নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

সামুতে তিনটা বছর কাটিয়ে দিলামঃ নিঃসঙ্গ অভিযাত্রিক নামকরণের ইতিকথা

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

...সেই কবে শেষ এই প্রিয় প্লাটফর্মে এসেছিলাম! :( পরীক্ষার চাপ অনেক বড় চাপ। :| অনার্স ফাইনাল থাকার কারণে বেশ কিছুদিন ব্লগে লেখক হিসেবে অনুপস্থিত ছিলাম। অবশ্য এই ব্লগের একজন নিয়মিত পাঠক আমি; আবার মন্তব্যে অনিয়মিত... :( এটাতেও নিয়মিত হতে হবে এখন থেকে। ব্লগ জগতে তিন বছরে পা পড়লো। আজকের হিসেবে (৪ জানুয়ারি ২০১৫) ৩ বছর ৩ দিন। !:#P



কেন আমি নিঃসঙ্গ অভিযাত্রিকঃ

আমি যখন সামুতে একাউন্ট খুলি তখন কি নিক দেওয়া যায় ভাবছিলাম। অনেক ভেবে ঠিক করি নাম... আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। তবে আমার ঘোরাঘুরি অন্য সবার মতো না। এই কথা বলে যে আমি সাধারণ্যের প্রতি তাচ্ছিল্য করছি তা কিন্তু মোটেও না। আসলে আমি বলতে চাইছি, আমার ঘুরে বেড়ানোর স্টাইল আলাদা। আমি একা একা ঘুরি। একা একা ভ্রমণ করি। একা পথ চলি। আমার এই নিঃসঙ্গ ঘোরাঘুরি শুরু হয় ২০১০ সালের মে মাসের শেষাশেষি থেকে। প্রথমবারের মতো মহাসড়কে নামি ঢাকা থেকে পায়ে হেঁটে বন্দরনগরী চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে চট্টগ্রাম... মহাসড়ক ধরে... প্রায় ২৫০ কিমি। এই পুরোটা পথ একা একা পাড়ি দিতে সোয়া পাঁচ দিন সময় লাগে আমার। ২০১০ সালের ৩১ মে থেকে ৫ জুন- এই ছিল প্রথম এক্সপেডিশনের ব্যাপ্তিকাল। চড়াই-উৎরাই, আনন্দ-বেদনা, রোদবৃষ্টি, হাসিকান্না- এইসব নিয়েই আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে এক সময় আমি লক্ষ্যে পৌঁছাই।



প্রথম এক্সপেডিশনের সাফল্য আমাকে আরো সাহসী উদ্যোগে উৎসাহিত করে। আবার বের হই নতুন লক্ষ্যে... এবারের লক্ষ্য আরো বড়। ঢাকা থেকে বাংলাদেশের সর্বউত্তরে; অর্থাৎ সেই উত্তরের শেষ প্রান্তে যেখানে বাংলাবান্ধা জিরো পয়েন্ট অবস্থিত। ৫৩২ কিমির সুদীর্ঘ এক পথ পাড়ি দিতে ১৩ দিন সময় লাগে। সময়টা সেই ২০১০... হেমন্তের উত্তরবঙ্গ। ৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর ছিল দ্বিতীয় এক্সপেডিশনের সময়কাল।



ভার্সিটির দুই অবকাশে এই ট্যুর দুইটা দিয়েছিলাম। পরের বছর আমার জীবনে এক বড়সড় ঝড় বয়ে যায়। ২০১১ সাল ছিল আমার জন্যে এখন পর্যন্ত (হয়তো সারাজীবনের জন্যেই) সবচেয়ে ট্র্যাজেডিময় বছর। আমার সবচেয়ে প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। '১১ সালের শেষের দিকে ক্যান্সারে আম্মা মারা যান। আমি হয়ে যাই নিঃসঙ্গ এক মানুষ। আম্মাকে হারানোর শোককে শক্তি করতে অনেক টাইম লেগে যায়। জীবনে ফিরতে আবার এক্সপেডিশনে বের হই। নিঃসঙ্গতা কাটাতে সামুতে জয়েন্ট করি। শুরু করি লেখালেখি। আমার প্রথমদিকের কিছু লিখা ড্রাফ্‌ট করার কারণে এখন আর দেখায় না। প্রথম পাতায় সুযোগ পাওয়ার পরে আমি সেই লিখাগুলো রিপোস্ট করি। :P মিথ্যা বলে লাভ কি বলেন... আমি চেয়েছিলাম লিখাগুলো আরো অনেক মানুষ পড়ুক। তাই রিপোস্ট...



