নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

পিছু ডাক

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

পিছু ডাক
- যাযাবর জীবন

কোথাও গেলেই তোর কথা মনে পড়ে
কোথাও গেলেই তোর ডাক কানে বাজে;

পাহাড়ে যাই পাহাড় ডাকে তোর সুরে
নদীতে যাই স্রোত ডাকে তোর সুরে
সমুদ্রে গেলে ঢেউ ডাকে তোর সুরে
গাঁয়ের মেঠো পথে হেঁটে যেতে
পাখির ডাকে তোর ডাক;
চমকে ফিরে চাই
এদিক ওদিক তাকাই
কোথাও তুই নেই
শূন্যতায় শুধুই ভ্রম,
কোথাও যেত পারি না
তোর পিছু ডাকে;

বড্ড ইচ্ছে করে
তোকে নিয়ে একবার সমুদ্রে যাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৮

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া তুমিও তুই তুই কবিতা!!!!!!!


আজ সারাদিন সবাই দেখি তুই তুই কবিতা লিখে যাচ্ছে !!!!!! আমাকেও এখন লিখতেই হবে!:)

তুই তুই কাব্য মনে পড়ে গেলো!!!!!!:(

০৯ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:২৬

নির্বাসন এ একা বলেছেন: হা হা

ভালোই বলছেন

ধন্যবাদ

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:১৪

এনামুল রেজা বলেছেন: কোথাও তুই নেই
শূন্যতায় শুধুই ভ্রম,
কোথাও যেত পারি না
তোর পিছু ডাকে;[/su

ভালো লাগলো খুব।

০৯ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:২৭

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই

ভালো থাকুন

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন হয়েছে কবিতা ---তুই তুই আর তুই ----সব পিছু ডাক ফেলে সামনের দিকে এগিয়ে যান -----

০৯ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:২৮

নির্বাসন এ একা বলেছেন: হা হা

আর এগোলে তো গর্তে পড়ব বইন।

ধন্যবাদ
ভালো থেকো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.