নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

সবকটি ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনের ম্যাচ সমাচার

১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৭

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ প্রথম বিশ্বকাপে মোট ১৩টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গ্রুপ এক এ থাকে চারটি দল, বাকি তিনটিতে তিনটি করে নয়টি দল। মোট আঠারোটি ম্যাচ হয় মোট তিনটি স্টেডিয়ামে।



একই সাথে দুটি ম্যাচ দিয়ে উদ্বোধন হয় ইতিহাসের এই পয়লা নাম্বার বিশ্বকাপের।



১/

ফ্রান্স বনাম মেক্সিকো

তারিখঃ ১৩ জুলাই

স্টেডিয়ামঃ পসিটস স্টেডিয়াম (মন্তিভিডিও)

দর্শক সংখ্যাঃ ৪, ৪৪৪

গ্রুপঃ এক

ফলাফলঃ ফ্রান্স ৪ - মেক্সিকো ১

হাফ টাইমঃ ৩ - ০



গোলদাতাঃ

ফ্রান্সঃ লরেন্ট (১৯), ল্যাঙ্গিলার (৪০), ম্যাসকিনট (৪৩, ৮৭)

মেক্সিকোঃ ক্যারেনো (৭০)



রেফারিঃ ডমিঙ্গো লমবার্ডি (উরুগুয়ে)





২/

আমেরিকা যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম

তারিখঃ ১৩ জুলাই

স্টেডিয়ামঃ গ্রান প্রাক স্টেডিয়াম (মন্তিভিডিও)

দর্শক সংখ্যাঃ ১৮, ৩৪৬

গ্রুপঃ চার

ফলাফলঃ আমেরিকা যুক্তরাষ্ট্র ৩ - বেলজিয়াম ০

হাফ টাইমঃ ২ - ০



গোলদাতাঃ

আমেরিকা যুক্তরাষ্ট্রঃ ম্যাকঘি (২৩), ফ্লরি (৪৫), পাটেনড (৬৯)



রেফারিঃ জর্জ ম্যাসিয়াস রোমো (মেক্সিকো)







১৯৩৪ ইতালি বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ১৬টি দল নক আউট ভিত্তিতে অংশ নেয়। অর্থাৎ সেরকম কোন গ্রুপ থাকে না। মোট ১৭টি ম্যাচ হয় আটটি স্টেডিয়ামে।

একই সাথে আটটি ভেন্যুতে আটটি ম্যাচ দিয়ে উদ্বোধন হয় ১৯৩৪ ইতালি বিশ্বকাপের।



১/

স্পেন বনাম ব্রাজিল

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ লুইগি ফেরারিস স্টেডিয়াম (জেনোভা)

দর্শক সংখ্যাঃ ২১, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ স্পেন ৩ - ব্রাজিল ১

হাফ টাইমঃ ৩ - ০



গোলদাতাঃ

স্পেনঃ ইরারাগরি (১৮, ২৪), ল্যাঙ্গারা (২৯) {১৮ মিনিটের গোল পেনাল্টি থেকে}

ব্রাজিলঃ লিওনিডাস (৫৪)



রেফারিঃ আলফ্রেড বারলেম (জার্মানি)





২/

ফ্রান্স বনাম অস্ট্রিয়া

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ অলিম্পিকো ডি তুরিনো (তুরিন)

দর্শক সংখ্যাঃ ১৬, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ অস্ট্রিয়া ৩ - ফ্রান্স ২

হাফ টাইমঃ ১ - ১

ফুল টাইমঃ ১ -১

এক্সট্রা টাইমঃ ৩ - ২



গোলদাতাঃ

অস্ট্রিয়াঃ সিন্ডেলার (৪৪), শাল (৯৩), বাইকান (১০৯)

ফ্রান্সঃ নিকোলাস (১৮), ভেরিয়েস্ট (১১৬ পেনাল্টি গোল)



রেফারিঃ জোহাননেস ভ্যান মুরসেল (নেদারল্যান্ড)





৩/

জার্মানি বনাম বেলজিয়াম

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ আর্টেমিও ফ্রাঞ্চি (ফিরেঞ্জ)

দর্শক সংখ্যাঃ ৮, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ জার্মানি ৫ - বেলজিয়াম ২

হাফ টাইমঃ ১ - ২ (জার্মানি পিছিয়ে ছিল)



গোলদাতাঃ

জার্মানিঃ কোবিয়ের্স্কি (২৫), সিফ্লিং (৪৯), কোহেন (৬৬, ৭০, ৮৭)

বেলজিয়ামঃ ভোরহুফ (২৯, ৪৩)



রেফারিঃ ফ্রান্সেসকো মাত্তিয়ে (ইতালি)





৪/

সুইজারল্যান্ড বনাম নেদারল্যান্ড

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ গুইসেপ্পে মিয়াজ্জা (মিলান)

