নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

আজো ক্ষরণ

১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫১

আজো ক্ষরণ
- যাযাবর জীবন

তোর চোখের দিকে তাকাই নি
আজ
কাল
বা পরশু;
কথা হয় নি তোর সাথে
এমাসে
গতমাসে
কিংবা পুরো সৌর-বছরে;
অনেক অনেক দিন হয়ে গেছে
দেখা হয় নি তোর সাথে,
এর মাঝে পার হয়ে গেছে
কত চন্দ্রমাস
কত সৌর-বছর
কে তার হিসেব রেখেছে?

হয়তো এখন তোর বাগানের শিউলি গাছটা ফুল ফোটানো বন্ধ করে দিয়েছে
কিংবা আমার লাগানো বেলি গাছটা মরে মাটির সাথে মিশে গেছে;
বয়সের ভারে আজ আমি ন্যুজ
তবু তোর গায়ের শিউলিঘ্রাণ আমার নাকে বাজে আজো
এখনো কলি ফোটা তাজা তোর লাবণ্য
ভালোবাসা এখনো আমার মনে ঠিক তেমনি তোর জন্য;
আর বুকের ভেতরকার কষ্টটা ঠিক তেমনি রক্ত ঝরায়
ক্ষরণগুলো কাঁচা হয়ে ওঠে তোর কথা মনে করায়;
আজ
কাল
পরশু
কিংবা
ভালোবাসার প্রতিরাতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

মিন্টুর নগর সংবাদ বলেছেন: সুন্দর লিখছেন ভাল লাকছে ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

সুলতানা রহমান বলেছেন: বাহ্! ভাল লাগলো

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

কবি এবং হিমু বলেছেন: মুক্তমনাদের কঠিন কঠিন লেখা আর ভাবনা দেখে মাথা নষ্ট।কবিতাটা পড়ে আবার অন্য জগতে ফিরে আসলাম

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: বাহ্ । সুন্দর তো। ভাল্লাগসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.