নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

কাগজ কলমের খেলা

০৭ ই মে, ২০১৫ রাত ১০:০৮

কাগজ কলমের খেলা
- যাযাবর জীবন

কলম'তো কাগজে আঁকবেই
সুখ দুঃখ আনন্দ বেদনা
কিংবা ভালোবাসার কিছু গল্প
অথবা বিচ্ছেদের টুকরো কবিতা;
কেও পড়বে
কিংবা পড়বে না
তাতে কাগজের কিংবা কলমের কিছুই এসে যাবে না
সে তার মত করে লিখে যাবে জীবনের কথা।

কাগজ কলম হাতে থাকলে আমি আমার নই,
আমি লিখি না আমার কথা
আঁকি না সুখ দুঃখ আনন্দ বেদনার গাঁথা
লিখি না ভালোবাসা আর বিচ্ছেদের গান
দেখি না ফুল ফল নদী নালা
আঁকি না শীত গ্রীষ্ম কিংবা বসন্তের রূপ
দেখি না ক্ষুধা দেখি না জরা
আঁকি না সমাজের কলুষতার রূপরেখা
কিংবা নিশি কন্যার ঘরে কুলীনের পদচিহ্ন;
কাগজে কলম নানা রঙের অনুভূতি আঁকে
আমার অনুভূতি মরে গেছে;

আমি কিছুই দেখি না কাগজ দেখে
আমি কিছুই লিখি না কলম লিখে,
আমি কাগজ আর কলমের খেলা দেখি
ভোঁতা অনুভূতি'তে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ রাত ১১:২৬

এন জে শাওন বলেছেন: সুন্দর হইছে অনেক। চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.