দর্শক সংখ্যাঃ ৩৩, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ সুইজারল্যান্ড ৩ - নেদারল্যান্ড ২

হাফ টাইমঃ ২ - ১



গোলদাতাঃ

সুইজারল্যান্ডঃ কিয়েলহোলজ (৭, ৪৩), অ্যাবেগ্লেন (৬৬)

নেদারল্যান্ডঃ স্মিট (২৯), ভ্যান্তে (৬৯)



রেফারিঃ ইভান হেনিং একলিন্ড (সুইডেন)





৫/

চেকোস্লোভাকিয়া বনাম রোমানিয়া

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ গুইসেপ্পে গ্রেজার (ত্রিয়েস্তে)

দর্শক সংখ্যাঃ ৯, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ চেকোস্লোভাকিয়া ২ - রোমানিয়া ১

হাফ টাইমঃ ০ - ১ (রোমানিয়া এগিয়ে ছিল)



গোলদাতাঃ

চেকোস্লোভাকিয়াঃ পাক (৫০), নেজেডলি (৬৭)

রোমানিয়াঃ ডোবে (১১)



রেফারিঃ জোহাননেস ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)





৬/

ইতালি বনাম আমেরিকা যুক্তরাষ্ট্র

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ ডেল প্যারিটিটো (রোম)

দর্শক সংখ্যাঃ ২৫, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ ইতালি ৭ - আমেরিকা যুক্তরাষ্ট্র ১

হাফ টাইমঃ ৩ - ০



গোলদাতাঃ

ইতালিঃ শিয়াভিয়ো (১৮, ২৯, ৬৪), ওরসি (২০, ৬৯), ফেরারি (৬৩), মিয়াজ্জা (৯০)

আমেরিকা যুক্তরাষ্ট্রঃ ডোনেল্লি (৫৭)



রেফারিঃ রেনেই মার্সেট (সুইজারল্যান্ড)





৭/

হাঙ্গেরি বনাম মিশর

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ জর্জিও অ্যাস্কারেলি (ন্যাপোলি)

দর্শক সংখ্যাঃ ৯, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ হাঙ্গেরি ৪ - মিশর ২

হাফ টাইমঃ ২ - ২



গোলদাতাঃ

হাঙ্গেরিঃ তেলেকি (১১), টল্ডি (৩১, ৬১), ভিন্সয (৫৩)

মিশরঃ আবদেল রহমান ফাওজি (৩৫, ৩৯)



রেফারিঃ রিনাল্ডো বার্লাসিনি (ইতালি)





৮/

সুইডেন বনাম আর্জেন্টিনা

তারিখঃ ২৭ মে

স্টেডিয়ামঃ রেনাটো ডাল'আরা (বলঙ্গা)

দর্শক সংখ্যাঃ ১৪, ০০০

গ্রুপঃ নক আউট রাউন্ড

ফলাফলঃ সুইডেন ৩ - আর্জেন্টিনা ২

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

সুইডেনঃ জোনাসসন (৯, ৬৭), ক্রুন (৭৯)

আর্জেন্টিনাঃ বেলিস (৪), গ্যালাটিও (৪৮)



রেফারিঃ ইউজেন ব্রাউন (অস্ট্রিয়া)







১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ১৫টি দল (প্রথমে ১৬টিই ছিল, কিন্তু পরে অস্ট্রিয়াকে জার্মানির সাথে অন্তর্ভুক্ত করানো হয়) নক আউট ভিত্তিতে অংশ নেয়। অর্থাৎ সেরকম কোন গ্রুপ থাকে না। মোট ১৮টি ম্যাচ হয় দশটি স্টেডিয়ামে।



উদ্বোধনী ম্যাচ ৪ জুন অমীমাংসিত থাকায় পরে ৯ জুন আবার খেলা হয়।



সুইজারল্যান্ড বনাম জার্মানি

তারিখঃ ৪ জুন

স্টেডিয়ামঃ পার্ক ডেস প্রিন্সেস (প্যারিস)

দর্শক সংখ্যাঃ ২৭, ০০০

গ্রুপঃ প্রথম রাউন্ড

ফলাফলঃ সুইজারল্যান্ড ১ - জার্মানি ১

হাফ টাইমঃ ১ - ১

ফুল টাইমঃ ১ - ১

এক্সট্রা টাইমঃ ১ -১



গোলদাতাঃ

সুইজারল্যান্ডঃ অ্যাবেগ্লেন (৪৩)

জার্মানিঃ গচেল (২৯)



রেফারিঃ জোহাননেস ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)

হলুদ কার্ডঃ নেই

লাল কার্ডঃ একটি

জার্মানিঃ পেসের (৯৬)







