নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮

লজ্জা
- যাযাবর জীবন

রূপবতী হেঁটে যায় রাস্তায়
লাফালাফি অনুভব জীপারের তলায়
কেও কেও বলে বাঘের থাবা,
আমার অনুভবে আসে কুকুরের জিহ্বা;
মানুষ হলে তো মায়ের কথা একবার মনে হতো।

দূরে কোথাও রোদ উঠেছে
কোথা থেকে জানি লু বাতাস ভেসে আসে
গরমে শরীর জ্বলে যায়
তপ্ত অনুভূতি জীপারের তলায়
যদি মানবিক অনুভূতি একটু থাকতো অনুভবে
বোন'টা বেঁচে যেত লজ্জার হাত থেকে।

নপুংসকরা যা খুশি তাই করে
নারী এদের কাছে পণ্য মাত্র
সে মা হোক, বোন হোক কিংবা নিজের মেয়ে হোক;
এরা মায়ের শাড়ি পড়ায় দোষ ধরে
বোন'কে বেআব্রু করে
এরা মেয়ে'কেও বেঁচে দিতে পারে
নির্বিকারে;

পুরুষ লজ্জা পায়
নর নামক নরপশুদের কর্মকাণ্ডে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.