নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কাব্যকুসুম

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

[ভালবাসার কাব্যকুসুম]

বালক কি বেসেছিল ভাল, জেনেছে এখনো;
কতটা পথ পাড়ি দিলে তবে যাত্রা শুরু হয়
বালক কি বুঝেছে এখন যে
কার হাতে হাত রাখলে নব জন্ম হয়
বালক কি ভেবেছে কখনো যে
কোন বিষে ভালবাসা নীল হয়ে যায়?

অবোধ বালক জানেনা এখনো -
কতটুকু ত্যাগ স্বীকারে ও প্রেমে
দূরের বাঁশীকেও কাছে টেনে আনে?
বিরহে স্মরণে কাব্য কথনে আঁকা
আলখ্যে যতনে, জন্মান্তরের সাধ সাধনায়
তাকে তবে ধরে রাখতে হয়!

শুদ্ধতার বাঁশিতে এবার ফুঁ দাও হে অবোধ বালক;
ঝেড়ে ফেলো জীর্ণ অতীতের কুড়োনো পর্ণপত্র
ধুলির আস্তরে ঢাকা অসম্ভবের নষ্ট বীজ।
প্রাণের নবোদ্গমে, বিস্মৃতির মহারণ্যে;
ফুটোক এবার যাপিত জীবনে তোমার
শাশ্বত চাওয়া পাওয়ার কাব্যকুসুম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।

শুভেচ্ছা :)

২| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭

নির্বোধ পাঠক বলেছেন: তবু ও ভাল যে লেখাটা আপনি পড়লেন! সে জন্য ধন্যবাদ।

আমি তো এখানে লেখা দিয়ে হতাশ; ১০/২০ জন পাঠকও আমার লেখা পড়তে দেখি না!
প্রশ্ন জাগে; তাহলে কি আমার লেখা খুবই নিম্ন মানের অথবা আমি নিজেই?

আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আবারো ধন্যবাদ। ;)

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০২

কলমের কালি শেষ বলেছেন: ভাল লিখেছেন । বানানের দিকে খেয়াল রাখুন । মন্তব্যের প্রতিউত্তর দিন মন্তব্যকারীর নামের উপরে তারিখের বারের ডান পাশে প্রতিউত্তরের চিহ্ন ক্লিক করে ।

ভাল লিখুন । অন্যের লেখা পড়ুন এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করুন ।

শুভ কামনা রইল । :)

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৫

নির্বোধ পাঠক বলেছেন: আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.