১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল লোগো



অতি সংক্ষেপেঃ '৫০ এর বিশ্বকাপে মোট ১৫টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গ্রুপ চারে প্রাথমিকভাবে থাকে তিনটি দল, বাকি তিনটিতে চারটি করে বারোটি দল। কিন্তু ভারত ও ফ্রান্স বিশ্বকাপ বর্জন করায় শেষতক দলের সংখ্যা দাঁড়ায় ১৩ তে। ফলে গ্রুপ তিনে ভারতকে খালি পায়ে খেলতে না দেওয়ার কারণে এই গ্রুপে দলের সংখ্যা হয় তিন আর গ্রুপ চারে ফ্রান্সের না খেলার কারণে দলের সংখ্যা হয় মাত্র দুই। মোট ২২টি ম্যাচ হয় মোট ৬টি স্টেডিয়ামে।



উদ্বোধনী ম্যাচ ২৪ জুন অনুষ্ঠিত হয়।



ব্রাজিল বনাম মেক্সিকো

তারিখঃ ২৪ জুন

স্টেডিয়ামঃ মারাকানা (রিও ডি জেনিরো)

দর্শক সংখ্যাঃ ৮২, ০০০

গ্রুপঃ এক

ফলাফলঃ ব্রাজিল ৪ - মেক্সিকো ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

ব্রাজিলঃ অ্যাডেমির (৩০, ৭৯), জাইর (৬৫), বাল্টাজার (৭১)



রেফারিঃ জর্জ রিডার (ইংল্যান্ড)







১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ '৫৪ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ২৬টি ম্যাচ হয় ৬টি স্টেডিয়ামে।



১৬ জুন একসাথে ভিন্ন ভিন্ন ভেন্যুতে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।



১/

উরুগুয়ে বনাম চেকোস্লোভাকিয়া

তারিখঃ ১৬ জুন

স্টেডিয়ামঃ ভ্যাঙ্কদোর্ফ স্টেডিয়াম (বার্ন)

দর্শক সংখ্যাঃ ২০, ৫০০

গ্রুপঃ তিন

ফলাফলঃ উরুগুয়ে ২ - চেকোস্লোভাকিয়া ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

উরুগুয়েঃ মিগুয়েজ (৭২), শিয়াফিনো (৮১)



রেফারিঃ আর্থার এডওয়ার্ড এলিস (ইংল্যান্ড)





২/

অস্ট্রিয়া বনাম স্কটল্যান্ড

তারিখঃ ১৬ জুন

স্টেডিয়ামঃ হার্ডটুর্ম স্টেডিয়াম (জুরিখ)

দর্শক সংখ্যাঃ ৩০, ০০০

গ্রুপঃ তিন

ফলাফলঃ অস্ট্রিয়া ১ - স্কটল্যান্ড ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

অস্ট্রিয়াঃ প্রব্স্ট (৩৩)



রেফারিঃ লরেন্ট ফ্রাঙ্কেন (বেলজিয়াম)





৩/

ফ্রান্স বনাম যুগোস্লাভিয়া

তারিখঃ ১৬ জুন

স্টেডিয়ামঃ অলিম্পিয়াক ডে লা পন্টাইসে (লোসানে)

দর্শক সংখ্যাঃ ২৭, ০০০

গ্রুপঃ এক

ফলাফলঃ যুগোস্লাভিয়া ১ - ফ্রান্স ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

যুগোস্লাভিয়াঃ মিলুটিনোভিক (১৫)



রেফারিঃ বেঞ্জামিন গ্রিফিথস (ওয়েলস)





৪/

ব্রাজিল বনাম মেক্সিকো

তারিখঃ ১৬ জুন

স্টেডিয়ামঃ চারমিলেস (জেনেভা)

দর্শক সংখ্যাঃ ১৩, ০০০

গ্রুপঃ এক

ফলাফলঃ ব্রাজিল ৫ - মেক্সিকো ০

হাফ টাইমঃ ৪ - ০



গোলদাতাঃ

ব্রাজিলঃ বাল্টাজার (২৩), দিদি (৩০), পিঙ্গা (৩৪, ৪৩), জুলিনহো (৬৯)



রেফারিঃ চার্লি ফল্টলেস (স্কটল্যান্ড)







১৯৫৮ সুইডেন বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ '৫৮ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩৫টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



৮ জুন একসাথে ভিন্ন ভিন্ন ভেন্যুতে চার গ্রুপের দুটি করে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়।



১/

ব্রাজিল বনাম অস্ট্রিয়া

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ রিমনার্সভ্যালেন (উদ্দেভাল্লা)

দর্শক সংখ্যাঃ ২৫, ০০০

গ্রুপঃ চার

ফলাফলঃ ব্রাজিল ৩ - অস্ট্রিয়া ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

ব্রাজিলঃ অ্যাডেমির (৩৮), নিল্টন স্যান্তোস (৪৯), আলতাফিনি (৮৯)। তবে উইকিপিডিয়া বলছে, আলতাফিনি (৩৭, ৮৫), নিল্টন স্যান্তোস (৫০)



