নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

আশার কদলী ভেলা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩২

নিরাশার মরুতটে বেঁধেছিনু ঘর
কুহকের মায়া ছলে,
নিয়তি দেখেছি ভাগ্য নিয়ে মোর
দিবা-নিশি জুয়া খেলে।
কতকাল হেঁটে মিলেছে হিসাব
গোধূলীর অকাল বেলায়
বেদনার পাথর নাহি কো গলে
শিশিরের সিক্ত ধারায়।


হায়রে দিবসের আলোক দেখেগো
ভুলেছি তামস রাতি
ভাবিনি কখনো সুখের এ বাসরে
তিমিরও হবে যে সাথী।
রচিয়া আশার কদলী ভেলা
কতই তো খেলেছি খেলা
দিগন্ত দেখি ঘনিয়ে এসেছে
ডুবছে ক্রমেই কালের বেলা।


চাওয়া আর পাওয়ার ক্ষুধা
জানি, মিটবে না কভু
কিছু পেলে বলে মন;
এটা নয়, ওটা কবে পাবো?
ওপারের ডাক আসবে যখন
বলার কিছু নাই রবে
শেষ খেয়া ধরে সেদিন যে
মোর চলে যেতেই হবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৮

অপনেয় বলেছেন: সুরচিত কবিতা! কিন্তু কন্ঠে এত বিষাদের সুর কেন!

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩

নির্বোধ পাঠক বলেছেন: "ওপারের ডাক আসবে যখন
বলার কিছু নাই রবে
শেষ খেয়া ধরে সেদিন যে
মোর চলে যেতেই হবে।"

এর পর তো আর আশারা জেগে থাকে না বন্ধু!

ভাল থাকুন। প্রভাতি শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.