নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্ব থাকেনা; তাই জীবনের এই যুদ্ধ ক্ষেত্রে সাহসীকতার সাথে লড়াই করার মাঝেই জীবনের প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে, আর ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কাজ করে।

নৈশ শিকারী

আমার এই জন্মভূমিকে খুব ভালোবাসি আর এমন দেশের স্বপ্ন দেখি যে দেশে দারিদ্র্যতা, ক্ষুধা আর পথশিশু থাকবেনা। আর এই প্রকল্প বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নৈশ শিকারী › বিস্তারিত পোস্টঃ

কষ্ট

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৬


জন্মটাই যার জন্য আজন্ম পাপ,
বেঁচে থাকাটা তার কাছে সবচেয়ে বড় অভিশাপ।

অবহেলা যার প্রতিমুহূর্তের সাথী,
দুঃখের সাথে খেলা করাটা তার নিত্য চড়ুইভাতি।

সুখ পাখির আশায় যে রঙিন স্বপ্নে বিভোর,
দুঃখ আলিঙ্গনে শুরু হয় তার প্রতিটি ভোর।

পরাজয়ের গ্লানি যার ঝরে প্রতি শ্বাসে,
বেঁচে থাকার শেষ আশা টুকুও তাকে তাচ্ছিল্য করে হাসে।

লুকানো অশ্রুই যার প্রিয় সখা; কষ্ট ছাড়েনা পিছু!
জীবনের কাছে পাওয়া দূরে থাক; তার হারাবারও নেই কিছু।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৩

নৈশ শিকারী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: কষ্ট শেষে নিশ্চয় একদিন সুখ আসবে।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৪

নৈশ শিকারী বলেছেন: ইনশাআল্লাহ সেই আশাই রাখি, জাজাকাল্লাহ খাইরান।

৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: !:#P সুন্দর হয়েছে। ভালো থাকুন।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

নৈশ শিকারী বলেছেন: অনেক ধন্যবাদ, স্রষ্টার ইচ্ছায় আপনিও ভাল থাকুন!

৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১

তারেক_মাহমুদ বলেছেন: সুখ দুঃখ কষ্ট মিলেই জীবন।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

নৈশ শিকারী বলেছেন: সঠিক বলেছেন ভাই, জাজাকাল্লাহ খাইরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.