

HHH বলেছেন: ভাদাকার হচ্ছে ভারতের দালাল কোথাকার!

এদের কাজ হচ্ছে বাংলাদেশের খেয়ে ভারতের বেশ্যামি করা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.