রেফারিঃ মরিস গুইগু (ফ্রান্স)





২/

ইউএসএসআর বনাম ইংল্যান্ড

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ নিয়া উল্লেভি (গৌটেবর্গ)

দর্শক সংখ্যাঃ ৪৫, ০০০

গ্রুপঃ চার

ফলাফলঃ ইউএসএসআর ২ - ইংল্যান্ড ২

হাফ টাইমঃ ১ - ০ (সাবেক সোভিয়েত ইউনিয়ন এগিয়ে ছিল)



গোলদাতাঃ

ইউএসএসআরঃ সিমোনিয়ান (১৩), ইভানভ (৫৫)

ইংল্যান্ডঃ কেভান (৬৬), ফিনে (৮৫ পেনাল্টি থেকে)



রেফারিঃ ইস্তেভান সোল্ট (হাঙ্গেরি)





৩/

সুইডেন বনাম মেক্সিকো

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ রাসুন্দা (সলনা)

দর্শক সংখ্যাঃ ৪৫, ০০০

গ্রুপঃ তিন

ফলাফলঃ সুইডেন ৩ - মেক্সিকো ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

সুইডেনঃ সিমনসন (১৭, ৬৪), লিডহোম (৫৭ পেনাল্টি থেকে)



রেফারিঃ নিকোলাই লাতিশেভ (ইউএসএসআর)





৪/

হাঙ্গেরি বনাম ওয়েলস

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ জার্নভ্যালেন (স্যান্ডিভিকেন)

দর্শক সংখ্যাঃ ২০, ০০০

গ্রুপঃ তিন

ফলাফলঃ হাঙ্গেরি ১ - ওয়েলস ১

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

হাঙ্গেরিঃ বজসিক (৫)

ওয়েলসঃ জন চার্লস (২৭)



রেফারিঃ জোসে মারিয়া কোডেসাল (উরুগুয়ে)





৫/

ফ্রান্স বনাম প্যারাগুয়ে

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ ইদ্রোটস্পারকেন (নরকৌপিং)

দর্শক সংখ্যাঃ ১৬, ৫০০

গ্রুপঃ দুই

ফলাফলঃ ফ্রান্স ৭ - প্যারাগুয়ে ৩

হাফ টাইমঃ ২ - ২



গোলদাতাঃ

ফ্রান্সঃ জ্য ফন্টেইন (২৪, ৩০, ৬৭), পিয়ানটনি (৫২), উইসনিয়েস্কি (৬১), কোপা (৭০), ভিনসেন্ট (৮৩)

প্যারাগুয়েঃ আমারিল্লা (২০, ৪৪ পেনাল্টি থেকে শেষেরটি), রোমেরো (৫০)



রেফারিঃ জুয়ান গ্যারে (স্পেন)





৬/

উত্তর আয়ারল্যান্ড বনাম চেকোস্লোভাকিয়া

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ ঔরজান্স ভ্যাল (হ্যাল‌্মস্টাড)

দর্শক সংখ্যাঃ ২৬, ০০০

গ্রুপঃ এক

ফলাফলঃ উত্তর আয়ারল্যান্ড ১ - চেকোস্লোভাকিয়া ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

উত্তর আয়ারল্যান্ডঃ কাশ (১৬)



রেফারিঃ ফ্রিটজ সেইপেল্ট (অস্ট্রিয়া)





৭/

আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানি

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ মালমৌ স্টেডিয়াম (মালমৌ)

দর্শক সংখ্যাঃ ৩২, ০০০

গ্রুপঃ এক

ফলাফলঃ পশ্চিম জার্মানি ৩ - আর্জেন্টিনা ১

হাফ টাইমঃ ২ - ১



গোলদাতাঃ

পশ্চিম জার্মানিঃ রান (৩২, ৭৯), সীলার (৪০)

আর্জেন্টিনাঃ করবাট্টা (২)



রেফারিঃ জেমস লিফি (ইংল্যান্ড)





৮/

যুগোস্লাভিয়া বনাম স্কটল্যান্ড

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ অ্যারসভ্যালেন স্টেডিয়াম (ভ্যাসটের‍্যাস)

দর্শক সংখ্যাঃ ৯, ৫০০

গ্রুপঃ দুই

ফলাফলঃ যুগোস্লাভিয়া ১ - স্কটল্যান্ড ১

হাফ টাইমঃ ১ - ০ (স্কটল্যান্ড পিছিয়ে)



গোলদাতাঃ

যুগোস্লাভিয়াঃ পেটাকোভিক (৬)

স্কটল্যান্ডঃ মার‍্যে (৪৯)



রেফারিঃ পল ওয়েইসলিং (সুইজারল্যান্ড)







১৯৬২ চিলি বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ '৬২ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩২টি ম্যাচ হয় ৪টি স্টেডিয়ামে।



