নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

চক্র

৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:২৭

চক্র

- যাযাবর জীবন



জীবনচক্রের নির্দিষ্ট একটা সময় থাকে

খেলার কিংবা কর্মের

প্রেমের অথবা বিয়ের

দায়িত্ব গ্রহণের কিংবা অর্পণের

তারুণ্যের কিংবা যৌবনের

প্রৌঢ়ত্বের এবং বার্ধক্যের;



সময়ের দায়িত্ব অসময়ে মাথায় চড়ে বসলেই

চক্রভঙ্গে বয়সটা বেড়ে যায় এক লাফে সহসাই,

শরীরের না হলেও মনের

আর নয়তো অভিজ্ঞতার;



ছেলেবেলার খেলার দিন একসময় কর্মে গড়ায়

সময়ের চাহিদায়

হাসিখুশির তারুণ্যে দায়িত্ব মাথায় চড়ে বসলে

বাস্তবতা রঙ্গিন জীবনে সাদা কালোর আঁচর দিয়ে যায়,

অর্থের চাহিদা সাদাসিধে জীবনে তুলে দেয় অনর্থের দেয়াল

দেয়াল বাইতে বাইতে ধুম করে আয়নায় একদিন প্রৌঢ়ত্ব

দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া সম্পন্ন করতে না করতেই দোরগোরে বার্ধক্য

তারপর প্রতীক্ষা অন্যভূবনের;



জীবন হার মানে সময়ের কাছে

স্বপ্নের পরাজয় বাস্তবতার হাতে

যৌবন মাথা নোয়ায় বার্ধক্যের কাছে;

সময়, জীবনের চক্র পূর্ণ করে।



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫০

সুফিয়া বলেছেন: জীবন হার মানে সময়ের কাছে
স্বপ্নের পরাজয় বাস্তবতার হাতে
যৌবন মাথা নোয়ায় বার্ধক্যের কাছে;
সময়, জীবনের চক্র পূর্ণ করে।

খুব খুব ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪১

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই সুফিয়া

ভালো থাকুন

২| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: যৌবন মাথা নোয়ায় বার্ধক্যের কাছে;
সময়, জীবনের চক্র পূর্ণ করে।

সবকিছু সময়ের দাবী ।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪২

নির্বাসন এ একা বলেছেন: জী ভাই তাই বোধ হয়

ভালো থাকুন

৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জীবন হার মানে সময়ের কাছে
স্বপ্নের পরাজয় বাস্তবতার হাতে
যৌবন মাথা নোয়ায় বার্ধক্যের কাছে;
সময়, জীবনের চক্র পূর্ণ করে।

চমৎকার লিখেছেন।++

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৩

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

এনামুল রেজা বলেছেন: সমস্ত কিছুই একটা চাকার মতই, জীবনে। ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সময়ের পর সময়ে তারা একই শব্দ তোলে।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৩

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ রেজা ভাই

৫| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

সাইদুর রহমান সিদ্দিক বলেছেন: অসাধারন হয়েছে

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৪

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ সিদ্দিক ভাই

৬| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

সুমন কর বলেছেন: চমৎকার।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৫

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই সুমন

৭| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জীবন হার মানে সময়ের কাছে
স্বপ্নের পরাজয় বাস্তবতার হাতে
যৌবন মাথা নোয়ায় বার্ধক্যের কাছে;
সময়, জীবনের চক্র পূর্ণ করে। ''--------অসাধারণ

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৪৭

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই লাইলী

৮| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭

সুলতানা রহমান বলেছেন: চক্রভঙ্গে বয়সটা বেড়ে যায় এক লাফেই,,,,,
একদম ঠিক।
ভাল লেগেছে

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৩:৫০

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই সুলতানা

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.