নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বুলবুল

একাধিক মানুষের মেধা রুচি ও মত কখনোই এক হতে পারেনা।

নির্বোধ পাঠক

আসুন - সত্য বলি, সত্য খুঁজি, সত্যকে প্রকাশ করি।

নির্বোধ পাঠক › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে পেলেই বিয়ে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪



পাঠক হয়তো শিরোনাম দেখে চমকে উঠছেন! হ্যাঁ, চমকাবারই কথা। তাহলে দেখুন:



আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এইদিন কোনো প্রেমিক-প্রেমিকাকে গোলাপ ফুল হাতে দেখা গেলে কিংবা কোনো পার্কে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেলেই তাদের সমাজের নিয়ম মেনে বিয়ে দেয়া হবে। যদি প্রেমিক ও প্রেমিকা এক ধর্মের বা গোত্রের না হন, তবে তাদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে



ভারতের পশ্চিম উত্তর প্রদেশের হিন্দু মহাসভা এমনটাই ঘোষণা দিয়েছে। তাদের ঘোষণা, এইদিন প্রণয়ী যুগলরা একসঙ্গে এ দিবস উদযাপন করলে তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। এই ধরনের পশ্চিমা প্রথা জনসমক্ষে উদযাপন করা ভারতের মতো দেশে শোভা পায় না। তাই এই নিদের্শ হিন্দু মহাসভার।



একটি সংবাদমাধ্যমকে মহাসভার সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিক জানিয়েছেন, ভারতের মতো দেশে বছরের ৩৬৫ দিনই ভালবাসার দিন। তবে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন করার প্রয়োজন কী?



আমরা ভালবাসার বিপক্ষে নই, কিন্তু যারা একে অপরকে ভালবাসে বলে দাবি করে তাদের অবিলম্বে বিয়ে করা উচিত। যদি তারা আমাদের বলেন যে ভাবার জন্য সময় প্রয়োজন, তাহলে অবশ্যই তাদের একসঙ্গে ঘোরাফেরা করা উচিত নয়। এটা চোখে ধরা পড়লে আমরা ওদের অভিভাবকদেরও বিষয়টা জানাবো।



দশ দিন আগে থেকেই বিয়ে নিয়ে ধন্দে থাকা প্রেমিক-প্রেমিকাদের খুঁজে বের করার জন্য ইতোমধ্যেই পশ্চিম উত্তর-প্রদেশে বিভিন্ন দল নিযুক্ত করেছে হিন্দু মহাসভা।



তথ্য সূত্রঃ এখানে ক্লিক করুন -

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

আহমেদ তুষার বলেছেন: আফসোস। কেন যে সিংগেল থেকে মিংগেল হইতে পারলাম না। তাইলে আমার ও একটা গতি হয়ে যেত ।।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

নির্বোধ পাঠক বলেছেন: আফসোসই বটে!
কি আর করবেন দীর্ঘশ্বাসটা চেপে যান।
:)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

নিজাম১৪৩ বলেছেন: উফ! বিশাল সুযোগ হাত ছাড়া হয়ে গেলোরে ভাই, নিয়মটা যদি ৩ বছর আগে বাংলাদেশে চালু হতো তাহলে একদিকে যেমন টাকা পয়সা বাঁচত অন্যদিকে বাড়ি থেকে পালানো ও লাগতো না । :P :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

নির্বোধ পাঠক বলেছেন: আহা, এই ক'টা বছর অপেক্ষা করতে পারলেন না?
তাহলে তো আজ আর পস্তাতে হতো না!
এখন কি আর করবেন, চেপে যান।
ধন্যবাদ, শুভেচ্ছা নিন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

নির্বোধ পাঠক বলেছেন: হ্যাঁ, যা বলেছেন ঠিক তাই
কবে আসলেন ফরিদী ভাই?
ভাল থাকুন, শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.