নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

চলতে ফিরতে ফটোগ্রাফি :):):) কিংবা আনাড়ি হাতের ক্লিক :((:((:((

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫



এটা আমার গাঁয়ের পথে যাবার বেলায়... আমার গ্রামটি কুমিল্লা জেলায় গোমতী নদীর ধারে। নৌকায় করে যাওয়ার সময় ছবিটি তোলা।





বেলাশেষের ক্লান্ত পথিক যখন বাড়ি ফিরছিলেন তখন এই ছবিটি তোলা। সন্ধ্যাবেলার ক্ষণকালের মোহনীয় আলোয় কলাতলী সৈকতের এই ছবিটি তুলতে বেশ ঝক্কি পোহাতে হইছিল। ওনাকে বললাম, "চাচা, আপনার একটা ছবি তুলবো?" উনি সম্মতি দেওয়ার পর যেই ক্যামেরায় ক্লিক করতে যাবো অমনি উনি দাঁড়িয়ে যাচ্ছিলেন। উহু, হচ্ছে না কিছুতেই... ওনাকে যতই বলি যে, এভাবে দাঁড়িয়ে গেলে তো হবে না। কিন্তু কে শোনে কার কথা। এদিকে চারপাশ দ্রুত অন্ধকার হয়ে আসছিল। এক পর্যায়ে আমি বললাম, "চাচা মিয়াঁ, আপনে আপনার মতো হেঁটে চলে যান। আপনার অন্য কোন চিন্তা করা লাগবে না।" উনি এই কথা শুনে যেই না হাঁটা ধরলেন অমনি দিলাম একটা ক্লিক। ;) :D অবশ্য এর পরে আবার তিনি দাঁড়িয়ে পড়েছিলেন। :P কিন্তু তা ছিল আমার আরাধ্য ক্লিকের পরে... :)





আমার ব্যাগে সবসময়েই একটা ক্যামেরা থাকে। সাইবার শট অবশ্য :P কিন্তু যখন কোন কাজ থাকে না তখন এই ডিভাইসটাই আমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। ছবিটা আমার ডিপার্টমেন্টের গ্যালারী রুমে তোলা।





আমি একজন আনাড়ি ফটোগ্রাফার; কিন্তু তারপরও যে অতি অল্প কিছু ছবি আমি তুলে নিজেকে নিজেই অনেক খুশি করতে পেরেছি তার মধ্যে এটি অন্যতম। :)





স্টুডেন্ট পড়িয়ে টিউশনি শেষে আপন ডেরায় ফিরছিলাম। পথে একটা ওভারব্রিজ পড়ে যেখান থেকে কমলাপুর রেলস্টেশন দেখা যায়। সেই ফিরতি পথেরই কোন এক অজানা সন্ধ্যায় এই ছবিটি তোলা।





কাজিনদের সাথে ফারুকীর "টেলিভিশন" মুভিটা দেখার জন্য সিনেপ্লেক্সে গিয়েছিলাম আর কোন কারণ ছাড়াই ছবিটা তুলেছিলাম।





ক্যামেরা নিয়ে ঘুরাঘুরি করার যে স্বভাব তারই কারণে কোন এক সময় এখানে আসা। বাউনিয়ার এই জায়গাটা থেকে বিমানের উড্ডয়ন আর অবতরণ সবচেয়ে ভালো দেখা যায়। সেদিনের আকাশটা ছবির মতোই বেগুনি (!) রঙের ছিল কিন্তু...





এটা কোন এক মেঘাচ্ছন্ন ঈদের সকালে জাতীয় ঈদগাহ থেকে নামাজ পড়ে বের হবার পর তোলা।





এই গেলো ঈদ-উল ফিতরে যে ইত্যাদিটা হল আমি সেটার শুটিং দেখতে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম। যে সময় এই ছবিটা তুলেছিলাম তখন শুরুতে থাকা ৩, ০০০ দর্শকের (স্বেচ্ছাসেবকদের ভাষ্যমতে) মাঝে ছিল জনা ত্রিশেক মাত্র। :| আর একেবারে শেষ এক ঘণ্টার মতো সময় আমি একাই ছিলাম, দাওয়াত পাওয়া পিউর দর্শকদের মধ্যে। :-* শুটিং শেষ করে যখন আমি রাস্তায় নামলাম তখন রাত বাজে ৩টা। ব্রাজিলের খেলা ছিল সেদিন; তাই বোধহয় অনেকে আগে ভাগেই চলে গিয়েছিল। :)





আলেখারচরের যুদ্ধজয়; '৭১ এর ভাস্কর্য। বিকাল বেলায় তোলা এই ছবিটা আরো সুন্দর হতে পারতো যদি ক্যামেরার পিছনে আমি না থেকে আরো প্রতিভাবান, ঝানু কেউ থাকতো... /:) :((





আফতাব নগরে কোন এক শরৎ সন্ধ্যায়...





