নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

ধাঁধারহস্যঃ কোন জাহাজ জোহানেসবার্গ পৌঁছাবে? আর কে নিয়ে যাচ্ছে গম?

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫১

চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা পাঁচ দেশের পাঁচটি জাহাজ। প্রতিটি জাহাজের আলাদা আলাদা গন্তব্যস্থল এবং প্রত্যেকেই চট্টগ্রাম বন্দর ভিন্ন ভিন্ন সময়ে ছেড়ে যাবে। শুধু তাই নয়, প্রতিটি জাহাজের চিমনীর রঙ ভিন্ন ভিন্ন এবং তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাচ্ছে। এখন দুটি প্রশ্নঃ



১/ কোন জাহাজটি জোহানেসবার্গ পৌঁছাবে?



২/ কোন জাহাজে গম আছে?



সূত্রঃ



ছয়টার সময় বন্দর ত্যাগ করা গ্রীক জাহাজটি কফি বহন করছে।



ইংলিশ জাহাজটি নয়টার সময় বন্দর ত্যাগ করে।



♣ মাঝের জাহাজটির কালো রঙা চিমনী।



নীল চিমনীর ফ্রেঞ্চ জাহাজটি কফি বহনকারী জাহাজের বায়ে অবস্থিত।



কোকো বহনকারী জাহাজের ডানদিকের জাহাজটি মার্সেই যাচ্ছে।



ব্রাজিলিয়ান জাহাজটি ম্যানিলা যাচ্ছে।



চাল বহনকারী জাহাজের পাশের জাহাজটির সবুজ চিমনী।



জেনেভা গমনকারী জাহাজটি পাঁচটায় বন্দর ছাড়বে।



♣ যে জাহাজটি মার্সেই যাবে তার ডানদিকে থাকা স্প্যানিশ জাহাজটি সাতটায় বন্দর ছাড়বে।



লাল চিমনীর জাহাজ হামবুর্গ যাবে।



♣ যে জাহাজটি সাতটায় বন্দর ত্যাগ করবে তার পাশের জাহাজটির চিমনীর রঙ সাদা



♣ এক কোণায় অবস্থিত এক জাহাজে ভুট্টা আছে।



কালো চিমনীর জাহাজ আটটায় ছাড়বে।



ভুট্টা বহনকারী জাহাজটি চাল বহনকারী জাহাজের পাশেই নোঙ্গর করা।



-----------------------------------------------------------------------

# এই ধাঁধাটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে অনুবাদিত। অতএব ধাঁধাটির ইংরেজি ভার্সন ও তার উত্তর ইন্টারনেটে একটু খুঁজলেই পাওয়া যাবে। সবার কাছে অনুরোধ থাকলো, কেউ গুগল মামু অথবা মজিলার শিয়ালের কাছে যাবেন না উত্তর খুঁজতে। নিজে চেষ্টা করে দেখুন না... পারেন কি না। :) :) :)



# এটি সেই বিখ্যাতআইনস্টাইনের ধাঁধার মতো কিছুটা।



# কিভাবে সমাধান করা যায় সেটা পরে দিয়ে দিবো। আপাতত আপনারা ট্রাই করে দেখেন পারেন কি না... সবাইই পারবেন আশা রাখি... !:#P !:#P !:#P

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

রাতুলবিডি৫ বলেছেন: মোট জাহাজ কয়টা ?

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভাই, পাঁচটা জাহাজ!!! প্রথম লাইনেই তো বোল্ড করে দিয়ে দিয়েছি... :)

২| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মুদ্‌দাকির বলেছেন:


১) নীল চিম্নি ওয়ালা ফ্রেঞ্চ জাহাজ ৫ টায় গম নিয়ে জেনেভা যাবে।

২) সবুজ চিম্নি ওয়ালা স্পেনিস জাহাজ ৭টায় ভুট্টা নিয়ে জোহান্সবার্গ যাবে।


ভাই হইলে জানান। আধাঘন্টার উপরে লাগসে, কঠিন!! :(

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভাই, আপনে মানুষডা ব্যাফুক খ্রাপ... :P এতো কথা কন ক্যালা??? ছুপ মাইরা বইয়া থাহেন... :D

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মুদ্‌দাকির বলেছেন: কেউ দেখি কথা কয় না?? !!

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

খাটাস বলেছেন: মুদদাকির ভাই আমার ও একই আসছে। কিন্তু সময় আরেকটু বেশি লাগছে।

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: দেখি কি হয়.... মুদ্‌দাকির ভাইরটা ঠিক হইছে মনে হইতেছে।

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

আরফহোস বলেছেন: মুদ্‌দাকির,আপনার প্রোফাইল পিকচার এর তারায় ছয় কোনা কেন ?

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

মুদ্‌দাকির বলেছেন: @ আরফহোস :) :)

কারন ঐটা স্টার অফ ডেভিড বা নাজমদ দাঊদ আঃ , ঐটাতে ৬ কোনাই হয় =p~

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯

মুদ্‌দাকির বলেছেন: ভাই উত্তর দেন না কেন ?? আর খেলুমনা কিন্তু !! :( :(

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভাই, একে তো ইউজ করি হলের ফ্রি ওয়াই-ফাই তার উপর আইজ একটু ঘুরতে গেছলাম আশপাশে :P উত্তর পরে কমুনে... আর আপনে তো (উত্তর) বুঝতাছেনই সব... :P :D

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২৮

বৃতি বলেছেন: ১। স্প্যানিশ জাহাজটি জোহানেসবার্গ পৌঁছাবে।
২। ফ্রেঞ্চ জাহাজে গম আছে।


ডিটেইল দিলাম-

সবচেয়ে বামে আছে ফ্রেঞ্চ জাহাজ> ৫টায় ছাড়বে>গম> জেনেভাগামী>নীল চিমনী

তারপর আছে গ্রীক জাহাজ> ৬ টায় ছাড়বে> কফি> হামবুর্গগামী> লাল চিমনী

মাঝখানে ব্রাজিলিয়ান জাহাজ> ৮টায় ছাড়বে> কোকো> ম্যানিলাগামী> কালো চিমনী

তারপর ইংলিশ জাহাজ> ৯ টায় ছাড়বে> চাল> মার্সেইগামী> সাদা চিমনী

সবচেয়ে ডানে স্প্যানিশ জাহাজ> ৭ টায় ছাড়বে>ভুট্টা> জোহানেসবার্গগামী> সবুজ চিমনী

১০| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পারি নাই আপাতত ! আবার চেষ্টা চালামু নে রাতে!
এই ধরনের পোষ্ট দিয়েন আরো। ভালা পাই!!

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হুমমম, আরো দিবো তাইলে :) :) :)

১১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

বিবেক বিবাগী বলেছেন: যারা যারা পারতেছেন না, তারা প্রথমে এই ক্লু গুলো নিয়ে শুরু করেন, গ্রিকের বামে ফ্রেঞ্চ জাহাজ, আবার ভুট্টা এক কোণায়, তার পাশে চাল। তারপর স্প্যানিশের বায়ে মার্সেই গামী, তারও বামে কোকো, এর মানে স্প্যানিশটা বেশ ডানদিকে। এরপর মিলাতে শুরু করেন। :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.