৩০ মে একসাথে ভিন্ন ভিন্ন ভেন্যুতে চার গ্রুপের একটি করে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।



১/

আর্জেন্টিনা বনাম বুলগেরিয়া

তারিখঃ ৩০ মে

স্টেডিয়ামঃ এল তেনিয়েন্তে (রাঙ্কাগুয়া)

দর্শক সংখ্যাঃ ৭, ১৩৪

গ্রুপঃ চার

ফলাফলঃ আর্জেন্টিনা ১ - বুলগেরিয়া ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

আর্জেন্টিনাঃ ফাকুন্ডো (৪)



রেফারিঃ জুয়ান গ্যারে (স্পেন)





২/

ব্রাজিল বনাম মেক্সিকো

তারিখঃ ৩০ মে

স্টেডিয়ামঃ সাউসালিতো (ভিনা ডেল মার)

দর্শক সংখ্যাঃ ১০, ৪৮৪

গ্রুপঃ তিন

ফলাফলঃ ব্রাজিল ২ - মেক্সিকো ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

ব্রাজিলঃ মারিও জাগালো (৫৬), পেলে (৭৩)



রেফারিঃ গটফ্রাইড ডিয়েন্সট (সুইজারল্যান্ড)





৩/

চিলি বনাম সুইজারল্যান্ড

তারিখঃ ৩০ মে

স্টেডিয়ামঃ জুলিও মার্টিনেজ প্রেইড্যানোস (সান্তিয়াগো)

দর্শক সংখ্যাঃ ৬৫, ০০০

গ্রুপঃ দুই

ফলাফলঃ চিলি ৩ - সুইজারল্যান্ড ১

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

চিলিঃ সানচেজ (৪৪, ৫১), রামিরেজ (৫৫)

সুইজারল্যান্ডঃ উথরিক (৬)



রেফারিঃ পল গ্যাস্টন (ফ্রান্স)





৪/

উরুগুয়ে বনাম কলম্বিয়া

তারিখঃ ৩০ মে

স্টেডিয়ামঃ কার্লোস ডিটবর্ন (অ্যারিকা)

দর্শক সংখ্যাঃ ৭, ৯০৮

গ্রুপঃ এক

ফলাফলঃ উরুগুয়ে ২ - কলম্বিয়া ১

হাফ টাইমঃ ০ - ১ (কলম্বিয়া এগিয়ে ছিল)



গোলদাতাঃ

উরুগুয়েঃ সাসিয়া (৫৬), লুইস কুবিলা (৭৫)

কলম্বিয়াঃ জুলুয়াগা (১৯ পেনাল্টি থেকে)



রেফারিঃ অ্যান্ডর ডরোগি (হাঙ্গেরি)







১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপ



উইলি; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট মূলত মাসকটের প্রচলন এই বিশ্বকাপ থেকেই শুরু হয়।



অতি সংক্ষেপেঃ '৬৬ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩২টি ম্যাচ হয় ৮টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১১ জুলাই অনুষ্ঠিত হয়।



ইংল্যান্ড বনাম উরুগুয়ে

তারিখঃ ১১ জুলাই

স্টেডিয়ামঃ ওয়েম্বলি স্টেডিয়াম (লন্ডন)

দর্শক সংখ্যাঃ ৮৭, ০০০

গ্রুপঃ এক

ফলাফলঃ ইংল্যান্ড ০ - উরুগুয়ে ০

হাফ টাইমঃ ০ - ০

গোলদাতাঃ X

রেফারিঃ ইস্তেভান সোল্ট (হাঙ্গেরি)







১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ



জুয়ানিটো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৭০ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩২টি ম্যাচ হয় ৫টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ৩১ মে অনুষ্ঠিত হয়।



মেক্সিকো বনাম ইউএসএসআর

তারিখঃ ৩১ মে

স্টেডিয়ামঃ অ্যাজটেক স্টেডিয়াম (কোয়োয়াকান)

দর্শক সংখ্যাঃ ১০৭, ১৬০

গ্রুপঃ এক

ফলাফলঃ মেক্সিকো ০ - ইউএসএসআর ০

হাফ টাইমঃ ০ - ০

গোলদাতাঃ X



রেফারিঃ কার্ল শেনশের (জার্মানি)



হলুদ কার্ডঃ পাঁচটি

মেক্সিকোঃ একটি; পেনা

ইউএসএসআরঃ চারটি; লোগোফেট, লভচেভ, আসাতিয়ানি, নোডিয়া



লাল কার্ডঃ নেই



বিঃদ্রঃ এই বিশ্বকাপ থেকেই হলুদ ও লাল কার্ডের প্রচলন হয়। এর আগের কোন বিশ্বকাপে এটার প্রচলন ছিল না। তবে ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপে সুইজারল্যান্ড বনাম জার্মানির উদ্বোধনী ম্যাচে জার্মানির এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল।







