নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

বৃক্ষ তোমার নাম?
হ্যাঁ, সে তো ফলেই পরিচয়!
ফুল ফল যদি হয় কীটদংশ তবে, কার অবক্ষয়?
নিশ্চয়ই জানি; সে তোমার নয় তবু দায় নিতেই যে হয়!

বৃক্ষ তুমি কার?
জানি; আবাস ক্ষুধা ছায়া ও তৃষ্ণাপীড়িত জনতার।
এসো তবে, গোপন নামচায় লিখে যাই এ গাঁথা তোমার –
দুঃখ তিমিরে হারায় যে বেদনা খোঁজ রাখা দায় কার?

অকাল বেলায় ত্রিকালের সাক্ষী তুমি, সময়ের অবতার
জন্মেই তোমায় মাড়িয়েছিলো দ্বিপদে ও চতুষ্পদের অনাচার।
ঝড় ও ঝঞ্ঝা এড়িয়ে দ্বিপত্রে জাগালে নিয়ে মাথা
ছাগশিশুর আদরে আবার মুণ্ডিত হয়ে গেছেও যে তা।

বিধির চক্রান্তে একদা;
পত্র-পুষ্প-পল্লবে দাঁড়ালে আকাশের গায় তুলে মাথা
শোভিত তোমার রূপ-নাম-যশ মুখেমুখে কত গুণ, কত গাথা
কত যশ দেখো; তুমি বনস্পতি, মহীরুহ বিথী, তুমি দ্রাক্ষালতা।

অবশেষে একদিন –
বেজে উঠে অকালের বীণ
সব যশ রস গুণ হলে অবসান
কুঠারাঘাতে তব কেড়ে নেয় প্রাণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৬

অপনেয় বলেছেন: সুলিখিত কবিতা! পড়ে বেশ ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

নির্বোধ পাঠক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন। শুভেচ্ছা নিন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪০

নুরএমডিচৌধূরী বলেছেন: অবশেষে একদিন –
বেজে উঠে অকালের বীণ
সব যশ রস গুণ হলে অবসান
কুঠারাঘাতে তব কেড়ে নেয় প্রাণ


কবিতা ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

নির্বোধ পাঠক বলেছেন: আপনার সুগঠিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন। শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.