নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার আঁচ

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫১

তোমার দীঘল চুলেও ভয়, তোমার মেঘলা খোপায়ও ভয়,

তোমার বাঁকা চোখেও ভয়, তোমার চোখের জলেও ভয়,



তোমার রাঙা ঠোটেও ভয়,

তোমার লাজুক হাসিতেও ভয়,

তোমার অভিমানেও ভয়,

তোমার মান ভাঙানেও ভয়,



তোমার স্পর্ষতেও ভয়,

তোমার বাহুর ভাজেও ভয়,

তোমার বুকের ফুলদানীতও ভয়,

তোমার আঁচলটানা গোপন প্রেমেও ভয়,



ভয়, ভয়, ভয়

তোমায় নিয়ে আমার যত ভয়,

এই পেয়েছি আবার যদি সব হারাতে হয়!!!

- তীর্থক





কেউ সাজায় বাসর,

কারও ভাঙ্গে ঘর,

আমরণ থেকে যায় কেউ কেউ যাযাবর!

- অভিক সারওয়ার স্বাধীন!!







ঘর পালান বউ,

আর তীর আছড়ান ঢেউ,

কখনও ফেরেনা কেউ।

- মামুনুর রশিদ





চন্দ্রীমা যেন সাগরেতে ভাসে,

সমুদ্রে যেন ঢেউ,

এতদিন পরে মনেপরে আজি,

ভালোবেশেছিল কেউ!!

- মামুনুর রশিদ







স্মৃতির অন্তরালে বিস্মৃতি,

ছায়ার অন্তরালে আলেয়া,

আর আমার অন্তরালে তুমি,

মনের মনিকোঠায় একান্ত কিছু দুক্ষ, কষ্ট, যন্ত্রনা!!

- সংকলিত







তোমার দীঘল চুলেও ভয়, তোমার মেঘলা খোপায়ও ভয়,

তোমার বাঁকা চোখেও ভয়, তোমার চোখের জলেও ভয়,



তোমার রাঙা ঠোটেও ভয়,

তোমার লাজুক হাসিতেও ভয়,

তোমার অভিমানেও ভয়,

তোমার মান ভাঙানেও ভয়,



তোমার স্পর্ষতেও ভয়,

তোমার বাহুর ভাজেও ভয়,

তোমার বুকের ফুলদানীতও ভয়,

তোমার আঁচলটানা গোপন প্রেমেও ভয়,



ভয়, ভয়, ভয়

তোমায় নিয়ে আমার যত ভয়,

এই পেয়েছি আবার যদি সব হারাতে হয়!!!

- তীর্থক

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয় পাচ্ছি !

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৮

তীর্থক বলেছেন: :-)

২| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব মজা পেলাম পোষ্টটা পড়ে :) দারুন

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

তীর্থক বলেছেন: ভালো লাগলো .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.