নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

বেনিয়া

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৭

বেনিয়া
- যাযাবর জীবন

জীবনের কানাগলির শেষ মাথায় কবরের হাতছানি
মাটিতে মিশতেই হবে একদিন,
সবাই জানি;
তারপর আবার পুনরুত্থানের দিনে
হিসেবের খোলা-খাতায় ভালোমন্দের নিক্তি-মাপা,
তাও জানি
তবুও প্রতিদিন মারামারি হানাহানি;
কত রক্তের বন্যা বইয়েছি অর্থলিপ্সায়
কিংবা ক্ষমতার নেশায়;
দিন তো শেষ হয়ে এলো রে, হায় হায়!
কিভাবে, কোথায় নিয়ে যাব
সঞ্চিত টাকার পাহাড় কাঁড়ি কাঁড়ি?

ও বাবারা,
কবরে যদি নাই আটে আমার মার্সিডিজ গাড়ি
ওটা তবে রইলো মেয়ে জামাইয়ের জন্য
তবে স্বর্ণের বারগুলো কিন্তু দিতে ভুলিস না ভরে হাড়ি;
যদি বিচারদিন বলে কিছু থেকে থাকে
ওপরওয়ালার সাথে বিনিময়ের কিছু তো থাকলো সাথে!

আর উত্তরসূরি হিসাবে ক্ষমতার সিংহাসনটা
ভাগ করে নিস তোরা এ জগতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:২৩

সালমান মাহফুজ বলেছেন: মন্দ নয় ।

২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৪৬

পিয়ালী দও বলেছেন: ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.