নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে তাই সামান্য একটু হাবিজাবি লিখি এই আর কি !

নির্বাক রাজপূত্র

খুব কম কথা বলি। কিন্তু কিছু হাবিজাবি লেখার চেস্টা করি । রিয়েল লাইফে কম কথা বলি বলে বন্ধুরা নির্বাক বলে ডাকে। তাই ভারচুয়াল লাইফে এই নামটাই বেশিরভাগ ব্যাবহার করি।

নির্বাক রাজপূত্র › বিস্তারিত পোস্টঃ

আমি আর একলা নিশি

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

সাদা বোরকার আবরনে গোতর ঢাকা, যার চোখের মায়ায় দুনিয়া ভুলে গেছিলাম। মেয়েটার নাম নিশি।

মনে হয় সব সময় একাউন্টিং বিভাগ ক্লাশের কোনার বেঞ্চটাতেই বসে।
ছাত্রীও বেশ ভাল তার উপর মায়া কাড়া দুটি চোঁখে চিকন ফ্রেমের চশমা পড়ে সুবোধ বালিকার মত চশমার অপর প্রান্ত থেকে ডেব ডেব করে চেয়ে থাকে। পৃথিবীতে ডুব দেবার মত চোঁখের সংখ্যা কমই থাকে। নিশির চোঁখও ব্যতীক্রমের মধ্যে পরে না ।

তবু এই মনে ইচ্ছে জাগানো,সরিয়ে রাতের অন্ধকার লাফিয়ে পরে হারিয়ে যেতে ইচ্ছে করে ওর চোঁখের তাঁরায়,, চিরতরে হারিয়ে যায় আমার দুচোখ ।

যেখানে ক্লাশের প্রায় ছেলেরাই ওর জন্য গোপনে দীর্ঘশ্বাস লুকোয় সেখানে তো আমি নিতান্তই তুচ্ছ ।। তবু অনাবাদি বুকের জমিনে
ভালবাসার ফসল ফলানোর স্বপ্ন দেখে যাই।

এক মায়াবী রাতের মায়ার বুক চিরে জেগে থাকা আমি আর আমার একলা নিশি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.