নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাভাষাপ্রেমী

নির্বেদ মানব

ভেজালহীন বাংলাদেশি

নির্বেদ মানব › বিস্তারিত পোস্টঃ

হিন্দু বিধবা নারীরা সাদা পোশাক কেন পরে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

স্বামী মারা গেলে হিন্দু নারীদের মধ্যে সাদা পোশাক পরার রীতি চলে আসছে যুগ যুগ ধরে৷ সেই সঙ্গে সমস্ত অলঙ্কারও খুলে ফেলে তারা৷ বাল্যবিধবাদের গভীর দীর্ঘশ্বাস সমাজকে আহত করছিল যখন, তখন তাকে চাপা দিতে গড়ে উঠেছিল এই প্রথা৷

নুষের কামনা বাসনা প্রকৃতির অধীন, তার থেকে কেউ নিষ্কৃতি পেতে পারে না, এমন বিশ্বাস মানুষের মনে দৃঢ় হতে শুরু করে প্রাচীনকাল থেকেই৷ কিন্তু সমাজের মঙ্গল সাধনের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন৷ আর এই নিয়মের মধ্যেই জায়গা করে নেয় সাদা রংটি৷ সাদা রং ত্যাগ, নির্মলতা, শুভ্রতার প্রতীক৷ জ্ঞানী ব্যক্তিরা সাদা পোশাক পরার রীতিও চালু করেন৷ সাদা পোশাকে মনও স্নিগ্ধ থাকে৷ মনে শ্রদ্ধা-ভাব-ভক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়৷ যা কামনা-বাসনাকে প্রতিহত করতে সাহায্য করে৷


হিন্দু বিধবা নারীরা সাদা পোশাক কেন পরে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


ধর্ম যারা বানায়েছিল, তারা কমবুদ্ধিমান ও নির্দয় ছিলো।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: হিন্দু কেন? গ্রামে অনেক মুসলিম বিধবা নারিও বিধবার পর সাদা শাড়ি পরে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

নির্বেদ মানব বলেছেন: যেহেতু এই অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের বাস ছিল সেহেতু অন্য অনেক প্রথার মতো এই প্রথাও ধর্মান্তরিত মুসলিম সমাজে রয়ে যায়।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: আগে স্বামী মারা যাওয়া মানে একটা স্ত্রী এর মৃত্যু ঘটার মতো ব‍্যাপার ছিল । সমাজ তার সাজসজ্জা সখ কে স্বামী র পরলোক গমনের সাথে সাথেই মেরে ফেলতো , এখনো হয় অনেক জায়গায় ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

শিখণ্ডী বলেছেন: সাদা শাড়ির দাম কম।

৫| ২৩ শে মে, ২০২০ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনার ধারণাটা মনে হচ্ছে ঠিকই।

৬| ২৪ শে মে, ২০২০ রাত ১২:১৯

নতুন বলেছেন: আর এই নিয়মের মধ্যেই জায়গা করে নেয় সাদা রংটি৷ সাদা রং ত্যাগ, নির্মলতা, শুভ্রতার প্রতীক৷ জ্ঞানী ব্যক্তিরা সাদা পোশাক পরার রীতিও চালু করেন৷ সাদা পোশাকে মনও স্নিগ্ধ থাকে৷ মনে শ্রদ্ধা-ভাব-ভক্তির সঞ্চার হয় বলে মনে করা হয়৷ যা কামনা-বাসনাকে প্রতিহত করতে সাহায্য করে৷

নারীদের যাতে আক`ষনীয় না লাগে তার জন্যই তাদের সাদা পোষাক পরা, গয়না বা মেকাপ না করার প্রচলন বানিয়েছিলো।

ধম` নারীদের প্রতি খুব একটা ভালো চিন্তা করেনাই। ধম` যেখানে স্বতী দাহ ছিলো সেখানে সাদা পোষাক তো কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.