নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

হিসাব

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯

হিসাব
- যাযাবর জীবন

আমি একজন স্বার্থপর মানুষ,
আমার বেঁচে থাকা খুব একান্ত ছেলেমানুষী কিছু স্বপ্ন দেখে
খুব নিজস্ব কিছু স্বপ্ন নিয়ে
খুব আপন কিছু স্বপ্ন ঘিরে
ভালো আর মন্দের মেশানো একঘেয়ে জীবন ঘিরে;
আমি এক স্বার্থপর মানুষ,
কোন এক দিন হুট করে মরে যাব
প্রিয়জনদের কাঁদিয়ে
তারপর ঘুমিয়ে রইব মাটির নীচে একলা ঘরে;
মানুষ মাত্রই স্বার্থপর প্রাণী
মানুষ মাত্রই স্বপ্ন দেখে
মানুষ মাত্রই হুট করে মরে যায় হর হামেশায়
সময়ে আর অসময়ে
কারণে আর অকারণে;

আমি আবার ঘুম ভেঙ্গে উঠবো
পুনরুত্থানের দিনে
সেদিন হয়তো আরও বেশী স্বার্থপর হয়ে যাব
চিনব না এ ভুবনের কাওকেই
চিন্তিত এক সময় কাটাবো শুধুই নিজেকে নিয়ে;
আমার হিসাব তো আমাকেই দিতে হবে
শুধুই আমাকে,
ভালো বা মন্দ যাই করেছিলাম এক জীবনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.