নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেটা নই যেটা আপনি ভাবছেন..!! আমি সেটাই যেটা আপনি ভাবছেন না.!! আমাকে ভাবা যায় না..!! বুঝতে হয়.!!

আর. এন. রাজু

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

আর. এন. রাজু › বিস্তারিত পোস্টঃ

কিছু আজব ধাঁধাঁ জেনে নিন। অবশ্যই মজা পাবেন।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:২৪

গ্রামে যে কত ধাঁধাঁ খেলছি তার কোন ইয়ত্তা নাই । ........ কিছু মনে আছে আবার অনেক কিছু্ ভুলে গেছি।
আগে এরকম টপিক হতে পারে মনে নাই আমার ............
যেগুলো মনে আসছে লিখছি বাকিগুলো আপনারাও লিখুন উত্তর দিন .........
১। আল্লার কি খুদরত
লাঠির ভিতর শরবত
২। আল্লাহর কি খুদরত
গাছের আগায় শরবত
৩। আছাড় দিলে ভাঙ্গে না
টিপের ভর লয় না
৪। এক হাত লম্বা গাছটা
গোটা ধরে পাঁচটা
৫। তিন অক্ষরের নাম যার জলে বাস করে মাঝের অক্ষর ছাইড়া দিলে আসমানে উড়ে
৬। মাটির হাড়ি কাঠের গাই (গাভী)
বাছুর বিনা দুধ দোহাই।
৭। হাত আছে পা নাই মাথা তার কাটা,
আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।
রাক্ষস নয়
বলুন তো কী?
৮। কোন নারী নারী না?
৯। হবিগঞ্জের ভাষায় একটা ধাঁধা
এক লোক লেখাপড়া শিখে অনেক জ্ঞানী হইছে । কিন্তু তার বাবা মূর্খ । তো একদিন বাজারে যাওয়ার সময় তার মাকে বোকা বানানোর জন্য সে একটি ধাঁধা রাখছে মায়ের কাছে
বলতেছে এমনিভাবে
মূর্খের বউগো পন্ডিতের মা
বাজারো যে যাইতাম কিতা আনতাম
কুস্তা দেখি কইলায় না .........
মা তো মন খারাপ করে ভাবতাছে পোলারে কিভাবে জব্দ করা যায় । তখন বুদ্ধি করে তার মা সেইভাবেই প্রশ্নের উত্তরটা দিল । তো শুনুন
গাছের গাছপাতা
আকাশের ঠইন্ন্যা
কিছু আইন্নো জাইন্না
কিছু আইন্নো টাইন্না ।
উত্তরে কি কি আনতে বলছিল ?
৯। কোন আম আম না?
১০। মাথায় আগুন পেটে পানি তারে আমি উস্তাদ মানি
এর উত্তর মনে নাইক্কা..........

এবার আপনার উত্তরের পালা। উত্তর দিতে নিচে কমেন্ট করুন এবং উত্তর না জানলেও কমেন্ট করুন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৪১

বিজন রয় বলেছেন: এরকম তো শত শত আছে। আজ আর মনে পড়ে না। ছোট বেরায় কালিদাস পন্ডিতের ধাঁধাঁর বইও কিনে পড়েছি।

যাহোক এতগুলো সংগ্রহ করে যে পোস্ট দিয়েছেন তার জন্য ধন্যবাদ।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৪৮

আর. এন. রাজু বলেছেন: হ্যা এখন আর মনে পড়ে না অতিতের দিনগুলোর মজার ধাঁধা। বন্ধুদের অনেক বোকা বানিয়েছি।

ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভাইয়া।

২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৪৯

আর. এন. রাজু বলেছেন: কালিদাস'এর বই আমিও পছন্দ করি।

২| ২৩ শে জুন, ২০১৬ রাত ১১:১৬

হাতুড়ে লেখক বলেছেন: ভাই সবগুলা পারিনা। যতগুলা পারি বলছি। ভুল হলে শুধরে দেবেন।
১) আখ।
২)ডাব/নারিকেল।
৩)ভাত।
৪) হাতের ৫ আঙুল।
৫)চিতল।
৬) ঢেকি?
৭) জামা।
৮) পারিনা।
৯) তেজপাতা। হবিগঞ্জের ভাষাটা বুঝতে কষ্ট হচ্ছে

১০) হুক্কা।

২৪ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৬

আর. এন. রাজু বলেছেন: ১। আখ (শর্ত প্র‌যোজ্য -- খুদরতের বদলে কুদরত)
২। ডাব (শর্ত প্র‌যোজ্য -- খুদরতের বদলে কুদরত)
৩। ভাত
৪। হাত
৫। চিতল
৬।
৭। জামা
৮। অনেকগুলা আছে --- আপাতত মিস ইউনিভার্সের চুনারী চুনারী দিলাম।
৯।
৯। অনেকগুলা আছে --- আপাতত বোয়্যাম নেন।
১০। হুক্কা

৩| ২৩ শে জুন, ২০১৬ রাত ১১:৫০

Ahsan mir বলেছেন: বেজায় ঠেকাগ ভাই
জবাব দেয়ার মোরুদ নাই

২৪ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৫

আর. এন. রাজু বলেছেন: চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.