নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

নৈশ শিকারী

আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নৈশ শিকারী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে দামী ও শ্রেষ্ঠ ১০টি হীরা !!!

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:৪৯


পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যার হীরার প্রতি আগ্রহ নাই, সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত এই হীরের সাথে জড়িয়ে আছে বিভিন্ন ইতিহাস। যেকোন হীরাই খুব দূর্লভ তাই মূল্যও অনেক বেশি। আপনাদের আগ্রহকে আরকেটু বাড়িয়ে দিতে বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০টি হীরার খবর নিয়ে এসেছি আপনাদের কাছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত এই হীরাগুলো এখন শোভা পাচ্ছে বিখ্যাত সব জাদুঘর এমনকি রাজা রাণীদের মুকুটেও।

১০. দ্যা আলনাট ডায়মন্ডঃ

এই হীরাটির মূল্য প্রায় ৩০ লক্ষ ডলার। এটি ১০১.২৯ ক্যারটের, যা প্রায় ২০.২৫৮ গ্রাম। উজ্জ্বল হলুদ বর্ণের এই হীরাটির নাম রাখা হয়েছে এর মালিক মেজর আলফ্রেড আর্নেস্ট আলনাট এর নামে, যিনি একজন যোদ্ধা এবং খেলোয়ার ছিলেন।

৯. দ্যা মোসাইফ রেড ডায়মন্ডঃ

এই হীরাটির মূল্য ৭০ লক্ষ ডলার। এটি ১৩.৯ ক্যারটের এবং ২.৭৮ গ্রাম। এটি অন্যান্য বিখ্যাত হীরার চেয়ে আকারে ছোট হলেও লাল বর্ণের হীরকের মধ্যে সবচেয়ে বড়।

৮. দ্যা হার্ট অব এটার্নিটিঃ

হার্টের আকৃতির এই হীরাটির মূল্য ১ কোটি ৬০ লক্ষ ডলার এবং ৫.৫২৮ গ্রাম। খুবই দূর্লভ নীল বর্ণের এই হীরাটি পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডায়ামন্ড খনি থেকে।

৭. হুইটেলব্যাচ ডায়মন্ডঃ

৩৫.৫৬ ক্যারটের আকাশী বর্ণের এই হীরাটির মূল্য ১ কোটি ৬৪ লক্ষ ডলার। এর বৈশিষ্ট হলো এতে রয়েছে ১৬টি ধার।

৬. দ্যা স্টেইনমেটজ পিংকঃ

২ কোটি ৫০ লক্ষ ডলার সমমূল্যের এই হীরাটির ওজন ৫৯.৬০ ক্যারট। আকর্ষনীয় গোলাপী বর্ণের হীরাটি ২৯ মে, ২০০৩ এ মোনাকোতে রাখা হয়।

৫. ডে বিয়ারস সেন্টেনারি ডায়মন্ডঃ

শত কোটি ডলার মূল্যের ২৭৩.৮৫ ক্যারটের এই হীরাটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং সর্ববৃহৎ বর্ণহীন হীরা।

৪. দ্যা হোপ ডায়মন্ডঃ

এই হীরাটির মূল্য ৩৫০ কোটি ডলার এবং ৪৫.৫২ ক্যারট ওজন। নীলাভ বেগুনী বর্ণের এই হীরাটি অভিশপ্ত বলে বিখ্যাত।

৩. দ্যা কিউলিনানঃ

দামের দিক থেকে বিশ্বে তৃতীয় হীরা এটি যার মূল্য প্রায় ৪০০ কোটি ডলার। ৩১০৬.৭৫ ক্যারটের এই হীরাটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ।

২. দ্যা স্যানকি ডায়মন্ডঃ
হালকা হলুদাভ বর্ণের ৫৫.২৩ ক্যারটের এই হীরাটি অমূল্য। এটি ভারতের মুঘলদের প্রিয় একটি হীরা ছিল।

১. কোহিনূরঃ

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং অমূল্য এই হীরাটির নাম হয়তো আপনারা সবাই জানেন। কোহিনূর নামের ১০৫ ক্যারটের এই হীরাটি আমাদের উপমহাদেশের গর্ব। যদিও এখন এটি বৃটেনের রাণী এলিজাবেথ এর মুকুটে শোভা পাচ্ছে। এটি বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বিশুদ্ধ হীরা।

অবশেষে, পোস্টটি পড়ার জন্য সকলের প্রতি হীরক খচিত ধন্যবাদ ও শুভেচছা রইলো, সকলে সুস্থ থাকুন এই প্রত্যাশা রইলো।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:১৩

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, এবার হীরার খনি সন্মন্ধে একটু ধারনা দেন।

২| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:১৫

নৈশ শিকারী বলেছেন: হা হা :-D অপেক্ষা করেন ভাই, পেয়ে যাবেন খুব তারাতারি, ইনশাআল্লাহ। :-)

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: এই হীরাটির মূল্য ৩৫০ কোটি ডলার এবং ৪৫.৫২ ক্যারট ওজন। নীলাভ বেগুনী বর্ণের এই হীরাটি অভিশপ্ত বলে বিখ্যাত।
- পৃথিবীতে অনেক বড় বড় ব্যাপার আছে যাতে অভিশপ্ত দাগ লেগে আছে, আর হীরাতে তো শত শত বছরের লাখো সৈনিক আর শত শত বীরের কাহীনি দিয়ে মোড়া ।

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

নৈশ শিকারী বলেছেন: হুমম, সৃষ্টির প্রাক কাল থেকেই পৃথিবির মধ্যে বিভিন্ন রহস্যের জন্ম হয়েছে, আর সব রহস্যই কিন্তু আজগুবি না, হোপ ডায়মন্ডের রহস্যটাও অনেকটা তেমন।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বাদশাহ বাবর ও পুত্র সম্রাট হুমায়ুন এর জীবনীতে অসংখ্যবার কোহীনুর হীরার কথা আছে ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

মনিরা সুলতানা বলেছেন: দ্যা হোপ ডায়মন্ড ভাল্লাগছে :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

নৈশ শিকারী বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.