নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

The Beast: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গাড়ি

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিতে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সারা বিশ্বের নজর এখন ভারতে। কি হয়, কি কয়, কে কি লয় ইত্যাদি ইত্যাদি... :P আসেন, এইসব দিকে নজর না দিয়ে মার্কিন প্রেসিডেন্টের গাড়িখানার দিকে নজর দিই... :)


বর্তমান মডেলঃ ২০০৯ প্রেসিডেন্সিয়াল লিমুজিন
প্রস্তুতকারী প্রতিষ্ঠানঃ জেনারেল মোটরস (GM)
নামঃ ক্যাডিলাক ওয়ান, দ্য বিস্ট
ডিজাইনারঃ ক্যাডিলাক
তৈরির সালঃ ২০০৯

পাশ থেকে দ্য বিস্ট

এক নজরে ক্যাডিলাক ওয়ান ওরফে দ্য বিস্ট


মূল কাঠামোঃ টাইটেনিয়াম, সিরামিক, স্টীল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি।

দরজাঃ আট ইঞ্চি পুরু একেকটি দরজার ওজন (মানে ভর আর কি :P) একটি বোয়িং ৭৫৭ জেট বিমানের কেবিনের দরজার ওজনের সমান। এর দরজা অনুমোদিত সিক্রেট সার্ভিসের অফিসার, ওবামার স্ত্রী ও কন্যাদ্বয় ছাড়া আর কেউ খুলতে পারবে না। ওভাবেই এর দরজার মেকানিজম সেট করা হয়েছে।


জানালাঃ প্রতিটি জানালা ৫ ইঞ্চি পুরু এবং কমপক্ষে পাঁচটি স্তর আছে।


আসন ব্যবস্থাঃ এই গাড়িতে প্রেসিডেন্টসহ সাতজন বসতে পারে। তিনজন তো মোটামুটি ফিক্সডই... অর্থাৎ ড্রাইভার মানে শোফার, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের লিডার আর প্রেসিডেন্ট নিজে। এছাড়া আরো চারটা আসন আছে। এই চারটার মধ্যে তিনটা প্রেসিডেন্টের আসনের মুখোমুখি; এগুলোকে আবার ভাঁজ করে রাখা যায়। আর বাকি একটা প্রেসিডেন্ট যেখানে বসে থাকেন তার পাশে একটা ফোল্ডিং ডেস্ক দ্বারা পৃথক করা।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন

প্রেসিডেন্টের আসনে আছে একটি স্যাটেলাইট টেলিফোন। এছাড়া রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগনের সাথে সরাসরি যুক্ত ফোন লাইন।

চাকাঃ তারাও সেই মাত্রায় সেইরাম!!! Goodyear ব্র্যান্ডের এই টায়ারগুলো ফ্ল্যাট টাইপ; অর্থাৎ এগুলো পাঙ্কচার হবার সম্ভাবনা বলা হয় একেবারে শূন্যের কাছে। এছাড়া এই গাড়ির টায়ারগুলো কেভলার নামক হাই টেনসাইল এক ধরণের বিশেষ কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি যেগুলো একেবারেই ক্ষয়প্রাপ্ত হয় না। হঠাৎ কোথাও ছিঁড়ে গেলে নাকি নিজে থেকেই ক্ষয়পূরণে সক্ষম এরা!!! :| শেষের কথাটা অনেকের কাছেই (আমার মতো) অবিশ্বাসযোগ্য হতে পারে। কিন্তু এটা সত্য যে, কোন ভাবে যদি টায়ার ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়ও, তারপরও ক্যাডিলাক ওয়ান নিরাপদ স্থানে যেতে পারবে। কারণ টায়ারের ঠিক নীচে আছে ষ্টীলের এক ধরণের রিম।

ট্রাঙ্ক (boot/hatch): মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী গাড়ির পেছনের হ্যাচে আছে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা; এবং একই সাথে আছে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ সিস্টেম।

ফুয়েল ট্যাঙ্কঃ এটি আর্মার প্লেটেড এবং এতে আছে এক বিশেষ ধরণের ফোম যেটি যেকোনো প্রকারের বিস্ফোরণরোধে কাজ করে।

ইঞ্জিনের জ্বালানীঃ প্রধানত ডিজেল। এটি বেছে নেওয়ার কারণ এর কম উদ্বায়িতা যা বিস্ফোরণের ঝুঁকি কমায়। আরেকটি কারণ বিশ্বব্যাপী সহজপ্রাপ্যতা।