১৯৭৪ পঃ জার্মানি বিশ্বকাপ



টিপ এবং টাপ; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৭৪ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩৮টি ম্যাচ হয় ৯টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১৩ জুন অনুষ্ঠিত হয়।



ব্রাজিল বনাম যুগোস্লাভিয়া

তারিখঃ ১৩ জুন

স্টেডিয়ামঃ কমার্জব্যাঙ্ক-অ্যারেনা (ফ্রাঙ্কফুট)

দর্শক সংখ্যাঃ ৬২, ০০০

গ্রুপঃ দুই

ফলাফলঃ ব্রাজিল ০ - যুগোস্লাভিয়া ০

হাফ টাইমঃ ০ - ০

গোলদাতাঃ X



রেফারিঃ রুডলফ শেউরার (সুইজারল্যান্ড)



হলুদ কার্ডঃ দুটি

যুগোস্লাভিয়াঃ ওব্লাক (১৭), আকিমোভিচ (৪৯)



লাল কার্ডঃ নেই







১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ



গোচিতো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৭৮ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩৮টি ম্যাচ হয় ৬টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১ জুন অনুষ্ঠিত হয়।



পঃ জার্মানি বনাম পোল্যান্ড

তারিখঃ ১ জুন

স্টেডিয়ামঃ অ্যান্টোনি ভেসপুচি (বুয়েনস আইরেস)

দর্শক সংখ্যাঃ ৬৭, ৫৭৯

গ্রুপঃ দুই

ফলাফলঃ পঃ জার্মানি ০ - পোল্যান্ড ০

হাফ টাইমঃ ০ - ০

গোলদাতাঃ X

রেফারিঃ এইঞ্জেল নরবার্তো (আর্জেন্টিনা)

হলুদ কার্ডঃ নেই

লাল কার্ডঃ নেই







১৯৮২ স্পেন বিশ্বকাপ



নারাঞ্জিতো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৮২ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ১৭টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১৩ জুন অনুষ্ঠিত হয়।



আর্জেন্টিনা বনাম বেলজিয়াম

তারিখঃ ১৩ জুন

স্টেডিয়ামঃ ন্যূ ক্যাম্প (বার্সেলোনা)

দর্শক সংখ্যাঃ ৯৫, ০০০

গ্রুপঃ তিন

ফলাফলঃ বেলজিয়াম ১ - আর্জেন্টিনা ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

বেলজিয়ামঃ ভ্যানডারবার্গ (৬২)



রেফারিঃ ভজটেক ক্রিস্টোভ (স্লোভাকিয়া)



হলুদ কার্ডঃ দুটি

আর্জেন্টিনাঃ বার্টোনি (৫৫)

বেলজিয়ামঃ মিল্লেক্যাম্পস (৫০)



লাল কার্ডঃ নেই







১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ



পিক; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৮৬ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ৩১ মে অনুষ্ঠিত হয়।



ইতালিবনাম বুলগেরিয়া

তারিখঃ ৩১ মে

স্টেডিয়ামঃ অ্যাজটেক স্টেডিয়াম (কোয়োয়াকান)

দর্শক সংখ্যাঃ ৯৫, ০০০

গ্রুপঃ

ফলাফলঃ ইতালি ১ - বুলগেরিয়া ১

হাফ টাইমঃ ১ - ০ (ইতালি এগিয়ে)



গোলদাতাঃ

ইতালিঃ অ্যালতোবেল্লি (৪৩)

বুলগেরিয়াঃ সিরাকোভ (৮৫)



রেফারিঃ এরিক ফ্রেডরিকসন (সুইডেন)



হলুদ কার্ডঃ তিনটি

ইতালিঃ দুটি; বারগোমি (৪৮), ক্যাব্রিনি (৬৪)

বুলগেরিয়াঃ একটি; মার্কোভ (৫১)



লাল কার্ডঃ নেই







১৯৯০ ইতালি বিশ্বকাপ



চিয়াও; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৯০ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ৮ জুন অনুষ্ঠিত হয়।



আর্জেন্টিনা বনাম ক্যামেরুন

তারিখঃ ৮ জুন

স্টেডিয়ামঃ গুইসেপ্পে মিয়াজ্জা (মিলান)

দর্শক সংখ্যাঃ ৭৩, ৭৮০

গ্রুপঃ বি

ফলাফলঃ ক্যামেরুন ১ - আর্জেন্টিনা ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

ক্যামেরুনঃ ফ্রাঙ্কোইস ওমাম (৬৫)



রেফারিঃ মিচেল ভাওট্রট (ফ্রান্স)



হলুদ কার্ডঃ চারটি

আর্জেন্টিনাঃ একটি; সেন্সিনি (২৭)

ক্যামেরুনঃ তিনটি; এনডিপ (২৩), ম্যাসিং (১০, ৮৯), এমবো (৫৪)