গত বছর (২০১৩ সালে) অলিম্পিক ডে রানে অংশ নিয়েছিলাম। :) শেষ হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে... তখন তোলা ছবিটা।





ফ্লাডলাইট... সাথে নীল আকাশের নীচে সাদা মেঘের ভেলা।





ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটির সাথে লামার আলীকদম গুহায় যাওয়ার সময় বাস বিরতির ফাঁকে ছবিটা তোলা। সবাই নেমেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে :P আর আমি আগেই অন্য আরেক জায়গায় সাড়া দিয়ে ফেলেছিলাম বিধায় তখন আমি প্রকৃতির অন্য ডাকে সাড়া দিচ্ছিলাম। :)





তিন নেতার মাজার... আমার ডিপার্টমেন্টের পাশেই এই মাজারটি। চা খেতে যখন নিচে নামি তখন রাস্তার ওপাশেই চোখে পড়ে এটি। "নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা"র কোন এক সময় হয়তো তুলেছিলাম, ঠিক খেয়াল নাই... /:)



♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

চলতে ফিরতে যেসব ছবি ইচ্ছা করে বা মনের অজান্তেই তুলে ফেলি সেগুলোর কয়েকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু একজন ডিএসএলআরবিহীন :((:((:(( আনাড়ি ফটোগ্রাফার। ব্যাগে করে একটা সাইবার শট নিয়ে ঘুরি আর ভালো লাগলে ক্লিক মেরে দিই। সামনে একটা ডিজিটাল এসএলআর কেনার খুব ইচ্ছা আছে। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি থেকে বেসিক কোর্স করা আছে কিন্তু কোর্সের বিদ্যাশিক্ষা ঠিকমতো কাজে লাগাতে পারছি কই! /:) সবাই দোয়া রাইখেন... পারলে একটু আইডিয়া দিয়েন কোথা থেকে কেনা যায় :):):)

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


আনাড়ি হাতের পাকা ক্লিক :) :)

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: মেধাবী মাথার সঠিক মন্তব্য !:#P !:#P !:#P দোয়া কইরেন যাতে এই "হাতের" আগে পাকা কথাটা বসানোর যোগ্যতা অর্জন করতে পারি। :) :) :)

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর ছবিগুলো

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ আপনাকে !:#P !:#P !:#P আর আপনার পোস্টটা দেখলাম। দারুণ লিখেছেন তো... :) ছবিগুলো দেখে মনেই হয়নি ভারতের কোন জায়গা দেখছি। ওরা তো তাহলে বেশ এগিয়ে গেছে! অবশ্য আপনি তুলেছেনও অনেক সুন্দর করে। :)

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কোর্স করা দক্ষহাতের আনাড়ি ক্লিক। B-)

আরো এরকম ক্লিক চাই ।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অবশ্যই এরকম আরো ক্লিক শেয়ার করবো আপনাদের সাথে, ইন শা আল্লাহ্‌। :) দোয়া রাইখেন যাতে পরবর্তী ক্লিকগুলা দক্ষভাবে চিত্রপটে আনতে পারি। !:#P

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: নিঃসঙ্গ অভিযাত্রিক ,




চলতে ফিরতে নিঃসঙ্গ এক অভিযাত্রিকের একমাত্র সঙ্গী ব্যাগস্থ সাইবার শটটি ক্লিকে ক্লিকে দারুন সব সময়কে ফ্রেম বন্দি করেছে ।

বেলাশেষের ক্লান্ত পথিক...
এক শরৎ সন্ধ্যায়...
ফড়িঙ ...

অপূর্ব। এই ক'টি খুব ভালো লেগেছে ।
ক্যামেরার হাত ভালো । দেখবেন, ক্লিক করতে করতে ছবির পার্সপেক্টিভ আরও সমৃদ্ধ হবে ।

শুভেচ্ছান্তে ।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন চারকোনা ফ্রেমে বন্দি আপনার এই প্রেরণাদায়ক মন্তব্যের জন্য... !:#P !:#P !:#P

যতই কোর্স করি না ক্যান, আসলে ডিজিটাল এসএলআর ছাড়া ফটোগ্রাফিতে হাত পাকে না। সবচেয়ে ভালো ফটোগ্রাফি শিখা যায় শুধু এসএলআর দিয়ে; কিন্তু সেটাই বা পাবো কই?