চালকঃ সিক্রেট সার্ভিসের অফিসাররাই ক্যাডিলাক ওয়ানের চালক হয়। তবে তাদের স্পেশালাইসড প্রশিক্ষণ নিতে হয়। এই গাড়ির চালকদের J-turn এর উপর পারদর্শী হতে হয়। এই টার্নিং নেওয়া খুবইই কঠিন। গাড়িকে ব্যাক গিয়ারে চলন্ত অবস্থায় পুরো ১৮০ ডিগ্রি কোণে ঘুরিয়ে সামনে এগিয়ে যাওয়াই J-turn... আমার মতোই পুরোপুরি বোঝেন নাই তাই না? এই ছোট্ট ভিডিওটা দেখতে পারেন :D

কই থেকে কই চলে গেলাম! এছাড়াও শোফারকে (অভিজাত গাড়ির চালক) অন্যান্য বিভিন্ন কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।

চালকের কম্পার্টমেন্টঃ স্টিয়ারিং হুইলের কথা আর নাই বললাম। এই গাড়ির ড্যাশ বোর্ডে আছে বিশ্বব্যাপী যোগাযোগের ব্যবস্থা এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম।

অন্যান্যঃ এই গাড়ির সামনে আছে বাম্পার মাউন্টেড নাইট ভিশন ক্যামেরা যা রাতের বেলায় নিকষ আঁধারেও চলতে সাহায্য করবে... আছে ইনফ্রারেড ভিডিও সিস্টেম যার মাধ্যমে চালক ধোঁয়ার ভিতর দিয়েও সহজে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে। আরো আছে রেমিংটন পাম্প-অ্যাকশন শটগান, টিয়ার গ্যাস ক্যানিস্টার; এমনকি ধারণাপ্রসূত অসমর্থিত উৎসমতে, কেউ কেউ গ্রেনেড লঞ্চার আছে বলেও মনে করেন। White House Down মুভিতেও কিন্তু আমরা গ্রেনেড লঞ্চার দেখেছি। :P এছাড়া বাইরের শব্দ কোনোভাবেই গাড়ির ভিতর প্রবেশ করে না। এটি প্রায় সব ধরণের রাসায়নিক ও জীবাণু আক্রমণ থেকে মুক্ত। এর নিচের অংশ স্টীল দিয়ে তৈরি যা বোমা হামলা প্রতিরোধক্ষম। এই গাড়িতে প্রেসিডেন্টের জন্য জরুরী সময়ে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনীয় রক্ত সংরক্ষণ করে রাখা আছে।

পতাকাঃ দেশের ভিতরে যখন মার্কিন প্রেসিডেন্ট কোথাও যান তখন তার গাড়িতে আমেরিকা ও প্রেসিডেন্সিয়াল পতাকা থাকে। কিন্তু বৈদেশিক সফরে প্রেসিডেন্সিয়াল পতাকার বদলে সফররত দেশের পতাকা থাকে।

ভারতে মার্কিন প্রেসিডেন্টের গাড়ি

রাতের বেলায় এই পতাকাগুলো লেড (LED) এর সাহায্যে জাজ্বল্যমান থাকে। আর বিদেশের মাটিতে প্রেসিডেন্টের এই দানব গাড়িটিকে বহন করে নিয়ে যায় Boeing C-17 Globemaster III নামের সামরিক পরিবহন বিমান।


সংক্ষেপে ক্যাডিলাক ওয়ানঃ
এটি ৮০০০ সিসির গাড়ি
মূল্যমানঃ ১.৫ মিলিয়ন ডলার
দৈর্ঘ্যঃ ১৮ ফুট
উচ্চতাঃ ফুট ১০ ইঞ্চি
ভরঃ টন (মতান্তরে ১০ টন)
ইঞ্জিনঃ ৬.৫ লিটার ডিজেল ইঞ্জিন। ধারণা করা হয়, এটিতে জেনারেল মোটরসের Duramax ব্র্যান্ডের ইঞ্জিন রয়েছে।
ফুয়েল ইফিসিয়েন্সিঃ প্রতি ইউএস গ্যালনে মাইল
সর্বোচ্চ গতিঃ ঘণ্টাপ্রতি ৬০ মাইল
০ থেকে ৬০ মাইল/ঘণ্টায় পৌঁছতেঃ মাত্র ১৫ সেকেন্ড

