নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

গতানুগতিক

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫

গতানুগতিক
- যাযাবর জীবন

প্রেমের বজ্রপাত এক মেঘহীন চৈত্রের দুপুরে
তোর মনে
বজ্রাহত আমি
পুড়েছিলি তুই;
চাতক চোখ আকাশের দিকে চায়
বৈশাখী বৃষ্টির অপেক্ষায়
তুই ঠাণ্ডা হতে
আমি ভিজে যেতে,
তারপর গতানুগতিক;

কালের স্রোতে
সময় গড়ায়
রোদ উঠে
বৃষ্টি নামে
ঝড় আসে
তারপর আবার বজ্রপাত
আকাশ থেকে মাথায়
তোর কিংবা আমার;
তারপর একদিন টুপ করে ভালোবাসা নিভে যায়
কোন এক কালবৈশাখী ঝড়ে;
গতানুগতিক প্রেমের গতানুগতিক সমাপ্তি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

জেন রসি বলেছেন: তারপর একদিন টুপ করে ভালোবাসা নিভে যায়
কোন এক কালবৈশাখী ঝড়ে;
গতানুগতিক প্রেমের গতানুগতিক সমাপ্তি।

ভালো লেগেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.