নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

ঘুমঘোরে কথোপকথন

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৯

ঘুমঘোরে কথোপকথন
- যাযাবর জীবন

বেশতো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎই ঘুমঘোরে তুই এসে সব লণ্ডভণ্ড করে দিলি।

- কিরে ঘুমোস নি?

- ঘুমপরী প্রণয়ে মেতে আছে।

- তাইলে চল ইনসমনিয়া খেলি,

- নাহ, পেন্সিলের নিব ভাংছি।

- চিঠি লিখছিস বুঝি?

- নাহ, ঘুম চোখে স্বপ্ন আঁকছি।

- স্বপ্নে আমি এসেছি?

- তুই বড্ড যন্ত্রণা করিস।


- আমাকে নিয়ে একটা কবিতা লিখে দে না!


"সমুদ্রে হাত ডোবাতেই যখন লবণে হাত পুড়ে গেল
রৌদ্র তখন অমাবস্যার মধ্য আকাশে
ভয় পেয়ে তুই আমাকে জড়িয়ে ধরতেই
প্রেম জ্বরে মন পোড়ালি;
থার্মোমিটারে জ্বর মাপতে গিয়ে পারদ গলে গেল
গলে গেলাম আমি
গলে গেলি তুই
থার্মোমিটারে পারদ, তোতে আমি বিলীন
এই তো সেই সেদিন;
তোকে চুমু খেতে গিয়ে কলঙ্ক এঁকে দিলাম চাঁদের গায়ে
অভিমানে তুই
অনুরাগে আমি
মেঘেতে চাঁদ, তোতে আমি বিলীন
এই তো সেদিন।

তারপর থেকে ভুল বোঝাবুঝি,
চাঁদ আর চাঁদনির
অন্ধকার আর অমাবস্যার
ভোর আর পাখিদের
দুপুর আর সূর্যের
বিকেল আর মন খারাপের
সন্ধ্যে আর বাড়ি ফেরার
রাত আর ঘুমের
তোর আর আমার।"

- ধ্যাত, আজ আর কবিতা হবে না
সব হাবিজাবি হাবিজাবি;
স্বপ্ন দেখতে বড্ড ভয় লাগে
তারচেয়ে চল ঘুমুতে যাই, সকাল হয়ে এলো।

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:১০

জেন রসি বলেছেন: - ধ্যাত, আজ আর কবিতা হবে না
সব হাবিজাবি হাবিজাবি;
স্বপ্ন দেখতে বড্ড ভয় লাগে
তারচেয়ে চল ঘুমুতে যাই, সকাল হয়ে এলো।

ভালো লেগেছে :)
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.