অ্যানিমেটেড ভিডিওচিত্রে ক্যাডিলাক ওয়ান



তথ্যসূত্র, ভিডিওসূত্র ও ছবিসূত্রঃ ইন্টারনেট ছাড়া আর কোথা থেকে বলেন! /:)

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

মাঘের নীল আকাশ বলেছেন: অনেককিছু জানলাম...মজাও পাইলাম

কিন্তু, আমার কথা হইলো...এইরাম সব প্রযুক্তিই কইলাম মালয়শিয়ার নিখোঁজ বিমানে আসিলো...তারপরেও.... ;) ;)

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ :)

মালয়শিয়ার বিমান তো আকাশে আছিলো... ওবামার দ্য বিস্টের লাহান মাটিত থাকলে হয়তো গায়েব হইতো না... :P ;)

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

যোগী বলেছেন:
ওবামা বড়ই সুখে আছে

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অথবা কইবার পারেন, ওবামা বড়ই সুখে আছে গাড়ির মইধ্যে... B-) B-) B-)

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাইরে পুরা পোষ্টই পড়ছি

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনার কথা ঠিকমতো বুঝলাম না। আসলে আমার বুদ্ধিশুদ্ধি একটু কম তো তাই হয়তো... :( :((

আসলে কাল দেখলাম সবাই ওবামার গাড়ি নিয়া আর্টিকেল লিখতেছে। পড়তে পড়তে দেখলাম, এটা এই আর্টিকেলে আছে তো ঐটা নাই। তাই সব একসাথে কইরা একটা পোস্ট আকারে লিখে ফেললাম। এখানের সব তথ্যই এখান থেকে ওখান থেকে নেওয়া। আমার নিজের তো আর ঐ গাড়ির কাছে যাওয়ার উপায় নাই... :(( :(( :(( তাই ইন্টারনেটই ভরসা। :D :D :D

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই আমিও বুঝি নাই, গাড়ীর যে বর্ননা আপনার পোষ্টে মাধ্যমে জানতে পারলাম তার পরে কি মাথা ঠিক থাকে ?



আমারদের ভরসা তো আল্লার দেয়া দু্ইটা পা, তাই না ?

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমারও মাথামুথা ঠিক ছিল না যখন এই গাড়িখানার বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। কতগুলো তো আমার কাছে রীতিমত অবিশ্বাস্য মনে হইছে... :| :| :|

আমারদের ভরসা তো আল্লার দেয়া দু্ইটা পা, তাই না ? একদম সত্য কথা। :) :) :)

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

ক্ষুদ্র খাদেম বলেছেন: :-B :-B :-B গাড়িতে চড়মু বাই B-)) B-))

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমিও তো চইড়বার চাই ;) কিন্তু বারাক আঙ্কেলে তো রাজি হইবো না :(( :(( :((

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিস্ট সম্পর্কে দারুন তথ্যগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গাড়ির নাম যথার্থ হয়েছে, আমেরিকানরা পারেও বটে !! সাবেক প্রেসিেডেন্ট
জর্জ বুশ যার অর্থ জঙ্গল !! হা হা হা

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ !:#P

আসলেই, আমেরিকানরা পারেও বটে ...

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

ভিটামিন সি বলেছেন: সিলডে জাফর কাকুরে অর্ডার হরমু আমারে একখান এরুম গাড়ি বানাইয়া দেওনের লাইগ্যা। কাকু পোলাপাইন লইয়া কামে লাইগ্যা যাইব গা।

আইচ্ছা, এই গাড়ি যদি আমি ওবামা সমেত ক্রেনে উঠায়া নিয়া বঙ্গোপসাগরে ফালায়া দিয়া ৪ ঘন্টা পানির নিচে চাইপ্যা ধইরা রাখি তাইলে কি হইব?

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হা হা হা, ভালোই বলছেন। :D

কেরেন দিয়া উঠায়া পানিত চাইপ্যা লাভ হইবো না মনে কয়। গারিত তো খাইদ্য খাবার, অক্সিজেন আর বেলাড রাহাই আছে। তয় এই চাইর ঘণ্টা সময়ে বারেক মামুর টয়লেট পাইলে কি করবো হেয় হেইডা আমি কইবার পারুম না, কইলাম... :P :P :P

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: সেইরাম ব্যাপক...

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





বিশাল আয়োজন....
ব্যাপক অনুসন্ধান।

লেখককে ধন্যবাদ.......... :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ !:#P !:#P !:#P

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

প্রজাপি২০১৪ বলেছেন: এত নিরাপত্তা থাকার পরেউ প‌্যারেড গ্রাউন্ডে নাকি কুত্তা ঢুকছিল.....এইবার ঠেলা সামলা....