লাল কার্ডঃ দুটি

ক্যামেরুনঃ কানা-বিয়িক (৬১), ম্যাসিং (৮৯ দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায়)







১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ



স্ট্রাইকার (বাচ্চা পোষা কুকুর); বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৯৪ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গ্রুপ এক এ থাকে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ৯টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১৭ জুন (কোথাও কোথাও ১৮ জুন উল্লেখ আছে) অনুষ্ঠিত হয়।



জার্মানি বনাম বলিভিয়া

তারিখঃ ১৭ (/১৮) জুন

স্টেডিয়ামঃ সোলজার ফিল্ড (শিকাগো, ইলিনয়েস)

দর্শক সংখ্যাঃ ৬৩, ১১৭

গ্রুপঃ সি

ফলাফলঃ জার্মানি ১ - বলিভিয়া ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

জার্মানিঃ ক্লিন্সমান (৬১)



রেফারিঃ আর্তুরো কার্টার (মেক্সিকো)



হলুদ কার্ডঃ ছয়টি

জার্মানিঃ দুটি; কহলার (৬), মোলার (৫৪)

বলিভিয়াঃ চারটি; সোরিয়া (৩৭), বাল্ডিভিয়েসো (৩৯), বোরজা (৬৬), কুইনটেরোস (৮৯)



লাল কার্ডঃ একটি

বলিভিয়াঃ এটচেভেরি (৮২)







১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ



ফুটিক্স; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৯৮ এর বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১০টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১০ জুন অনুষ্ঠিত হয়।



ব্রাজিল বনাম স্কটল্যান্ড

তারিখঃ ১০ জুন

স্টেডিয়ামঃ ফ্রান্স স্টেডিয়াম (প্যারিস)

দর্শক সংখ্যাঃ ৮০, ০০০

গ্রুপঃ

ফলাফলঃ ব্রাজিল ২ - স্কটল্যান্ড ১

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

ব্রাজিলঃ সিজার সাম্পাইও (৫), বয়েড (৭৩ আত্মঘাতী গোল)

স্কটল্যান্ডঃ কলিন্স (৩৮ পেনাল্টি থেকে)



রেফারিঃ জোসে মারিয়া গার্সিয়া এনসিনার (স্পেন)



হলুদ কার্ডঃ তিনটি

ব্রাজিলঃ দুটি; সিজার সাম্পাইও (৩৭), অ্যাল্ডেইর (৪৫+২ অর্থাৎ প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দু'মিনিটে)

স্কটল্যান্ডঃ জ্যাকসন (২৫)



লাল কার্ডঃ নেই







২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ



স্ফেরিক্স; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ২০টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ৩১ মে অনুষ্ঠিত হয়।



ফ্রান্স বনাম সেনেগাল

তারিখঃ ৩১ মে

স্টেডিয়ামঃ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম (সিউল)

দর্শক সংখ্যাঃ ৬২, ৫৬১

গ্রুপঃ

ফলাফলঃ সেনেগাল ১ - ফ্রান্স ০

হাফ টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

সেনেগালঃ পেপ বুবা দিউপ (৩০)



রেফারিঃ আলি মুহাম্মদ বুজসাইম (সংযুক্ত আরব আমিরাত)



হলুদ কার্ডঃ দুটি

ফ্রান্সঃ পেটিত (৪৫+২ অর্থাৎ প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দু'মিনিটে)

সেনেগালঃ সিসেই (৫১)



লাল কার্ডঃ নেই







২০০৬ জার্মান বিশ্বকাপ



গোলিও; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ৯ জুন অনুষ্ঠিত হয়।



জার্মানি বনাম কোস্টারিকা

তারিখঃ ৯ জুন

স্টেডিয়ামঃ অ্যালিয়ানজ অ্যারেনা (মিউনিখ)

দর্শক সংখ্যাঃ ৬৪, ৯৫০

গ্রুপঃ

ফলাফলঃ জার্মানি ৪ - কোস্টারিকা ২

হাফ টাইমঃ ২ - ১



গোলদাতাঃ

জার্মানিঃ ফিলিপ লাম (৬), মিরোস্লাভ ক্লোসা (১৭, ৬১), ফ্রিঞ্জ (৮৭)

কোস্টারিকাঃ ওয়াঞ্চোপে (১২, ৭৩)



রেফারিঃ হোরাসিও মার্সেলো এলিজোন্ডো (আর্জেন্টিনা)



হলুদ কার্ডঃ একটি

কোস্টারিকাঃ ড্যানি আলবার্টো ফনসেকা (৩০)



লাল কার্ডঃ নেই







২০১০ দঃ আফ্রিকা বিশ্বকাপ



জাকুমি; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১০টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১১ জুন অনুষ্ঠিত হয়।



