নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

নিয়তি

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

নিয়তি
- যাযাবর জীবন

নিয়তি: চলেছিস কোথায়?
আমি: জীবন বড্ড কঠিন, ঘরে থাকার সময় কোথায়?

নিয়তি: এত ব্যস্ততা?
আমি: কাজ না করলে খাব কি?

নিয়তি: কোথা থেকে শুরু? কতদূর যাবি?
আমি: মায়ের কোল থেকে শুরু
হাঁটি হাঁটি পা পা
শৈশবে মা মা
কৈশোরে দুরন্তপনা
যৌবনে প্রেম, ভাব ভালোবাসা
তারপর ঘর সংসার
তারপর ছেলে মেয়ে সংসার
তারপর ঘাড়ে সংসারের বোঝা
ভাতের ক্ষুধা
জীবিকার অহ্নেষণ
তারপর জীবন যেখানে যেমন
বল্গাহীন চাহিদা আর অপ্রাপ্তির অনুভব
এর ঘাড়ে চড়ে ওর ঘাড় ভাঙ্গা
তারপর আরো আরো আরো চাওয়া
সীমাহীন চাহিদা
ছুটে চলা ছুটে চলা
রেসের ঘোড়ায় ছুটে চলা
এভাবেই চলছে জীবন......

নিয়তি: তারপর?
আমি: তার আর পর নেই

নিয়তি: গন্তব্য
আমি: জানা নেই

নিয়তি: এই নে এক মুঠো মাটি
আমি: কি হবে এতে?

নিয়তি: মুচকি হেসে বলে -
এতে'ই তোর শুরু
আবার এতে'ই ফিরে আসবি
আর বাকি সবই "আমি"।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

মাকড়সাঁ বলেছেন: দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

সুমন কর বলেছেন: এভাবেই চলছে জীবন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.