...এক দীর্ঘ বিরতি দিয়ে ২০১২ সালের ২১ মার্চ আবার পথে নামি আমি। লক্ষ্য একবার ৩৬০ আউলিয়াবিধৌত সিলেট। ঢাকা-সিলেট মহাসড়ক ধরে টানা ৬ দিন সময় নিয়ে ২৪০ কিমি পথ পাড়ি দিই। আল্লাহ্‌র রহমতে আগের দুইটা এক্সপেডিশনের অভিজ্ঞতায় বেশ ভালোভাবেই পৌঁছে যাই আমার কাঙ্ক্ষিত গন্তব্যে; বাসা থেকে বের হবার সময় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম সেটারই বাস্তবায়ন করতে পারি পথে নেমে। মহান স্বাধীনতা দিবসে শেষ হয় আমার পথচলা। আগের দুইটা এক্সপেডিশনের সাথে আমার এই সিলেট এক্সপেডিশনের একটা বড় পার্থক্য ছিল। কি সেটা বলতে পারবেন কেউ...? আম্মা ছিল না আমার সাথে। লক্ষ্যমাত্রা যাই হোক, আমার জিরো পয়েন্ট সবসময়ই আমার আম্মা ছিল। তাই আম্মার কবর থেকে অশ্রুভেজা চোখে শুরু করি আমার তৃতীয় এক্সপেডিশন।



আম্মা যে আমার কি ছিল তা তাঁর অনুপস্থিতিতে হাড়ে হাড়ে টের পেতে থাকি। ছন্নছাড়া এক জীবন কাটাতে থাকি আমি। আমার ছিল না দিনের ঠিক, না ছিল রাতের ঠিকানা। ঘুরে বেড়ানোর মানুষ আমি... এখানে ওখানে একা একা ঘুরে বেড়াতাম। তবে আল্লাহ্‌র কাছে অনেক শুকরিয়া, উনি আমাকে ঠিক পথে রেখেছিলেন। আম্মার সেই চোখে চোখে রাখার অনুপস্থিতিতে আমি বখে যাইনি। কেন যাইনি জানেন? কারণ সে এসেছিল। দীর্ঘ প্রেমবিহীন জীবনে প্রথমবারের মতো সে এসেছিল। বাউন্ডুলে হয়ে পড়া এই নিঃসঙ্গ অভিযাত্রিক জীবনে ফেরে আবার। নতুন আশার ভেলা বানায় সে। তারপর...



আবার পথে নামি আমি। আমার চতুর্থ এক্সপেডিশন ছিল ঢাকা থেকে সুন্দরবনবিধৌত খুলনায়। ৩৩০ কিলোমিটারের এক দীর্ঘ পথ রোদবৃষ্টি মাথায় নিয়ে পাড়ি দিতে সাড়ে আট দিন সময় লাগে। আমার আগের তিনটা এক্সপেডিশন ১০০% পায়ে হেঁটে ছিল। কিন্তু খুলনা এক্সপেডিশন সেরকম হয়নি। আসলে বলা উচিৎ, হতে পারেনি। আরিচা দিয়ে রাজবাড়ি জেলায় ঢুকতে আমার ফেরি পার হতে হয়। মন খারাপ করে অনন্যোপায় হয়ে সেই ৫ কিলোমিটার পথ পাড়ি দিই। সেদিনের মেঘাচ্ছন্ন দিন যেন আমার মনেরই প্রতিচ্ছবি হয়ে ছিল। :((:((:((



আর পথে নামা হয়নি। ইচ্ছা ছিল হিল এক্সপেডিশন দিবো। বাংলাদেশের সুউচ্চ তিনটা পাহাড়ে উঠবো। কিন্তু আমার একাকী পথচলায় বাধ সেধে বসে বাংলাদেশ সেনাবাহিনী। তারা আমাকে একা এপথে যেতে দিবে না। :| /:) :(( আর তাই আজও পাহাড়ে যাওয়া হয়ে উঠেনি আমার। :((



নিঃসঙ্গতা ভালো আবার ভালো না। সঠিকভাবে নিঃসঙ্গতাকে উপভোগ করতে পারা একটা বড় অর্জন। কিন্তু স্থিতিশীল জীবন যথার্থ নিঃসঙ্গতার জন্যে হানিকর। নিঃসঙ্গতার মতো অতি পানসে অবস্থাও মধুময় হয়ে ওঠে যখন আপনি হয়ে উঠবেন একজন অভিযাত্রিক। অজানার নেশায় ছুটে যাবেন মৃত্যুভয়ে সংকুচিত না হয়ে, অজানা গন্তব্যে পাড়ি জমাবেন পিছুটানমুক্ত হয়ে। অজানায় তখন দেখা মিলবে অজানার। Never lose hope...., Never Stop Expedition.... যদি এই আপ্তবাক্যটি মন-মনন-কায়ায় ইন্সটল করতে পারেন তাহলেই হওয়া সম্ভব নিঃসঙ্গ হয়েও অভিযাত্রিক তথা নিঃসঙ্গ অভিযাত্রিক...