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: কথায় আছে না... ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা :D
এখন এইখানে বলতে হবে, কিচ্ছু চাই না মোদী, কুত্তা সামলা :P :P :P

কুত্তাটার মনে হয় কমান্ডো ট্রেনিং ছিল। :P =p~ ;)

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১

রাতুল_শাহ বলেছেন: ভালো..................

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: :) :) :)

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: অনেক কিছু জানলাম ক্যাডিলাম-১ সম্বন্ধে। ধন্যবাদ আপনাকে।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ... !:#P !:#P !:#P

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

একজন দেখে আফসুস করে বলল- পরের জন্মে আম্রিকার প্রসিডেন্ট হইতে চাই!

আমি বল্লাম.. ততদিন আম্রিকা যদি আফ্রিকার জঙ্গল হইয়ে যায়.. তব্দা খাইয়া চুপসা গেল ;)

++

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমি কিন্তু সিক্রেট সার্ভিসের ঐ ড্রাইভারটা হতে চাইতাম... :) :) :)

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: বড় লোকের বিরাট কারবার। মাথা পুরাই আউলাইয়া গেলো। বিস্টতো আসলেই একটা বিস্ট। চমৎকার তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ নিঃসঙ্গ অভিযাত্রিক।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আসলেই একটা সেই টাইপ গাড়ি এই দ্য বিস্ট। আমার তো কিছু কিছু বৈশিষ্ট্যের কথা পড়ে বিশ্বাসই হতে চায় নাই। এর যে ভার আর আমাদের যে ফাঁকিবাজি করে বানানো রাস্তা, তাতে করে বাংলাদেশে বিস্ট আসলে ভরের চোটে মাটিতে দেবে যেতে পারে কোথাও কোথাও।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

চিরতার রস বলেছেন: চরম পোস্ট। এই গাড়ি নিয়া একটা ডকুমেন্টারি দেখছিলাম আগে।

২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ ☺☺☺

ডকুমেন্টারিটা কি ডিসকভারি চ্যানেলে দেখিয়েছিল?

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সেই অবস্থা !

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: একদম...

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

ময়ূখ কিরীটি বলেছেন: বিস্ট সম্বন্ধে আগেও কিছুটা জানতাম....আপনার পোষ্টটা সবকিছুর কালেকশন হিসেবে দারুন হয়েছে।
একটা জিনিস উল্লেখ করেন নাই সেটা হল- বিস্ট কিন্তু যেকোন রকেট লঞ্চার কিংবা মিসাইল হামলায়ও টিকে থাকতে সক্ষম- অর্থাৎ POTUS - President Of The United States (Vantage Point মুভিতে বলছিল :D) জীবিত থাকবেন....এটা ভিড়বাট্টা এড়াতে নিজে থেকেও নাকি কাঁদানে গ্যাস ছাড়তে সক্ষম!!
যে যাই বলুক- আম্রিকার প্রেসিডেন্ট আর তার গাড়ির মিথগুলা পড়তে ও পড়াতে রোমাঞ্চ ফিল হয়....বেঁচে থাকুক মিথ :P

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: একটা জিনিস উল্লেখ করেন নাই সেটা হল- বিস্ট কিন্তু যেকোন রকেট লঞ্চার কিংবা মিসাইল হামলায়ও টিকে থাকতে সক্ষম- অর্থাৎ POTUS - President Of The United States জীবিত থাকবেন - আমি মনে হয় লিখেছি... দাঁড়ান খুঁজে দেখি... "এমনকি ধারণাপ্রসূত অসমর্থিত উৎসমতে, কেউ কেউ গ্রেনেড লঞ্চার আছে বলেও মনে করেন। White House Down মুভিতেও কিন্তু আমরা গ্রেনেড লঞ্চার দেখেছি।" ওহ, আপনি বলছেন রকেট লঞ্চার আর আমি গ্রেনেড... :)

... আর কিছু কিছু আসলেই আমার কাছেও মিথ বলে মনে হয়েছে।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম
অনেক কিছু জানা হলো

++++
ধন্যবাদ আপনাকে

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ... !:#P !:#P !:#P

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

পার্থ তালুকদার বলেছেন: আহারে , আমার একটা থাকত যদি :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমারও একই রকম অবস্থা ভাই... :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.