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩

পারভেজ বলেছেন: ভাল লাগলো

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো :) !:#P :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

বোকামানুষ বলেছেন: ছবিগুলো অনেক ভাল লেগেছে

আর আপনার মতো আমার ব্যাগে বেশিরভাগ সময়েই একটা ক্যামেরা থাকে। আমারও সাইবার শট :D

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আররে, আপনার সাথে দেখি আমার কাজে, ব্যাগে আর ক্যামেরায় দারুণ মিল! !:#P !:#P !:#P ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম। ধন্যবাদ জানবেন... :)

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক সুন্দর ছবি তুলেছেন যদিও আপনি আনাড়ি। :)

ধন্যবাদ সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।

কুমিল্লার কোথায় আপনার বাড়ি? প্লিজ জানাবেন কি?

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ... !:#P !:#P !:#P


... আর কেন জানাবো না! আমার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ গ্রামে। দাউদকান্দি বাজার থেকে ট্রলার বা নৌকায় করে গোমতী নদী পার হয়ে আমার গাঁয়ে পৌঁছাতে হয়। :)

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৪

নিজাম বলেছেন: আপনার হাত ভাল, আইকিউও ভাল। প্রকৃতির ছবি তুলুন, ইমারতের ছবি তুলুন।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমি আসলে ফটোগ্রাফি লাইনে নিজেকে এনেছিই প্রকৃতির ছবি তোলার জন্য। চিন্তা করে দেখুন, দুনিয়া জুড়ে কত সুন্দর সুন্দর জায়গা আছে... দুনিয়ার কথা না হয় বাদই দিলাম... আমাদের প্রিয় বাংলাদেশই তো অসাধারণ নৈসর্গিক সৌকর্যের আধার। দোয়া করবেন যেন আমার ক্যামেরায় এই সুন্দর বাংলাদেশকে আমি সুন্দরভাবে তুলে ধরতে পারি। !:#P !:#P !:#P

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

সাদা মনের মানুষ বলেছেন: সৌখিন ফটোগ্রাফার। তবে ছবিগুলো কিন্তু বেশ, চালিয়ে যান, এমন ফটোগ্রাফির আমি ভক্ত।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনার ঘোরাঘুরির আমি ভীষণ ভক্ত। দারুণ সুন্দর, রোমাঞ্চকর আপনার পথচলা। !:#P

আর দোয়া করবেন যাতে সৌখিন থেকে প্রফেশনাল ফটোগ্রাফারের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারি। :)

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

Kawsar Siddiqui বলেছেন: :((

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আয় হায়, এইডা কি দেখলাম! B:-) B:-) B:-)

কানতাছেন ক্যান, ভাই? :| :||

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: মনের মধ্যে শিল্প আছে বোঝা যায়।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: মন্তব্যের মধ্যে প্রেরণা আছে বোঝা যায়। !:#P !:#P !:#P


অসংখ্য ধন্যবাদ আপনাকে... :)

আর আপনার প্রো পিকের ব্যাক গ্রাউন্ডটা অনেক সুন্দর। :)

বাই দ্য ওয়ে, আমার ছোট ভাই কিন্তু একজন মেরিনার। সবে মাত্র পাশ করেছে। ওর জন্য চিন্তা হয়। এতো সম্ভাবনাময় একটা সেক্টর এই মেরিন সেক্টর অথচ কিই না হয়ে যাচ্ছে দিন দিন... :(

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২

শুঁটকি মাছ বলেছেন: সবগুলোই সুন্দর। তবে চার নম্বরটা একদম অসাধারণ।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

চার নাম্বারটা আমারও খুব ভালো লেগেছে। অথচ জানেন এই ক্যামেরাটা ৩ মেগাপিক্সেলের একটা কোডাকের ক্যামেরা ছিল। আপা এনে দিয়েছিলেন আমেরিকা থেকে। !:#P

১৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অনেক ভালো ছবি তুলেছেন তো আপনি ! আরও ছবি চাই ! ২য় ছবিটা প্রিয়তে !