পরিশেষেঃ ঠিক করেছি, এই ভ্রমণকাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের এই লিখাটা তার উপক্রমণিকা। প্রথমে ছয় পর্বে লিখবো আমার চট্টগ্রাম এক্সপেডিশনের কাহিনী। বেঁচে থাকলে কাল দিবো প্রথম কিস্তি। বাকিগুলোও একে একে লিখে ফেলবো, ইন শা আল্লাহ্‌। সবাই সাথে থাকবেন আশা রাখি... :)

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

আরমিন বলেছেন: শুভকামনা আপনার জন্য !

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P এবং একই রকম শুভকামনা আপনার প্রতিও থাকলো সতত... :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

হাসিনুল ইসলাম বলেছেন: সোয়া পাঁচ দিনে ২৫০ কিমি অর্থাৎ দিনে ৪৮ কিমি অর্থাৎ প্রতিদিন ১২ ঘন্টা হাঁটলে ঘন্টায় ৪ কিমি। তাই কি? আমি ঘন্টায় ৪ কিমি হাঁটতে পারলেও, এক দিনে অতখানি পারবো বলে মনে হয় না। ক্লান্তি কেমন আসে? তখনকার অনুভূতি কেমন? বলবেন? রাতে কি হোটেলে থাকতেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হুম, তাই... আপনাকে আমার যাত্রাবিরতির স্থানগুলো বলি, তাইলে কিছুটা আঁচ করতে পারবেন।

প্রথম রাত ছিলাম কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে,
দ্বিতীয় রাত কুমিল্লার বিশ্বরোড পদুয়ার বাজারে,
তৃতীয় রাত কুমিল্লার শেষপ্রান্তে, চৌদ্দগ্রামের কাইছুটিতে,
চতুর্থ রাত চট্টগ্রামের মস্তাননগরে (বিস্তারিত বর্ণনা মনে নেই, ক্রনিকল দেখতে হবে :( )
পঞ্চম রাত চট্টগ্রামের কুমিরায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি
আর ষষ্ঠদিন তো গন্তব্যেই পৌঁছে যাই।

আপনার বাকি সব প্রশ্নের উত্তর আমার গল্পেই পাবেন, আশা রাখি। :)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভ্রমণকাহিনীতে আরো জানতে পারবেন আশা রাখি :)

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

ইমিনা বলেছেন: ইস, আপনার এই "নিঃসঙ্গ অভিযাত্রিক" নিকের রহস্যটা যদি আগেই জানতে পারতাম তবে আমার একটা প্রাসঙ্গিক পোস্টে তা অন্তর্ভূক্ত করে দিতে পারতাম।

থাক গা, এবার আমরা নিয়মিত ভাবেই আপনার লেখা চাই। অনেক ভালো থাকবেন। শুভকামনা।।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: তাইলে তো পোস্টটা আগে না দিয়ে ভুলই করেছি। :(

নিয়মিত লিখবো এখন থেকে... আশা রাখি। আপাতত পরীক্ষার পেরা তো গ্যাছে... :D :) :D

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

ইয়ার শরীফ বলেছেন: শুভকামনা ।
আপনার মত আরেক ভাই ছিলেন রেললাইন দিয়ে হেটে দূর দুরান্তে যেতেন।

আশা করি আপনার লেখাগুলো অনেক ভালো লাগবে।
অগ্রিম ধন্যবাদ।
ভালো থাকবেন

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হুম, আমি কামাল ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্ত :)

ধন্যবাদ :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

আবু শাকিল বলেছেন: অনেক কিছু জানা গেল।
শুভ কামনা আপনার জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

:D

বর্ষপূর্তির শুভেচ্ছা রইল ।

অনেক ভালো থাকুন ।।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




তৃতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন! :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

মাহবু১৫৪ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০০

প্রবাসী পাঠক বলেছেন: আপনার ভ্রমন কাহিনী শুনে অবাক হলাম। শুভ কামনা রইল।

বর্ষপূর্তির শুভেচ্ছা।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :) অচিরেই শেয়ার করবো আপনাদের সাথে... :D

