নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেটা নই যেটা আপনি ভাবছেন..!! আমি সেটাই যেটা আপনি ভাবছেন না.!! আমাকে ভাবা যায় না..!! বুঝতে হয়.!!

আর. এন. রাজু

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে। কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না। এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

আর. এন. রাজু › বিস্তারিত পোস্টঃ

আপ্পনার ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে যেই পাঁচটি কথা শুনতে চায়।

২৪ শে জুন, ২০১৬ সকাল ৯:০৬

তাকে খুব ভালোবাসেন?হুম বুঝলাম আপনি তাকে খুব
ভালোবাসেন।কিন্তু তার সাথে কতটা ভালোবাসার কথা শেয়ার
করতে পারেন?আপনার ভালোবাসার মানুষটি কিন্তু প্রতিদিনি
আপনার মুখ থেকে কয়েকটি বিশেষ কথা শোনার জন্য
অধির আগ্রহে অপেক্ষা করে।কিন্তু কি সেই পাঁচটি কথা?
আজ আপনাদের সাথে সেই পাঁচটি
ভালোবাসার কথা নিয়ে আলোচনা
করবো যা আপনার প্রিয় মানুষটি
আপনার মুখ থেকে শুনতে চায়

শুভসকাল

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার প্রিয়জনকে
হাসি মুখে শুভ সকাল বলুন।আপনার প্রিয় মানুষটি আপনার মুখ
থেকে শুভ সকাল শুনে মিষ্টি হাসি উপহার দিবে আপনাকে।
সেই সঙ্গে সারাদিন তাঁর মন ভালো থাকবে আপনার এই দুই
শব্দের এই কথাটির কারণে। তাই প্রিয় মানুষটিকে খুশি করতে
প্রতিদিন ঘুম থেকে উঠে সরাসরি অথবা ফোন করে শুভ
সকাল বলুন।
আমি তোমাকে অনেক ভালোবাসি
আপনি আপনার ভালোবাসার মানুষটিকে প্রতিদিনই অন্তত
একবার করে বলুন ‘আমি তোমকে অনেক ভালোবাসি। এই
কথাটি শুনার জন্য সবসময়েই সে অধির আগ্রহে অপেক্ষা
করে। আপনি থাকে ভালোবাসার কথা জানালে আনন্দে
ভরে উঠবে তাঁর মন এবং মন থেকে সে আপনাকে
ভালোবাসবে আরো বেশি। আপনার প্রতি তাঁর আস্থা সৃষ্টি
হবে প্রতিদিন একবার অন্তত ভালোবাসার কথা জানালে।
তোমাকে খুব সুন্দর লাগছে
আপনার ভালোবাসার মানুষটি সব সময়েই চায় আপনার চোখে
তাকে যেন সুন্দর দেখাক। আর এর জন্য সে অনেক
সময় নিয়ে নিজেকে গুছিয়ে রাখে। তাই প্রিয় মানুষটিকে
দিনে অন্তত একবার বলুন তাকে সুন্দর দেখাচ্ছে।
সৌন্দর্যের প্রশংসা করে খুব সহজেই ভালোবাসার
মানুষটিকে খুশি করা যায়।এতে আপনাদের সম্পর্কের মধুরতা
বৃদ্ধি পাবে।

তোমাকে সাহায্য করি?

সবাই চায় তাঁর ভালোবাসার মানুষটি সাহায্য করুক তাকে। নারী কিংবা
পুরুষ সবাই প্রিয়জনের কাছ থেকে সাহায্য চায়। তাই আপনি
আপনার ভালোবাসার মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
হতে পারে সেটা ছোট কোনো কাজ অথবা বড়
কোনো কাজ। আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলে আপনার
ভালোবাসার মানুষটির মন আনন্দে ভরে উঠবে এবং
দুজনের সম্পর্ক আরো গভীর হবে।
তোমর রান্না মজা হয়েছে
আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য রান্না করে নিয়ে
আসলে খেতে যেমনই হোক প্রশংসা করুন। কারণ কষ্ট
করে রান্না করে নিয়ে আসলে প্রশংসা না করলে তাঁর মন
খারাপ হয়ে যেতে পারে। তাই খুব সামান্য কিছু রান্না করে
নিয়ে আসলেও খেয়ে প্রশংসা করুন। এতে সে আগ্রহ
পাবে এবং খুশি হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:০৯

অনিন্দিতা দাশ বলেছেন: আপনার লেখাটা আমার ভালো লাগলো।


ধন্যবাদ।

২৪ শে জুন, ২০১৬ রাত ৯:১১

আর. এন. রাজু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.