দঃ আফ্রিকা বনাম মেক্সিকো

তারিখঃ ১১ জুন

স্টেডিয়ামঃ ফার্স্ট ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম (জোহানেসবার্গ)

দর্শক সংখ্যাঃ ৮৪, ৪৯০

গ্রুপঃ

ফলাফলঃ দঃ আফ্রিকা ১ - মেক্সিকো ১

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

দঃ আফ্রিকাঃ সাবালালা (৫৫)

মেক্সিকোঃ মার্কুয়েজ (৭৯)



রেফারিঃ রাভশান ইরমাটোভ (উজবেকস্তান)



হলুদ কার্ডঃ চারটি

দঃ আফ্রিকাঃ দুটি; দিকগাসই (২৭), মাসিলেলা (৭০)

মেক্সিকোঃ দুটি; জুয়ারেজ (১৮), টোর‍্যাডো (৫৭)



লাল কার্ডঃ নেই







২০১৪ ব্রাজিল বিশ্বকাপ



ফুলেকো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



প্রথম ম্যাচটি ১৩ জুন (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হয়।



ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

তারিখঃ ১৩ জুন

স্টেডিয়ামঃ অ্যারেনা কোরিন্থিয়াস (সাও পাওলো)

দর্শক সংখ্যাঃ ৬২, ১০৩ (প্রায়)

গ্রুপঃ

ফলাফলঃ ব্রাজিল ৩ - ক্রোয়েশিয়া ১

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

ব্রাজিলঃ নেইমার (২৯, ৭১ দ্বিতীয়টি পেনাল্টি থেকে), অস্কার (৯০+১)

ক্রোয়েশিয়াঃ মার্সেলো (১১ আত্মঘাতী গোল)



রেফারিঃ উইচি নিশিমুরা (জাপান)



হলুদ কার্ডঃ চারটা

ব্রাজিলঃ দুটি; নেইমার (২৭), লুইজ গুস্তাভো (৮৮)

ক্রোয়েশিয়াঃ করলুকা (৬৫), লভরেন (৬৯)

লাল কার্ডঃ নেই

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সংগ্রহ।

অনেক খাটুনি করেছৈন। ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ... !:#P !:#P !:#P

২| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৫০

আবুল হাসান নূরী বলেছেন: আপনি কি জানেন ১৯৯৪ সালের বিশ্বকাপে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা ইতালিকে সমর্থন করেছিল কেন?

সরাসরি মূল পোস্টে চলে যান। ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: পড়লাম। বেশ ইন্টারেস্টিং তথ্য। ধন্যবাদ আপনাকে তথ্যটির জন্য। :)

৩| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য।




আইডিয়া বাজ

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:০৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

৪| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: গুড কালেকশন! লাইক হইছে

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: লাইকের জন্য লাইক... ধন্যবাদ !:#P

৫| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১১

প্রেমিক চিরন্তন বলেছেন: কঠিন পোস্ট। সজোরে +

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কঠিন ধন্যবাদ :) :) :)

৬| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:২৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ধন্যবাদ ভাই

অনেক ইনফো

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৩০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ !:#P

৭| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :) :) :)

৮| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৫

নিজাম বলেছেন: অনেক কষ্ট করেছেন। ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও... ধন্যবাদ :)

৯| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তথ্যবহুল লেখা, পড়লেই বুঝা যায় যে অনেক কষ্ট করে লিখেছেন! ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ... !:#P

১০| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১:১৫

মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস বলেছেন:
আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকরা একটু উকি দিয়ে আসুন

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমি ভাই জার্মানির সমর্থক :D :D :D

১১| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

প্রবাসী পাঠক বলেছেন: আজকের ম্যাচের রেফারি সম্ভবত জাপানের Yuichi Nishimura ।

চমৎকার পোস্ট। পোস্টে ভালো লাগা রইল।

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ঠিক বলেছেন। যোগ করে নিচ্ছি। ধন্যবাদ... :) :) :)

১২| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কাজ করছেন।
পোস্ট প্রিয়তে নিয়ে রখলাম !!!!

১২ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P

১৩| ১৩ ই জুন, ২০১৪ বিকাল ৪:১১

আছিফুর রহমান বলেছেন: অসাধারণ তথ্য বহুল পোস্ট

১৪| ১৪ ই জুন, ২০১৪ রাত ১:০৭

শবদাহ বলেছেন: দারুন! তথ্যবহুল পোস্ট। প্রিয়তে রাখলাম। পোস্টের জন্য ধন্যবাদ এবং +

১৫| ১৪ ই জুন, ২০১৪ রাত ১:৫৪

ডি মুন বলেছেন: প্রিয়তে নিলাম ++++

১৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

সংগ্রহে রাখার মতো দারুন এক পোস্ট।

প্রিয়তে নিয়ে গেলাম।

++++++++

১৭| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটা ইনফরমেটিভ পোস্ট ...
সংকলনে যাচ্ছে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.