নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেটা নই যেটা আপনি ভাবছেন..!! আমি সেটাই যেটা আপনি ভাবছেন না.!! আমাকে ভাবা যায় না..!! বুঝতে হয়.!!

আর. এন. রাজু

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

আর. এন. রাজু › বিস্তারিত পোস্টঃ

জীবনে চলার পথে কিছু দরকারী কথা পড়ুন এবং সেগুলো মনে রাখুন।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৪

জীবনের শেষ প্রান্তে হযরত লোকমান
তার ছেলেকে লক্ষ্য করে যে উপদেশ
দিয়েছিলেন তা নিম্নরূপঃ-


১/ বৎস আল্লাহর সান্নিধ্য
অবলম্বন করবে ।
২/ অন্যকে উপদেশ
দেওয়ারআগে নিজে আমল করার
চেষ্টা কর ।
৩/ নিজের মান
মর্যাদা বজায়রেখে কথা বলবে ।
৪/ ভাল মানুষ রূপে বিবেচিত
হওয়ারচেষ্টা করবে ।
৫/ স্বীয় অধিকারের
প্রতি সচেতনথাকবে।
৬/ গোপন তথ্য কারো নিকট
প্রকাশকরবে না ।
৭/ বিপদে বন্ধুর পরীক্ষা নিবে ।
৮/ বন্ধুদের ভাল মন্দ উভয়টাই
পরীক্ষা করবে ।
১০/ বিচক্ষণ
এবং জ্ঞানী ব্যক্তিদেরসাথে বন্ধুত্ব
করবে ।
১১/ ভালকাজে পুণঃপুণঃ অংশ গ্রহণ
করবে ।
১২/ নিজের কথা প্রমাণকরে দিবে ।১৩/
বন্ধুদের সাধ্যমত ভালবাসবে ।১৪/ শত্রু
মিত্র সকলের
সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে ।
১৫/ মাতা পিতাকে সর্বাধিক
সম্মানকরবে ।
১৬/ শিষ্যকে সর্বাধিক মর্যাদার
দৃষ্টিতে দেখবে ।
১৭/ আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয়করবে ।
১৮/ প্রত্যেককাজে মধ্যপন্হা অবলম্বনকরবে ।
১৯/ কথা বলার সময় মুখ আয়ত্বের
মধ্যে রাখবে ।
২০/ বীরত্ব কে নীতি হিসাবে গ্রহণ
করবে ।
২১/ শরীর এবং পোষাক পরিস্কার
পরিচ্ছন্ন রাখবে ।
২২/ ঐক্যবদ্ধ হয়ে থাকবে ।
২৩/ প্রচলিত অস্ত্র সস্ত্র
ওযানবাহনপরিচালনা শিখে নিবে ।
২৪/ প্রত্যেক
ব্যক্তিকে তারযোগ্যতা অনুযায়ী
দায়িত্ব
প্রদানকরবে ।
২৫/ রাতের বেলায় যদি কথা বলার
প্রয়োজন হয়
তাহলে আস্তে এবং নরমস্বরে কথা
বলবে ।
২৬/ দিনের বেলায় কথা বলার সময়
চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে ।
২৭/ কম কথা বলা কম
খাওয়া এবং কমঘুমানোর অভ্যাস করবে ।
২৮/ নিজের জন্য
যা পচন্দকরো না তা অন্যের জন্য
পচন্দকরবে না ।
২৯/ বিচক্ষণতা ও কৌশল
অবলম্বন করে কাজ করবে ।
৩০/ উপযুক্ত
শিক্ষিতনা হয়ে অন্যকে শিখাতে যেও
না ।
৩১/ অন্যের ধন সম্পদের
প্রতি লক্ষ্যকরবে না ।
৩২/ নীতিহীনদের কাছ
থেকে কৃতজ্ঞতা আশা করবে না ।
৩৩/ কোনো কাজেই চিন্তামুক্ত
হইওনা ।
৩৪/ যে কাজ তুমি করনি এরূপ কাজকরেছ
বলে মনে করো না ।
৩৫/ আজকের কাজ আগামীকালের
জন্যফেলে রাখবে না ।
৩৬/ বড়দের
সাথে হাসি ঠাট্টা করতে যেও না ।
৩৭/ আল্লাহর সাথে কাউকে শরীক
করিও না ।
৩৮/ তোমার
প্রতি যারা আশা রাখে তাদের
নিরাশকরো না ।
৩৯/ বড়দের সামনে কথা দীর্ঘায়িত
করবে না ।
৪০/ অতীতের
তিক্ততা মনে রেখো না ।
৪১/ নিজের ধন সম্পদের কথা অন্যের
নিকট প্রকাশ করবে না ।
৪২/ সৎ লোকদের নিন্দা করবে না ।৪৩/
আপনজনদের কাছ
থেকে কখনও বিচ্ছিন্ন হইও না ।
৪৪/ অহংকার করবে না ।
৪৫/ মানুষের সামনে দাঁত
খেলাল করবে না ।
৪৬/ মানুষের
সামনে মুখে বা নাকে অঙ্গুল প্রবেশ
করবে না ।
৪৭/ শব্দ করে থুতু ফেলবে না ।
৪৮/ হাই তোলার সময়
মুখে হাতরাখবে ।
৪৯/ কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না ।
৫০/ চোখ দিয়ে ইঙ্গিত করবে না ।
৫১/ এক কথা বারবার বলবে না ।
৫২/ তামাশা মূলক অবাস্তব কথা বলবে না ।
৫৩/ ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত
থাকবে ।
৫৪/ অন্যের
সামনে নিজেরপ্রশংসা করবে না ।
৫৫/ মেয়েদের ন্যায়
সাজসজ্জা করবে না ।
৫৬/ কথা বলার সময় হাত
নাড়াচাড়া করবে না ।
৫৭/ আপনজনদের শত্রুর
সাথে উঠাবসা করবে না ।
৫৮/ কারো মৃত্যুর পর তারসম্পর্কে খারাপ
মন্তব্য করবে না ।
৫৯/ যথাসম্ভব ঝগড়া বিবাদথেকে বিরত
থাকবে ।
৬০/ সৎলোকের প্রতি সুধারণা রাখবে ।
৬১/ নিজের খানা অন্যের
দস্তারখানায় নিয়ে যাবে না ।
৬২/ কোনো কাজেই
তাড়াহুড়ো করবে না ।
৬৩/ পার্থিব স্বার্থের
মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল
না ।
৬৪/ রাগান্বিত অবস্থায়ও
ধীর শান্তভাবে কথা বলবে ।
৬৫/ জামার আস্তিন দ্বারা নাক
পরিস্কার করবে না ।
৬৬/ সূর্য উদয়ের পূর্বেই
শয্যা ত্যাগকরবে ।
৬৭/ পথ চলার সময় বড়দের
আগে চলবে না ।
৬৮/ এদিক সেদিক
উকি মেরে দেখবে না ।
৬৯/ অন্যের কথার
মধ্যে বাধা দিয়ে কথা বলবে না ।
৭০/ মেহমানের
সামনে কারো প্রতি রাগান্বিত হইওনা ।

( তফসীরে কামালাইন ৫ম খন্ড )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.