নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে তাই সামান্য একটু হাবিজাবি লিখি এই আর কি !

নির্বাক রাজপূত্র

খুব কম কথা বলি। কিন্তু কিছু হাবিজাবি লেখার চেস্টা করি । রিয়েল লাইফে কম কথা বলি বলে বন্ধুরা নির্বাক বলে ডাকে। তাই ভারচুয়াল লাইফে এই নামটাই বেশিরভাগ ব্যাবহার করি।

নির্বাক রাজপূত্র › বিস্তারিত পোস্টঃ

ফুটবলের রাজপুত্র এবং নির্বাক রাজপুত্র

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭

মেসি এবং আমিঃ

গতকাল রাতে খেলা দেখার পর আবার রিপিট খেলা দেখলাম। টুইট, ফটো আপলোড, স্ট্যাটাস শেয়ার করার পর যথারীতি বিছানায় শুয়ে পড়লাম। ঘুম কি আর আসে (বুঝেনই তো)

সকালে ঘুম ভাংগলো, চোখ মেলেই দেখি আমি চায়ের দোকানে আর মেসি� আমাকে চা এনে দিচ্ছে। আমি তো অবাক। আমি উঠে মেসিকে বললাম আরে আরে তুমি কেন এনে দিচ্ছো? আমি এনে দিচ্ছি বসো। এরপর চা খেতে খেতে আড্ডা দেয়া শুরু করলাম গতরাতের ম্যাচ নিয়ে কত কথা। অবশ্য লিখতে গিয়ে এখন আর মনে পড়ছে না। মেসি উঠে বিল দিতে গেলো, আমি বললাম আমার এলাকায় এসে তুমি বিল দিবা এইটাও কি সম্ভব, হাসতে হাসতে আমিই বিল দিলাম।

হঠাৎ দেখলাম মেসি আমার পাশে নাই, মাত্র ছিলো কোথায় গেলো? খুঁজতে খুঁজতে দেখলাম আমাদের প্রাইমারি স্কুলের সামনে একটা শর্ট প্যান্ট আর মেগি হাতা টি শার্ট পরে হালকা হেলিয়ে আছে বিল্ডিং এর সাথে। আমি গিয়ে বললাম, বস তোমার এই অবস্থার একটা ছবি তুলে অনলাইনে আপলোড দিয়ে দেই, সেই ভাইরাল হবে কিন্তু, মেসি আমাকে বললো ধুর বেটা, এইখানে বস। দেখিস দোকান থেকে এইদিকে যাতে কেউ না আসে, আমি কেন জিজ্ঞাসা করবো তখনই দেখলাম মেসির হাতে সিগারেট আর লাইটার, আমি বললাম এখানে লুকিয়ে খাওয়ার কি আছে, তুমি চলো দোকানে বসে বসে খাবা, মেসি বললো আমার বাবা দোকানে বসে চা খাচ্ছে, আমি তো অবাক তোমার বাবাও আসছে, বললো হ্যা, অই দেখ সাদা টি-শার্ট পড়া, গোল সাদা সানগ্লাস পরা লোকটা দেখছিস অইটাই আমার বাবা, বলতে বলতে বললো চল, উঠি বাবা দেখলে মাইর দিবে। বলেই উঠে হাটা শুরু করলো, আমি বললাম তোমার সাথে একটা সেলফি তুলবো তো, বললো আরে তুলিস পরে এখন চল। আমাকে বলল যা আরেকটা সিগারেট নিয়ে আস, আমি দৌড় মেরে দোকানে গেলাম, আংকেলকে সালাম দিলাম এরপর চুপিচুপি সিগারেট নিয়ে আসলাম। কিন্তু এসে দেখি মেসি এখানে নেই, কিছু এলাকার পোলাপান আছে, আমি জিজ্ঞাসা করলাম মেসিরে দেখছিস? ওরা আমার দিকে হা করে তাকিয়ে আছে, আমি এদিক সেদিক খোজাখুজি করতে লাগলাম কিন্তু পেলাম না, দোকানে গিয়ে দেখি আংকেলও নেই,,,

হঠাৎ করে আংকেল বললো, ওঠ জলদি, খাতা যোগ করতে হবে আর একটা প্রিন্ট কর তো করে আমাকে এক্ষুনি দিয়ে যা,

চোখ খুলে ভাবলাম এই যা এতক্ষন তাহলে আমি স্বপ্ন দেখছিলাম ��� মনটা খারাপ হয়ে গেলো আবার ভালো লাগলো, মেসিকে দেখেছি স্বপ্নে, ওহ মাই আল্লাহ, এরপর ফ্রেশ হয়ে কাজ শুরু করলাম, মাত্র ফ্রি হলাম তাই ভাবলাম স্বপ্ন টা লিখেই ফেলি����

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে--- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?। আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি, আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের ...

০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৯

নির্বাক রাজপূত্র বলেছেন: ঠিক তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.