নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

তোমায় দেখবো বলে

০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৫

তোমায় আলুথালু দেখবো বলে একদিন

উঠে বসি পাহাড় চুঁড়ায়

চোখ মেলে দেখি; সবই ছিমছাম

বিন্যস্ত রঙ আকৃতি ছায়া সবই পরিপাটি!



তোমাকে একদিন সাদামাটা দেখবো বলে

ছুটে যাই অজন্তার গুহায়

দেখলাম আমি; রঙধনু সাজে

প্রসাধিত তুমি ইলোরার রঙ ছেনে!



তোমাকে একবার এলোকেশী দেখবো বলে

উঠে চড়ি মেঘের ভেলায়

আকাশের খাঁজে এ কি; ধূপশিখা ছেপে

ভাসায়েছো তুমি দূরাশার আলেয়া!



তোমাকে চমকে দেবো বলে একদিন

উঁকি দেই তোমার দিপালী আঙিনায়

দোর খুলে তুমি - চেয়ে দেখি সে কি,

দাঁড়িয়ে আছো আমারই অপেক্ষায়!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রিয় মানুষকে সুখি করতে মানুষ কত কিছুই না করতে পারে। ভালোবাসার এমনি ক্ষমতা দিয়ে রেখেছে বিধাতা। মিষ্টি প্রেমের কবিতা। ভালো লাগলো নির্বোধ পাঠক।

পহাড়> পাহাড়
এলাকেশী> এলোকেশী
চাড়ি> চড়ি

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

নির্বোধ পাঠক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ বন্ধু।
নিজের দৃষ্টি ও বোধের উপর ভীষণ রাগ হয় -
অন্যের ত্রুটি থাকলে ঠিকই বুঝতে পারি, নিজের বেলায় অন্ধ!
বানানের ব্যাপারে যথেষ্ট খেয়াল সত্ত্বেও এই ত্রুটি গ্নানীকর।

ভাল থাকুন বন্ধু। শুভেচ্ছা নিন। :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৩

অপনেয় বলেছেন: ভালো হয়েছে! লিখে যান --

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৩

নির্বোধ পাঠক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু।
প্রভাতি শুভেচ্ছা রইল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.