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমারও মনে হয় কিছু কিছু ছবি ভালো তুলেছি। কিন্তু যেদিন সব ছবিই ভালো তুলতে পারছি মনে হবে, আমি সেদিনের অপেক্ষায় চেষ্টা করে যাচ্ছি। :) !:#P

ওহ, দ্বিতীয় ছবিটা... এইটা তুলতে ভালো ঝক্কি পোহাতে হয়েছিল। :-0 /:)

১৪| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

আজরাঈল আমি বলেছেন: এক্কেরে খ্রাপ না। চইলবো

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধইন্যবাদ :) :) :)

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫

আমি ইহতিব বলেছেন: সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ডি এস এল আর ক্যামেরা অত্যাবশ্যকীয় নয় (যদিও আমার খুব শখ আছে একটা কেনার ;) ) । সুন্দর দৃশ্য দেখার ও উপভোগ করার মত মন থাকলেও হয়। আপনার ছবিগুলোই তার প্রমান।

ফড়িং ও আফতাবনগরের ছবি দুটো বেশী ভালো লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনার কথার সাথে আমি প্রায় একমত। কিন্তু কিছু বিষয় আছে যেটা আরো পারফেক্ট উপায়ে ফুটিয়ে তুলতে চাইলে আপনার ডিএসএলআর লাগবেই। এই যেমন ধরেন, আমার এখানের নং ছবিটা। কি সুন্দর নীলাভ আকাশ আর স্নিগ্ধ নিসর্গ ছিল কলাতলী সৈকতের চারপাশে তা এখনো আমার স্মৃতিপটে অমলিন হয়ে আছে; কিন্তু এটাকেই আমি আরো প্রাণবন্ত করে তুলে আনতে পারতাম যদি হাতে সেই রকম মানের একটা ক্যামেরা থাকতো। :(

ফড়িঙের ছবিটা আমারও ভালো লেগেছে। কিন্তু আফতাব নগরের ছবিটার ক্ষেত্রেও ঐ একই কথাই বলবো যে, আরো সুন্দর করে ফুটিয়ে তোলা যেতো... আসলে দিনের আলো কমে আসতে থাকে যখন (যেটা সন্ধ্যা বা গোধূলিলগ্নে হয়) সাইবার শট হাতে নিয়ে থাকা ফটোগ্রাফার তখন খুব অসহায় হয়ে যায়। সাইবার শটে এই সময় তোলা বেশীরভাগ ছবি কেমন যেন ব্লার হয়ে যায়।

"সুন্দর দৃশ্য দেখার ও উপভোগ করার মত মন থাকলেও হয়। আপনার ছবিগুলোই তার প্রমান।"- আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট এটা... !:#P !:#P !:#P

ভালো থাকবেন... :)

১৬| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মন খারাপ ছিলো কিন্তু আপনার ছবিগুলো দেখার পর মন ভালো হয়ে গেছে। অনেক ধন্যবাদ আমার মন ভালো করে দেওয়ার জন্য! আর আরেকটা ধন্যবাদ এতো সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য!

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আর আপনার মন্তব্য দেখে আমার সারাদিনের ভালো হয়ে থাকা মনটা আরো ভালো হয়ে গেলো। !:#P !:#P !:#P

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ... :) :) :)

১৭| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: ক্লিকগুলা অসাধারণ!! ভাল লাগল ভাই//

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ আপনাকে... !:#P !:#P !:#P

১৮| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৮

অহন_৮০ বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P

১৯| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৯

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর, কিন্তু আমার কলম গুলার ছবি তুলার জন্য যে নিলেন, ফেরত দিবেন না??!!! B:-) B:-) B:-) B:-) B:-)

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কি কন ভাই!!! আপনের কলম!?!?!? :|| B:-) :|| B:-) :|| B:-) অবশ্য কলম এখন অনেকগুলাই নাই... :(( :(( :((

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: সবগুলো ই তো সুন্দর হয়েছে দেশী !

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ, অভি ভাই !:#P !:#P !:#P

২১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

কয়েকটা ছবি খুব সুন্দর!!!
আনাড়ি হাত পাকা হয়ে উঠুক ফাঁকা না হয়ে। ;)


শুভ কামনা রইলো।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ জানবেন, ভাই !:#P !:#P !:#P

২২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

অতঃপর জাহিদ বলেছেন: ফটোগ্রাফির প্রচুর শখ আমার ও, ডিএসএলআর এর অভাব!

আপনার গুলো অসাধারণ!

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ডিএসএলআরের অভাব পূরণ কইরা ফালান জলদি জলদি... :) :) :)

আর মন্তব্যের জন্য ধন্যবাদ !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.