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: নিঃসঙ্গ অভিযাত্রিক হওয়ার ইতিকতা জানলাম। আপনার মতো আমিও মাঝে মাঝে নিঃসঙ্গতা উপভোগ করি। আপনার মাতৃবিয়োগের ঘটনা জীবনকে নূতন ভাবে উপলব্ধি করতে শিখিয়েছে নিশ্চয়ই। আল্লাহ্‌ আপনার মাকে বেহেস্ত নসীব করুন। আমীন।
আপনার তিনটি এক্সপেডিশনের কথা শুনে আশ্চর্য হলাম। একা একা দীর্ঘ পথ পারি দিয়েছেন। প্রথম দুটোতে মা জীবিত ছিল মানে আলাদা একটা ভরসা ছিল। কিন্তু তৃতীয়টা আপনি পুরোই একা ছিলেন।
এক্সপেডিশনের কাহিনী সম্বলিত পোস্টের অপেক্ষায় রইলাম। সাথে আপনাকে অনুসরণেও নিলাম, যাতে পোস্ট খুঁজে পেতে কষ্ট না হয়। হিল এক্সপেডিশনের ব্যাপারটা আপনা দলীয় ভাবে সেরে নিতে পারেন। সব সময়ই যে নিঃসঙ্গ থাকতে হবে, তা কিন্তু নয়। প্রয়োজনে সঙ্গ নিলে দোষ কোথায়?
তৃতীয় বৎসর পূর্তি উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নিয়মিত উপস্থিতি এবার আমরা আশা করতেই পারি। নিরন্তর শুভ কামনা রইলো নিঃসঙ্গ অভিযাত্রিক।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: তৃতীয় ও চতুর্থ- দুটো এক্সপেডিশনই আমাকে আম্মাকে ছাড়া দিতে হয়। :(

সব সময়ই যে নিঃসঙ্গ থাকতে হবে, তা কিন্তু নয়। প্রয়োজনে সঙ্গ নিলে দোষ কোথায়? সেই রকম সঙ্গী পাই না, ভাই... :(

আপনাকে অসংখ্য ধন্যবাদ :)

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বর্ষপূর্তির অভিনন্দর রইল। :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

অপূর্ণ রায়হান বলেছেন: ৩ বছর পূর্তিতে অভিনন্দন ভ্রাতা !:#P !:#P

ভ্রমণ সিরিজের অপেক্ষায় থাকলাম ।


অনেক শুভকামনা :)

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭

আমি তুমি আমরা বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা :)

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার স্মৃতিচারন । তিন বছর ফুর্তির শুভেচ্ছা ।

আপনার পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেওয়ার কাহিনীগুলো শোনার ব্যপক আগ্রহ লাগলো । অপেক্ষায় রইলাম ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P


অবশ্যই পড়বেন; আশা করি আমার কাঁচা হাতের লিখা আপনাদের ভালোই লাগবে... :)

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

খাটাস বলেছেন: তৃতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন ভাই। !:#P

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ !:#P !:#P !:#P

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ.... হিংসা আপনাকে, অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল সাথে। সোজা অনুসরনে :)

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া।:)

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

তুষার কাব্য বলেছেন: অসাধারণ অভিজ্ঞতার গল্প আপনার ।"নিঃসঙ্গ অভিযাত্রিক" নিকের পেছনের গল্প'ও জানা হলো । একা একা মোটামুটি বেশ কয়েকটা বিভাগে আপনি হাইকিং করে বেড়িয়েছেন যা নিঃসন্দেহে দুঃসাহসের কাজ ।একদিক দিয়ে আপনার সাথে বেশ মিল আছে আমার । আমিও একা একাই ঘুরে বেড়াই দেশ বিদেশে।তবে আমার শুরু টা আরো অনেক আগে ।সেই ২০০১ সাল থেকে চলছে আমার নিঃসঙ্গ অভিযাত্রা ।প্রত্যাশা থাকলো কোনো এক অভিযানে হয়ত আপনার সাথে দেখা হয়ে যাবে আমার :)

অনেক শুভকামনা জানবেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: এক কথায় বলতে গেলে, আপনাকে অনুসরণে রাখতে হবে। দাঁড়ান, রেখে আসি... :) :) :)

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিন পর পেলাম আপনার এই পোস্টের সন্ধান, যাহোক অনেক ভাল লাগলো নিকের পিছনের কথা জেনে। আপনার আম্মার জন্য অনেক, অনেক দোয়া।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। শুভ কামনা রইল আগামী দিনের অভিযানে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.